PBKS

আর কিছু মাসের অপেক্ষা, কিছু মাস পরেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের সবথেকে বড় লীগ আইপিএল ২০২৪ (IPL 2024)। আগামী ১৯ ডিসেম্বর আইপিএল মিনি নিলাম (IPL 2024 Auction) অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। তবে, আসন্ন আইপিএলের আগেই শুরু হয়েছে ক্লাইম্যাক্স, মুম্বই ইন্ডিয়ান্স দলে প্রত্যাবর্তন ঘটেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। কলকাতা ফ্রাঞ্চাইজিতে ফিরে এসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), আসন্ন আইপিএল হতে চলেছে বেশ মজাদার। তবে এদের পাশাপাশি ঘরে ফিরলেন আরও একজন প্লেয়ার। দীর্ঘ সাত বছর পর ফের পঞ্জাব কিংসে (PBKS) প্রত্যাবর্তন সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar)। আসন্ন মরসুের জন্য পঞ্জাব কিংসের ক্রিকেট ডেবলপমেন্ট প্রধান হিসাব যুক্ত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার।

Read More: IPL 2024: এই ৩ তুখোড় খেলোয়াড়কে ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেললো দিল্লি ক্যাপিটালস, ট্রফি জয়ের স্বপ্নের ঘটবে সলীল সমাধি !!

আবার PBKS’ দলে ফিরলেন সঞ্জয়

Sanjay bangar, ipl 2024
Sanjay Bangar | Image: Getty Images

২০১৪ সালে প্রথমবার পঞ্জাব কিংসের (PBKS) সঙ্গে যুক্ত হয়েছিলেন সঞ্জয় বাঙ্গার। দলের সহকারী কোচ ছিলেন সঞ্জয় এবং সেই বছরেই প্রথম ফাইনালে প্রবেশ করে টিম পাঞ্জাব। তাদের দীর্ঘ ১৬ বছরে এটাই ছিল সবথেকে ভালো বছর। ফাইনালে ঋদ্ধমান সাহার (Wriddhiman Saha) ব্যাট থেকে শতরান আসলেও কলকাতা নাইট (KKR) ১ ওভার আগেই জয় সুনিশ্চিত করেন। এরপর ২০১৫ ও ২০১৬ সালে পঞ্জাব কিংস শিবিরের প্রধান কোচের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। যদিও আর সফলতা আসেনি পাঞ্জাব দলের। দুই মরশুমে একেবারে পয়েন্ট তালিকার শেষে শেষ করে পাঞ্জাব কিংস (PBKS)। ৭ বছর পর আবারও সেই সঞ্জয় বাঙ্গারের ওপরই ভরসা রাখছে পঞ্জাব কিংস।

দলে যুক্ত হয়ে আপ্লুত সঞ্জয়

Sanjay Bangar, ipl 2024
Sanjay Bangar | Image: Getty Images

২০২১ সালের ফেব্রুয়ারিতে বাঙ্গার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছিলেন সঞ্জয়। গত দুই সিজিনে ফলের সাথেই কাজ করেছেন তিনি। আর ২০২১ ও ২০২২ সিজিনে প্লেঅফে উঠেছিল RCB। গত মরশুমে ভালো ফল করেনি RCB, যে কারণে সঞ্জয় বাঙ্গারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয় তাদের। যে কারণে ঘরে আবার ফিরলেন সঞ্জয়। এই নতুন দায়িত্ব পেয়ে বেশ খুশি সঞ্জয়। মন্তব্য করে তিনি জানিয়েছেন, “আবারও একবার পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আপ্লুত। এবার খুব কম প্লেয়ারকেই ছেড়েছে পাঞ্জাব। সবাই প্রায় রয়ে গেছেন বলা যায়। দলকে সাফল্য দেওয়াটাই এখন আমাদের কাছে সবচয়ে বড় চ্যালেঞ্জ।

Read More: IPL 2024: “প্রশংসা ও সমালোচনা, দুটিকেই গ্রহণ করা….”, ইন্সটাগ্রামে সমালোচকদের একহাত নিলেন পৃথ্বী শ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *