PSL 2024: পিএসএলের ম্যাচে RCB-র জার্সি গায়ে পাক ক্রিকেট ফ্যান, ক্যামেরার ফোকাসে আসতেই ঘটনা হল ভাইরাল !! 1

PSL 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলকে পৃথিবীর সেরা ক্রিকেট লিগের তকমা দেওয়া হয়। এর জৌলুসের সামনে বিশ্বের অন্যান্য সব লিগের রঙ ফিকে হয়ে যায়। তবে এর মধ্যেই পাকিস্তানের ক্রিকেট ফ্যানরা পিএসএলকে আইপিএলের থেকেও বড় টুর্নামেন্টের তকমা দেয়। তবে তার সঙ্গে বাস্তবের যে আদৌ কোন সম্পর্ক নেই তা জোর গলায় বলে দেওয়া যায়। ধারে কিংবা ভারে, কোন ক্ষেত্রেই আইপিএলের ধারে কাছেও নেই পাকিস্তান সুপার লিগ। যাই হোক, এই দুই টুর্নামেন্ট নিয়ে দুই দেশের মধ্যে চাপানউতোর চললেও, এ দিন এমন একটি দৃশ্য দেখা গেল যার পর আইপিএলের শ্রেষ্ঠত্ব নিয়ে আর কোন প্রশ্ন তোলার জায়গা রইলো না।

আরসিবির জার্সি গায়ে পিএসএলের ম্যাচ দেখলেন পাক ফ্যান

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের অন্যতম নামজাদা দল। বিরাট কোহলির দল হিসেবেও এই শিবির বেশ পরিচিত। স্বাভাবিকভাবেই এই টিমের ফ্যান সংখ্যা যথেষ্ট। আর সেটা ভারতেই শুধু নয়, রয়েছে পড়শি দেশ পাকিস্তানেও। এ দিন তারই প্রমাণ পাওয়া গেল পিএসএলের পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স ম্যাচের সময় এক পাকিস্তানি ফ্যানকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে স্টেডিয়ামে উপস্থিত হতে দেখা যায়। সেই ছবি ক্যামেরা বন্দী হতেই নিমেষে ভাইরাল হয়ে যায়। অনেকেই এটাকে তুলে ধরেই আইপিএলের মাথাই শ্রেষ্ঠত্বের মুকুট তুলে দেয়।

Royal challenges Bangalore (IPL 2024)
RCB | Image: Getty Images

আইপিএল ২০২৪-এর প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। আইপিএল এবার ২২ মার্চ ২০২৪ থেকে শুরু হবে। উদ্বোধনী ম্যাচটি আরসিবি বনাম সিএসকের মধ্যে হবে। আরসিবি আবারও প্রথম আইপিএল ট্রফি জয়ের আশা নিয়ে মাঠে নামবে যেখানে সিএসকে ষষ্ঠবারের মতো ট্রফি জয়ের লক্ষ্য রাখবে। বেঙ্গালুরু দলের নেতৃত্ব ফাফ ডুপ্লেসিসের হাতে, আর সিএসকে-র অধিনায়কত্ব এমএস ধোনির হাতে। তবে এই ম্যাচে সবার নজর থাকবে বিরাট কোহলির দিকে। তিনি কী করেন সেটাই দেখার বিষয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *