১৯৭৪ সালের ১৩ জুলাই লিডসের মাঠে প্রথমবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে টিম ইন্ডিয়া (Team India)। প্রতিপক্ষ ছিলো ইংল্যান্ড। ২৩ বল বাকি থাকা অবস্থাতেই সেই ম্যাচ হেরেছিলো দল। দাম পায় নি ব্রিজেশ প্যাটেলের দুরন্ত ৮২ রানের ইনিংস। এই ম্যাচের নয় বছরের মধ্যেই ‘মেন ইন ব্লু’র মুকুটে যুক্ত হয়েছিলো বিশ্বকাপ (ICC World Cup) জয়ের পালক। এরপর দেখতে দেখতে কেটে গিয়ে বেশ কয়েকটা দশক। এই মুহূর্তে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেই অন্যতম শ্রেষ্ঠ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। আইসিসি র্যাঙ্কিং-এ তারা রয়েছে দ্বিতীয় স্থানে। পঞ্চাশ বছরে ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২৫৬ জন। এর মধ্যে থেকে সেরা এগারো বেছে নেওয়ার কাজটা মোটেই সহজ নেই। সম্প্রতি শুভঙ্কর মিশ্রের পডকাস্ট অনুষ্ঠানে সেই চ্যালেঞ্জটাই গ্রহণ করলেন পীয়ূষ চাওলা (Piyush Chawla)।
Read More: ঈশান কিষণের দুর্ধর্ষ শতরানে কপাল পুড়লো এই তারকা’র, জাতীয় দলের দরজা হতে চলেছে বন্ধ !!
সেরা একাদশে রয়েছেন শচীন, ধোনি, কোহলি-
ভারতের সর্বকালের সেরা যে ওডিআই একাদশ বেছে নিয়েছেন পীয়ূষ চাওলা (Piyush Chawla), সেখানে ব্যাটিং বিভাগে রয়েছে নক্ষত্রের সমারোহ। টেস্ট হোক বা একদিনের ম্যাচ-শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) বাদ দিয়ে সর্বকালের সেরা একাদশ গঠন করা অসম্ভব। চেনা ছকেই হেঁটেছেন পীয়ূষ’ও। সর্বোচ্চ রানের মালিককে প্রথমেই রেখেছেন তিনি। এরপর তিনি জায়গা করে দিয়েছেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma)। ১১০০০ ওডিআই রানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন হিটম্যান। আগামীতেও নতুন সব মাইলস্টোন স্পর্শ করবেন তিনি, আশায় তারকা লেগস্পিনার। একাদশে রাখা হয়েছে বীরেন্দ্র শেহবাগ’কে (Virender Sehwag)। নয়া শতকের প্রথম দশকে বিধ্বংসী ব্যাটিং করে ক্রিকেটের ব্যকরণ’ই বদলে দিয়েছিলেন তিনি।
‘মাস্টার ব্লাস্টার’-এর সাথে ‘মডার্ন মাস্টার’ বিরাট কোহলিরও (Virat Kohli) জায়গা হয়েছে পীয়ূষের বেছে নেওয়া সর্বকালের সেরা ভারতীয় একাদশে। ওডিআই ক্রিকেটে ১৩ হাজারের বেশী রান রয়েছে বিরাটের। শচীনের রেকর্ড ভেঙে এই মুহূর্তে সর্বোচ্চ সংখ্যক শতরানেরও মালিক তিনি। তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ তাই নেই। এক সাক্ষাৎকারে যুবরাজ সিং-কে (Yuvraj Singh) সাদা বলের ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার আখ্যা দিয়েছিলেন গৌতম গম্ভীর। ভারতের বর্তমান কোচের সাথে সম্ভবত একমত পীয়ূষ চাওলা’ও। সেরা একাদশে তারকা অলরাউন্ডারকে রেখেছেন তিনি। ওডিআই ক্রিকেটে অধিনায়ক হিসেবে দুটি আইসিসি ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তিনিই থাকছেন পীয়ূষের একাদশে।
দুই স্পিনার, তিন পেসারে ছক সাজিয়েছেন পীয়ূষ-
ভারতের (Team India) সর্বকালের সেরা একদিনের ক্রিকেট দলে দুই বিশেষজ্ঞ স্পিনার ও তিনজন পেসারকে রেখেছেন পীয়ূষ চাওলা। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভারতের হয়ে সর্বোচ্চ সংখ্যক উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble)। কর্ণাটকের লেগস্পিনার রয়েছেন পীয়ূষের একাদশে। সাথে জায়গা করে নিয়েছেন হরভজন সিং। ডান হাতি অফ স্পিনারের সাথে কুম্বলের জুটি বহু সাফল্য এনে দিয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। সেরাদের তালিকাতেও অটুট থাকছে ভাজ্জি-জাম্বো’র জুড়ি। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ‘মেন ইন ব্লু’র অধিনায়ক কপিল দেব’ও (Kapil Dev) রয়েছেন সর্বকালের সেরা দলে। আগুনে পেস বোলিং-এর পাশাপাশি বিস্ফোরক ব্যাটার হিসেবেও সুবিদিত ছিলেন তিনি। সাথে বাকি দুই পেসার হিসেবে পীয়ূষ বেছে নিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও জাহির খান’কে।
এক নজরে পীয়ূষের বেছে নেওয়া সেরা একাদশ-
শচীন তেন্ডুলকর, রোহিত শর্মা, বীরেন্দ্র শেহবাগ, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কপিল দেব, হরভজন সিং, অনিল কুম্বলে, জসপ্রীত বুমরাহ, জাহির খান।