ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন পীয়ূষ চাওলা। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের হয়ে দাপটের সাথে খেলেছেন আইপিএলও। জিতেছেন সেরার শিরোপা। তাঁর লেগস্পিনের জাদুতে মাত হয়েছেন তাবড় ব্যাটার। কিন্তু ব্যক্তিগত জীবনে পীয়ূষের যাবতীয় ডিফেন্স ভেঙে তাঁকে ক্লিন বোলড করেছেন স্ত্রী অনুভূতি চৌহান (Anubhuti Chauhan)। পীয়ূষ (Piyush Chawla) প্রথমবার অনুভূতিকে দেখেছিলেন একেবারেই ছেলেবেলায়। একই পাড়ায় প্রতিবেশী […]