T20 বিশ্বকাপে "Man Of The Tournament" হবার দাবিদার কারা, জেনে নিন 1

রাশিদ খান

T20 বিশ্বকাপে "Man Of The Tournament" হবার দাবিদার কারা, জেনে নিন 2

রহস্যময় ডানহাতি আফগানিস্তান লেগ স্পিনার রাশিদ খান তার অনবদ্য স্পিন বোলিং এর জন্য সারা ক্রিকেট বিশ্বে প্রসিদ্ধ। বর্তমান t20 ক্রিকেটের যুগেও তিনি তার বৈচিত্রময় স্পিন বোলিং দিয়ে বহু ব্যাটসম্যানকে বহুবার আউট করেছেন। সারা বিশ্বের প্রায় সমস্ত রকম t20 প্রতিযোগিতাতে অংশগ্রহনকারী রাশিদ খান যেকোনো অব্দি ২৫০টির বেশি t20 ম্যাচ খেলে ফেলেছেন, তার এই অসাধারণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এই t20 বিশ্বকাপে বাজিমাত করতে চান। তাই তিনি “Man Of The Tournament ” হবার একজন বড়ো দাবিদার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *