IND vs PAK: টিম ইন্ডিয়াকে নাস্তাবুত করতে ছক কষছে পাকিস্তান, এই খেলোয়াড় হবেন তুরুপের তাস !!

শুরু হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের কুড়ি ওভারে ফরম্যাটের বিশ্বকাপ (T20 World Cup 2024)। ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপে। চলতি বিশ্বকাপে নিরিখে সবথেকে বড় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আগামী রবিবার, ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি বিশ্বকাপের ১৯ নম্বর ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। গ্রুপ এ’-তে অবস্থান করা দুই দল ইতিমধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে। […]

ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed)-

১৯৯০ সালের ৩ সেপ্টেম্বর পাকিস্তানের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বা খাইবার পাখতুনখওয়া অঞ্চলে  জন্মগ্রহণ করেন ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed)। অল্প বয়স থেকেই পাক ঘরোয়া ক্রিকেটের আঙিনায় নাম করেন তিনি। ২০১৫তে মিলে যায় জাতীয় দলের জার্সিও। প্রথমে ইংল্যান্ডের বিরুদ্ধে আবু ধাবিতে ওডিআই অভিষেক করেন তিনি (Iftikhar Ahmed Debut)। এরপর ২০১৬ সালে বাকি দুই ফর্ম্যাটে পথচলা শুরু হয় তাঁর। ইফতিকার আহমেদ ২০১৭-১৮ মরসুমে সুই গ্যাস কর্পোরেশন অফ পাকিস্তান-এর জার্সিতে কয়েদ-এ-আজম ট্রফিতে সর্বোচ্চ ৭৩৫ রান করে নজর কেড়েছিলেন। ২০১৭-এর জানুয়ারিতে রিজিওনাল ওয়ান ডে কাপের ম্যাচে ব্যাট হাতে ১৩১ রানের পাশাপাশি ৩ উইকেটও নেন। লাগাতার নজরকাড়া পারফর্ম্যান্সের সুবাদে পাক জাতীয় দলের লোয়ার অর্ডারে ভরসার মুখ হয়ে উঠেছেন ইফতিকার।

বাংলায় ইফতিকার আহমেদের বায়োগ্রাফি (Iftikhar Ahmed Biography in Bengali)-

সম্পূর্ণ নাম ইফতিকার আহমেদ
ডাকনাম চাচা, ইফতি
জন্মস্থান পেশওয়ার, খাইবার পাখতুনখওয়া, পাকিস্তান
জন্মতারিখ ৩ সেপ্টেম্বর, ১৯৯০
উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি (১৭৭ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল পাকিস্তান
পিএসএল দল মুলতান সুলতানস
জার্সি নম্বর ৯৫
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি স্পিন বোলার
ক্রিকেটীয় ভূমিকা অলরাউন্ডার
স্ত্রী’র নাম
সন্তানের নাম
রাশিচিহ্ন মেষ
শখ ক্রিকেট খেলা, সিনেমা দেখা, শপিং
পঠনপাঠন
ইন্সটাগ্রাম প্রোফাইল @iftiahmed221
ফেসবুক প্রোফাইল @iftiahmed221
ট্যুইটার (X) হ্যান্ডেল @IftiMania

ইফতিকার আহমেদের আন্তর্জাতিক অভিষেক (Iftikhar Ahmed International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ১১/০৮/২০১৬ ইংল্যান্ড ওভাল
ওয়ান ডে ১৩/১১/২০১৫ ইংল্যান্ড আবু ধাবি
টি-২০ ০৪/০৩/২০১৬ শ্রীলঙ্কা মীরপুর

ইফতিকার আহমেদের কেরিয়ার পরিসংখ্যান (Iftikhar Ahmed Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ০৪ ৬১ ২৭ ১২.২০ ৪২.৬৫ ০০ ০০ ০১
ODI ২৮ ৬১৪ ১০৯* ৩৮.৩৭ ১০৬.৫৯ ০১ ০১ ১৬
T20i ৬৬ ৯৯৮ ৬২* ২৪.৩৪ ১২৯.১০ ০০ ০৪ ০৮
FC ৭৬ ৪৯৯৬ ১৮১ ৪২.৩৩ ৫৫.২০ ১৪ ২৬ ৭৯
List-A ১২১ ৪৩৮৮ ১৩৮* ৪৭.১৮ ৯২.৫৫ ১০ ২২ ৫৮
T20 ২৬৬ ৫১৭২ ১০০* ২৯.৮৯ ১৩১.৩৩ ০১ ৩৩ ৭০

যে দলগুলির হয়ে খেলেছেন ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed Teams in Bengali)-

পাকিস্তান, বাংলা টাইগার্স, ফরচুন বরিশাল, করাচী কিংস, পাকিস্তান-এ, পেশওয়ার জালমি, সিন্ধ, ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভলপমেন্ট অথরিটি, ডাম্বুলা সিক্সার্স, কলম্বো স্ট্রাইকার্স, গল গ্ল্যাডিয়েটর্স, মুলতান সুলতানস, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্যাট্রন’স একাদশ, পাঞ্জাব (পাকিস্তান), সুই গ্যাস কর্পোরেশন অফ পাকিস্তান, খাইবার পাখতুনখওয়া ফাইটার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ইসলামাবাদ ইউনাইটেড, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, পেশওয়ার, কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স, সারে জাগুয়ারস।

ইফতিকার আহমেদের রেকর্ড ও কৃতিত্ব (Iftikhar Ahmed Record and Achievements)-

  • ওডিআই কেরিয়ারে একটি ম্যাচেও শূন্য না করার বিরল রেকর্ড রয়েছে তাঁর।
  • টি-২০ ক্রিকেটে ছয় নম্বরে ব্যাট করতে নেমে এক ইনিংসে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক ইফতিকার।
  • স্থানীয় প্রতিভাদের বিকাশের জন্য নিজের গ্রামেই একটি স্টেডিয়াম বানিয়ে দিয়েছেন ইফতিকার আহমেদ।

যে বিতর্কে জড়িয়েছেন ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed controversies in Bengali)-

  • পিএসএলের একটি ম্যাচে ইংল্যান্ডের ক্রিকেটার জেসন রয়ের সাথে মাঠেই তর্কাতর্কি হয়েছিলো ইফতিকার আহমেদের।
  • তাঁর একটি ভারতবিরোধী মন্তব্য বেশ ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে ইফতিকার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন আদৌ এমন কিছু বলেন নি তিনি। যে ব্যক্তি ঐ ভুয়ো খবর ছড়িয়েছিলেন ট্যুইটারে, তাঁকেও একহাত নেন তিনি।

ইফতিকার আহমেদ নেট ওয়ার্থ (Iftikhar Ahmed Net Worth in Bengali)-

  • পিসিবি কেন্দ্রীয় চুক্তি- ক্যাটেগরি ডি- ১৫ লক্ষ পাকিস্তানী রুপি
  • পিএসএল বেতন- ১,৭০,০০০ মার্কিন ডলার
  • মোট নেট ওয়ার্থ- ৫ মিলিয়ন মার্কিন ডলার।

ইফতিকার আহমেদ সম্পর্কীত প্রশ্নাবলী (FAQs)-

ইফতিকার আহমেদের ডাকনাম কি?

ক্রিকেটমহলে ইফতিকার আহমেদ 'চাচা' নামে পরিচিত।

ইফতিকার আহমেদ কোন দলের হয়ে পিএসএল খেলেন?

ইফতিকার আহমেদ বর্তমানে মুলতান সুলতানস দলে আছেন।

ইফতিকার আহমেদ কবে আন্তর্জাতিক অভিষেক করেছিলেন?

ইফতিকার আহমেদ প্রথম জাতীয় দলের জার্সি গায়ে চাপান ২০১৫ সালে।

ইফতিকার আহমেদের বয়স কত?

ইফতিকার আহমেদের বর্তমান বয়স ৩৩ বছর।

ইফতিকার আহমেদের জন্ম কোথায়?

ইফতিকার আহমেদ জন্মেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া অঞ্চলে।