সুপার 8-এর আগেই ভাগ্য খুললো পরাগ-আইয়ারের, ভারতীয় দলে নিলেন সরাসরি এন্ট্রি !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মহামৌসুমে ভারতীয় দলের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ জিতে ভারতীয় দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেরাদের লড়াইয়ে। সুপার এইটে ভারতীয় দলের মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই তিন দলের বিরুদ্ধে ভারতীয় দলকে জয়লাভ করে সেমিফাইনালে অগ্রসর হতে হবে। চলতি বিশ্বকাপে ভারতীয় দল দুর্দান্ত ছন্দ দেখিয়েছে।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় সুনিশ্চিত করেছিল রোহিত শর্মার বাহিনী, এরপর পাকিস্তানের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), হার্দিক পান্ডিয়া ও অর্ষদীপ সিংয়ের (Arshdeep Singh) সামনে নাজেহাল হয়ে ওঠে পাকিস্তানী ব্যাটিং লাইন আপ। মাত্র ১১৯ রান তারা করতে এসে ১১৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান দল। ভারতের তৃতীয় খেলাটি হয়েছিল হোস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এই ম্যাচে ৭ উইকেটে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে টিম ইন্ডিয়া বিশ্বকাপ ২০২৪’এর (T20 World Cup 2024)সুপার ফোরের জন্য কোয়ালিফাই করে।

Read More: T20 World Cup 2024: ভেস্তে গেল ভারত-কানাডা ম্যাচ, নাক কাটলো ICC’র !!

দলে এন্ট্রি নেবেন এই দুই তরুণ

USA vs IND, t20 world cup 2024
Indian Team | Image: Getty Images

তবে অন্যদিকে চর্চা শুরু হয়েছে ভারতীয় দলের বাঁকি দুই ক্রিকেটারকে নিয়ে। রাজস্থান রয়্যালসের ব্যাটিং তারকা রিয়ান পরাগ (Riyan Parag) এবং কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) টিম ইন্ডিয়ার হয়ে এন্ট্রি নিতে চলেছেন জিম্বাবুয়ে সফরের জন্য।

জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজটিতে, পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে, ৬ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে এই সিরিজ। আসন্ন সিরিজে দুই প্লেয়ারকে এন্ট্রি নিতে দেখা যাবে, যদিও ভেঙ্কটেশ আগে ভারতের হয়ে খেলে ফেলেছেন তবে রিয়ানের এটি প্রথম ডাক হতে চলেছে।

পরাগ-আইয়ারের ক্যারিয়ার

Riyan Parag and Venkatesh Iyer, t20 world cup 2024
Riyan Parag and Venkatesh Iyer | Image: Twitter

রিয়ান পরাগ এবং ভেঙ্কটেশ আইয়ার আইপিএলের মঞ্চে দুর্দান্ত ছিলেন। পরাগ রাজস্থানের হয়ে ১৫ ম্যাচে ৫২.০৯ গড়ে এবং ১৪৯.২২ স্ট্রাইক রেটে তার ক্যারিয়ারের সেরা ৫৭৩ রান করেন।অন্যদিকে, ভেঙ্কটেশ আইয়ার নাইট রাইডার্সের একটি ফ্লোটারের ভূমিকা পালন করেছিলেন। ৪৬.২৫ গড়ে ১৪ ম্যাচে ১৫৮.৮০ স্ট্রাইক রেটে বানিয়েছেন ৩৭০ রান।

যদিও ভেঙ্কটেশ ভারতের হয়ে সাদা বলের ফরম্যাটে অভিষেক করে ফেলেছেন। তিনি, ২টি ওডিআই ম্যাচে ২৪ রান বানিয়েছিলেন এবং ৭ টি-টোয়েন্টি ইনিংসে ৩৩.২৫ গড়ে ও ১৬২.২ স্ট্রাইক রেটে ১৩৩ রান বানান এবং তুলে নেন ৫ উইকেট। যদিও চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে যেতে হয়েছিল আইয়ারকে। তবে এবার তাদের এই দুর্ধর্ষ পারফরমেন্সের পর জাতীয় দলে পেতে চলেছেন ডাক।

Read Also: ‘গম্ভীর’ রহস্যের জট খুলছে শীঘ্রই, কোচের নাম ঘোষণা করতে চলেছে বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *