T20 বিশ্বকাপে "Man Of The Tournament" হবার দাবিদার কারা, জেনে নিন 1

বেন স্টোকস

T20 বিশ্বকাপে "Man Of The Tournament" হবার দাবিদার কারা, জেনে নিন 2

এই মুহূর্তের ক্রিকেট বিশ্বে সব থেকে নামি এবং গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হলেন বেন স্টোকস যিনি বর্তমান আধুনিক যুগের ক্রিকেটে সমস্ত ফরম্যাটে সমান ভাবে পারদর্শী। ইংলিশ এই অলরাউন্ডার এই বছর t20 ক্রিকেটে “Man Of The Tournament ” হবার দাবি রাখেন তা তিনি ২০১৯ সালের একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপেই প্রমান দেখিয়ে দিয়েছেন। ইংল্যান্ড দলের সব থেকে ভরসামান এই খেলোয়াড় দলের প্রয়োজনে যে কোনো জায়গাতে যেমন ব্যাট করার ক্ষমতা রাখেন তেমনি তার উল্লেখযোগ্য বোলিং ইংল্যান্ড দলকে যেকোনো ম্যাচে জেতাতে সাহায্য করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *