t20-wc-saim-ayub-to-open-vs-ind

শুরু হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের কুড়ি ওভারে ফরম্যাটের বিশ্বকাপ (T20 World Cup 2024)। ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপে। চলতি বিশ্বকাপে নিরিখে সবথেকে বড় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আগামী রবিবার, ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি বিশ্বকাপের ১৯ নম্বর ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। গ্রুপ এ’-তে অবস্থান করা দুই দল ইতিমধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তবে তাদের প্রতিপক্ষ পাকিস্তান দল আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচেই পরাজিত হয়েছে।

এই লজ্জা জনক পরাজয়ের পর শক্তিশালী টিম ইন্ডিয়া বিরুদ্ধে কামব্যাক করা সহজ হয়ে উঠবে না বাবর-শাহীনদের কাছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে প্রচুর অনুশীলন ও গেম প্ল্যানের প্রয়োজন পাকিস্তান দলের। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে পাকিস্তান দলে হতে পারে বড় পরিবর্তন, প্রথম ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তান দলের ব্যাটসম্যানরা খুবই সাদামাটা পারফরম্যান্স করেছেন। যে কারণে তাদেরকে খেসারত গুনতে হয়েছে USA’র বিরুদ্ধে ম্যাচটিতে। যেহেতু আগামী ম্যাচটা একটু ধীরগতির উইকেটটা খেলা হতে চলেছে সেই কারণে পাকিস্তান দলের ওপেনার ব্যাটসম্যানদের পরিবর্তন দেখা যেতে পারে।

ক্যাপ্টেন বাবর আজম ভারতের বিরুদ্ধে তাদের তরুণ পাওয়ার এটার ব্যাটসম্যান সাইম আইয়ুবকে (Saim Ayub) টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সুযোগ দিতে পারেন। সাইমের সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে ফখর জামানকে (Fakhar Zaman)। তিন নম্বরে ব্যাটিং করতে আসবেন ক্যাপ্টেন বাবর (Babar Azam)। বাবর ও রিজওয়ান জুটি শক্তিশালী প্রমান হলেও দুজনের স্ট্রাইক রেটের উপর উঠেছে অনেক প্রশ্ন, পাওয়ার প্লের প্রথম ছয় ওভারের ফায়দা তুলতে ব্যার্থ হলে সমস্যায় পড়বে পাকিস্তান।

Read More: T20 World Cup 2024: ডালাসের বাইশ গজে ডানা মেললো ‘আমেরিকান ড্রিম’, মুখ থুবড়ে পড়লেন বাবর-শাহীনরা !!

দলের মিডিল অর্ডারের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। ভারতীয় অভিজ্ঞ পেস ও স্পিন আক্রমণের বিরুদ্ধে মিডিল অর্ডারে রিজওয়ান তার সেরাটা দিতে পারেন। তাছাড়া পাওয়ার হিটার ইফতিখার (Iftikhar Ahmed) ও শাদাব খানকে (Shadab Khan) লোয়ার মিডিল অর্ডারের দায়িত্ব পালন করতে দেখা যাবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শাদাবের স্ট্রাইক রেট হতে ছিল সবথেকে বেশি। পাশাপশি, ফিনিশারের ভূমিকায় আজম খানকে (Azam Khan) পরিবর্তন করে ইমাদ ওয়াসিমকে (Imad Wasim) সুযোগ দিতে দেখা যাবে। তাছাড়া চারজন পেসার নিয়ে ভারতের ব্যাটসম্যানদের বিরুদ্ধে নামতে চাইবেন বাবর বাহিনী, যদিও ব্যাট হাতে শাহীন আফ্রিদিও (Shaheen Afridi) বেশ ভালো পাওয়ার হিটিংয়ের ক্ষমতা রাখেন। মোহাম্মদ আমির (Mohammad Amir), হ্যারিস রউফ (Harris Rauf) ও নাসিম শাহ (Naseem Shah) হতে চলেছেন বাঁকি ৩ পেসার।

IND vs PAK, T20 World Cup 2024, PITCH & WEATHER REPORT

Nassau, t20 world cup 2024

ভারত-পাকিস্তান মেগা ম্যাচটি নিউ-ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। আপাতত এই মাঠে গুটিকয়েক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় দল আয়ারল্যান্ডের বিরুদ্ধেও এই মাঠেই তাদের শেষ ম্যাচটি খেলেছিল। উইকেটে স্পঞ্জি বাউন্স থাকার জন্য বোলারদের পক্ষে এই উইকেটে অনেকটাই বেশি সুবিধা রয়েছে। গত কয়েকটি ম্যাচে এই ভেন্যুতে প্রথম ইনিংসে গড় রান ৮৫। টি-টোয়েন্টি ক্রিকেটে এই রানটি বেশিরভাগ দল পাওয়ার প্লের ভিতরেই অর্জন করে থাকেন। উইকেট ধীরগতির হওয়ার কারণে প্রথমে ফিল্ডিং বেছে নেওয়ার সিদ্ধান্তটি হবে শ্রেয়।

আগামী রবিবার নিউ ইয়র্ক শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৭ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বাতাসে ৫৪ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া, ১৮ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে এবং ভক্তদের জন্য চিন্তার বিষয় হয়ে থাকবে নিউ-ইয়র্কে বৃষ্টি। উক্ত দিনে ২০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

IND vs PAK, T20 World Cup 2024, ভারতের বিরুদ্ধে পাকিস্তান সম্ভব্য একাদশ

ওপেনার – সাইম আইয়ুব, ফখর জামান

মিডিল অর্ডার ব্যাটসম্যান – বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ

ফিনিশার/অলরাউন্ডার – শাদাব খান, ইমাদ ওয়াসিম

বোলার – শাহীন-শাহ-আফ্রিদি, মোহাম্মদ আমির, হ্যারিস রউফ, নাসিম শাহ।

উইকেট রক্ষক – মোহাম্মদ রিজওয়ান

পাকিস্তানের সম্ভব্যরূপ একাদশ

সাইম আইয়ুব, ফখর জামান, বাবর আজম (ক্যাপ্টেন), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), ইফতিখার আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহীন-শাহ-আফ্রিদি, মোহাম্মদ আমির, হ্যারিস রউফ, নাসিম শাহ।

Read Also: “করাচির টিকিট কনফার্ম…” USA’র বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ হারতেই সমাজ মাধ্যমে ট্রোলের শিকার হলো পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *