T20 বিশ্বকাপে "Man Of The Tournament" হবার দাবিদার কারা, জেনে নিন 1

বাবর আজমT20 বিশ্বকাপে "Man Of The Tournament" হবার দাবিদার কারা, জেনে নিন 2

পাকিস্তানী ডানহাতি ওপেনার তথা অধিনায়ক বাবর আজম এই মুহূর্তের বিশ্ব ক্রিকেটে সব থেকে প্রতিভাবান খেলোয়াড় যিনি তার অসাধারণ পারফর্মেন্স দিয়ে এখন বিশ্বের একনম্বর t20 ব্যাটসম্যান। বাবার আজম তার অধিনায়কত্বে এটাই দ্বিতীয় বড়ো টুর্নামেন্ট এবং তিনি এই মুহূর্তে যে বিধংসী ফর্ম এ আছেন তাতে করে তিনিও আসন্ন্য t20 বিশ্বকাপে “Man Of The Tournament ” হবার দাবি রাখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *