pakistan-lose-moved-from-champions-trophy

বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’র ক্যালেন্ডার অনুযায়ী আগামী দুই বছরে সাদা বলের ফর্ম্যাটে দুই বড় টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা। ২০২৪-এ রয়েছে টি-২০ বিশ্বকাপ। যা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে আয়োজন করছে। এরপর ২০২৫ সালে আয়োজিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। আইসিসি’র ক্যালেন্ডার অনুযায়ী পাকিস্তানে এই প্রতিযোগিতার আসর বসার কথা ছিলো। এখন থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়ে ছিলেন পাক ক্রিকেটপ্রেমীরা। অনেকেই ভেবেছিলেন আইসিসি আয়োজিত প্রতিযোগিতায়, ভারতকে বাধ্য হতে হবে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পড়শি দেশে পা রাখতে। কিন্তু ২০২৩-এর ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023) মিটতেই বড় সিদ্ধান্ত নিলো আইসিসি। বহুদলীয় টুর্নামেন্ট আয়োজনের সাধ এখনই পূরণ হচ্ছে না পাকিস্তানের।

Read More: IPL 2024: হার্দিকের বিদায়ে পড়লো সিলমোহর, নতুন অধিনায়কের কাঁধে দায়িত্ব তুলে দিলো গুজরাত টাইটান্স !!

২০২৩-এর এশিয়া কাপ’ও (Asia Cup 2023) পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিলো। অংশগ্রহণকারী ছয় দেশের মধ্যে পাকিস্তান যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানায় কেবল ভারত। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দেন যে কোনো মূল্যেই বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’রা (Rohit Sharma) যাবেন না পাকিস্তানে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে এশীয় ক্রিকেট নিয়ামক সংস্থা হাইব্রিড মডেলে সম্মতি জানায়। টুর্নামেন্টের ১৩ ম্যাচের মধ্যে মাত্র ৪টি আয়োজনের দায়িত্ব পায় পাকিস্তান। বাকি ৯ টি ম্যাচ সরে গিয়েছিলো শ্রীলঙ্কায়। ভারত নিজেদের সবক’টি ম্যাচ খেলেছিলো শ্রীলঙ্কার মাটিতে। ফাইনাল’ও আয়োজিত হয়েছিলো কলম্বোর মাঠে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে এশিয়া কাপের পুনরাবৃত্তি হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Champions Trophy 2025)। পাকিস্তানের হাতছাড়া হচ্ছে আয়োজনের দায়িত্ব।

সংবাদমাধ্যম দৈনিক জাগরণে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আইসিসি’র তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু বদলের কথা জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB)। এশিয়া কাপের (Asia Cup 2023) মত হাইব্রিড মডেলে আয়োজিত হতে পারে টুর্নামেন্ট। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহীতেও সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে যে বিকল্প ভেন্যু হিসেবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ’ও রয়েছে ভাবনায়। এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যাওয়ায় ক্ষোভ জানিয়েছিলো পিসিবি। এশীয় ক্রিকেট সংস্থার বিরুদ্ধে নিয়মিত ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পাক বোর্ডের তৎকালীন চেয়ারম্যান নাজম শেঠি (Najam Sethi)। ভারতের উদ্দেশ্যেও নানান সময় নানা কটু মন্তব্য করতে শোনা গিয়েছিলো পাক ক্রিকেটমহলকে। আইসিসি’র সিদ্ধান্ত সামনে আসার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কি প্রতিক্রিয়া জানানো হয়, তার দিকে এখন তাকিয়ে সকলে।

Also Read: IPL 2024: অবশেষে গুজরাটের সাথ ছাড়লেন হার্দিক পান্ডিয়া, মুম্বাইয়ে হল গ্র্যান্ড এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *