বর্তমান আধুনিক যুগের ক্রিকেটে T20 ক্রিকেট হলো সব থেকে আকর্ষণীয় এবং রোমাঞ্চকর ফরম্যাট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পরেই T20 বিশ্বকাপ হলো সব থেকে বড়ো ক্রিকেট প্রতিযোগিতা তা এই বছর ২০২১ সালে অনুষ্ঠিত হবে। T20 ওয়ার্ল্ড কাপ এই বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবার কথা ছিল কিন্তু এই বছর ভারতে করণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়াতে আই সি সি এই প্রতিযোগিতা ভারতের মাটিতে আয়োজন করার প্রস্তাব বাতিল করে দেয় এবং তারা জানায় নির্ধারিত সময় সূচি মেনে এই বিশ্বকাপের আয়োজন তারা দুবাইয়ের মাটিতে করবে। ১৬টি দলের মধ্যে এই প্রতিযোগিতাতে কোন কোন খেলোয়াড় “Man Of The Tournament ” হতে পারেন তা আমরা এখানে আলোচনা করবো।
T20 বিশ্বকাপে “Man Of The Tournament” হবার দাবিদার কারা, জেনে নিন
