PBKS vs CSK IPL 2024 Match 53 Preview in Bengali: চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের ডবল হ্যাটট্রিক করতে মোরিয়া PBKS, ধোনির বুদ্ধিতে CSK নিতে চলেছে 'পারফেক্ট রিভেঞ্জ' !! 1

আগামীকাল আইপিএল ২০২৪’এর (IPL 2024) মেগা ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস (PBKS vs CSK)। এই মৌসুমে দুই দল মুখোমুখি হয়েছিল চলতি মাসের প্রথম দিনেই। শেষ ম্যাচটিতে পাঞ্জাবের কাছে পরাজিত হতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। পাঞ্জাবের বিরুদ্ধে শেষ পাঁচটি ম্যাচে এখনো পর্যন্ত জয় সুনিশ্চিত করতে ব্যার্থ হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। আগামীকাল ম্যাচটি হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে খেলা হতে চলেছে, এই সিজিনে প্রথম ম্যাচ হাতে চলেছে এই মাঠে। পয়েন্ট তালিকার বিচারে দুই দল আপাতত সম সংখ্যক ম্যাচ খেলেছে এবং চেন্নাই দল পাঁচটি জয় নিয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।

পাশপাশি চারটি জয়ের পর পাঞ্জাবের কাছে রয়েছে আটটি পয়েন্ট। দুই দলের শেষ ম্যাচের কথা বলতে গেলে একে অপরের বিরুদ্ধে চেন্নাইয়ের চিপকে গত ম্যাচে মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাটিং করতে এসে চেন্নাই দল নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান বানাতে সক্ষম হয়েছিল। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত অর্ধ-শতরান হাঁকিয়েছিলেন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার্ড। ৪৮ বলে পাঁচটি চার ও দুটি ছক্কার বিনিময় ৬২ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। সেই রান তাড়া করতে এসে ১৮ তম ওভারেই জয় সুনিশ্চিত করে পাঞ্জাব কিংস (PBKS)। আগামীকাল ম্যাচটি দুই দলের কাছে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে।

দুই দলের কাছে সুযোগ রয়েছে প্লে-অফের জন্য কোয়ালিফাই করার, যে দল তাদের বাকি চারটি ম্যাচ জিতবে সেই দলের কাছে রাস্তা এখনও খোলা রয়েছে প্লে অফে পৌঁছানোর। চেন্নাই সুপার কিংস দল আগামীকালের ম্যাচে কিছুটা ব্যাকফুটে থাকবে কারণ আগামীকালের ম্যাচে দেখা যাবে না বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। দেশের হয়ে খেলার জন্য বাংলাদেশ পাড়ি দিয়েছেন ফিজ। পাশাপাশি দলের মুখ্য দুই বোলার দীপক চাহার ও তুষার দেশপান্ডের না খেলা সম্ভাবনাটা প্রবল। অন্যদিকে পাঞ্জাব তাদের গত দুই ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্সের পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

Read More: IPL 2024: তৃতীয় ট্রফি জয়ের ‘মাস্টারপ্ল্যান’ তৈরি ‘গুরু’ গম্ভীরের, ওয়াংখেড়েতেই মিললো ইঙ্গিত !!

PBKS vs CSK, IPL 2024 MATCH 53, PITCH REPORT

Hpca, world cup 2023, ind vs eng, ipl 2024
BAN vs AFG | Image: Getty Images

আগামীকাল ম্যাচটি (PBKS vs CSK) প্রথমবারের জন্য খেলা হচ্ছে এই বছর আইপিএলে। যদিও এখানে পেস বোলারদের জন্য বাড়তি সুবিধা থাকে, বোলারদের সুইং এড়িয়ে ব্যাটসম্যানদের সেরাটা দিতে হবে। চলতি আইপিএলে একাধিক ম্যাচেই রানের বন্যা দেখা গিয়েছে। আগামীকাল ম্যাচটি যেহেতু প্রথম বারের জন্য নতুন পিচে খেলা হবে তাই ব্যাটসম্যানদের ব্যাট থেকে রান দেখতে পাওয়া যাবে। এই পিচে সুইং বোলারদের জন্য সুবিধা থাকলেও স্পিনারদের জন্য এই উইকেট একদম কার্যকরী নয়।

PBKS vs CSK, IPL 2024 MATCH 53, WEATHER REPORT

আগামীকাল ধর্মশালায় সর্বাধিক ২৮ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি তাপমাত্রা থাকবে। ১৪ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে এবং বাতাসে ৩৭% আপেক্ষিক আদ্রতা থাকবে। বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, আগামীকাল ম্যাচটিতে টস জয়ী অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন।

PBKS vs CSK, IPL 2024 MATCH 53, HEAD to HEAD

Csk vs pbks, ipl 2024
CSK vs PBKS | Image: Getty Images

পাঞ্জাব ও চেন্নাইয়ের মধ্যে সবসময়ই খুবই হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই দল ২৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে, চেন্নাই ১৫টি জয় পেয়েছে ও পাঞ্জাব ১৪ টি জয় পেয়েছে। তবে গত ৫ ম্যাচে চেন্নাই পাঞ্জাবকে হারাতে হয়েছে ব্যার্থ।

PBKS vs CSK, IPL 2024 MATCH 53, দুই দলের সম্ভাব্যরূপ একাদশ

পাঞ্জাব কিংস (PBKS) – অজিঙ্কা রাহানে, ঋতুরাহ গায়কওয়াড় (C), ড্যারিল মিচেল, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (WK), সমীর রিজভি, শার্দুল ঠাকুর, রিচার্ড গ্লিসন, মুকেশ চৌধুরী। [ইমপ্যাক্ট প্লেয়ার: মাথিশা পাথিরানা]

চেন্নাই সুপার কিংস (CSK) – জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং, রিলি রোসো, স্যাম কুরান (C), জিতেশ শর্মা (WK), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, হর্ষাল প্যাটেল, রাহুল চাহার। [ইমপ্যাক্ট প্লেয়ার: আরশদীপ সিং]।

Read Also: IPL 2024: “লোক হাসাতেই খেলতে নামে…” ১২ বছর পর ওয়ানখেড়েতে KKR’এর কাছে পরাস্ত হতেই ট্রোলের মুখে মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *