রবীন্দ্র জাদেজা
ভারতীয় ক্রিকেটের বর্তমান প্রধান অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তার অসাধারণ অলরাউন্ড পারফর্মেন্স দিয়ে সারা ক্রিকেট বিশ্বের মন জয় করে নিয়েছেন। বাঁহাতি এই অলরাউন্ডার যেমন ব্যাট হাতে অসাধারন দক্ষ ঠিক তেমনই তার বাঁহাতি স্পিন বোলিং অনেক ব্যাটসম্যানের কাছে চিন্তার বিষয়। জাদেজা শুদু ব্যাট এবং বল হাতে দক্ষ নন তার অসামান্য ফিল্ডিং এর জন্য তিনি এই মুহূর্তের ক্রিকেট বিশ্বে একনম্বর সেরা ফিল্ডার। তাই তাকেও “Man Of The Tournament ” এর তালিকায় রাখা যেতেই পারে।