মাথায় হাত গুজরাট টাইটান্স শিবিরে, আইপিএলের একমাস আগেই স্টার ক্রিকেটার হলেন ব্যান !! 1

সময়ের ঘটলো অবসান, শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৪ (IPL 2024) এর নিলাম। গত সিজিনে শেষ বলে ৪ হাঁকিয়ে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হয়ে ওঠে চেন্নাই সুপার কিংস (CSK) এবং পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে সমতুল্য করে ফেলে। তবে গত সিজিনের ফাইনালিস্ট গুজরাট টাইটান্সকে (GT) নিয়ে কমছে না জল্পনা। আইপিএল রিটেনশন তালিকা জমা পড়ার পর জানা যায় আসন্ন আইপিএল থেকে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) গুজরাট ছেড়ে পুরানো ফ্রাঞ্চাইজি মুম্বইতে ফিরে গিয়েছেন। প্রতিকূলতা কাটিয়ে নিলামের মঞ্চে নতুন দল গঠন করেছে টিম গুজরাট, তবুও কাটছে না ধোঁয়াশা।

আরও পড়ুন | IPL 2024: ধোনিদের ঘরের মাঠে বোধন সপ্তদশ IPL-এর, সামনে এলো মরসুম শুরুর দিনক্ষণ !!

সমস্যা বেড়ে চলেছে গুজরাট শিবিরে

Gujrat titans, ipl 2024
Gujrat Titans | Image: Getty Images

বর্তনানে আফগান প্রমুখ স্পিনার রশিদ খান (Rashid Khan) চোটের সম্মুখীন হয়েছেন। কবে তিনি দলে ফিরবেন সেবিষয়ে রয়েছে জিজ্ঞাসা, আবার অন্যদিকে আফগানিস্তান স্পিনার নুর আহমেদ (Noor Ahamed) পড়লেন সমস্যার মধ্যে। শারজাহ ওয়ারিওর্সের সাথে চুক্তি ভঙ্গ করায় সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টি থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০২৩ সালে শারজাহর হয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুর এবং তার প্রতিভা দেখে তাকে আরও একটি সিজিন খেলার জন্য চুক্তি বাড়ানোর অফার দেয়। তবে তিনি IL T20 লীগ না খেলে দক্ষিণ আফ্রিকা T20 লিগে খেলার সিদ্ধান্ত নেন।ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন।

নূরকে ১২ মাসের জন্য ব্যান করলো IL T20 লীগের কর্মকর্তারা

Rashid khan and noor ahamed, ipl 2024
Rashid Khan and Noor Ahamed | Image: Getty Images

IL টি-টোয়েন্টি থেকে পাওয়া এক বিবৃতিতে জানা গিয়েছে, নুর শারজাহ’ দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সকল চুক্তি ও শর্ত মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তবে পরে এই চুক্তি নিশ্চিত করতে যেয়ে তিনি আর তা করেননি। যে কারণে লীগের শৃঙ্খলামূলক কমিটি নুরকে ২০ মাসের জন্য নিষিদ্ধ করেছিল। তবে মূল চুক্তিতে সই থাকার জন্য নূরের শাস্তি ১২ মাস করে দেওয়া হয়েছে। নুর শারজাহর হয়ে প্রথম আসরে, ১৪৮ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন। যেখানে তাঁর গড় ছিল ৩৭ ও ইকোনমি ছিল ৭.০৪। গত ডিসেম্বরে নবীন উল হক এবং এই মাসে দ্বিতীয় আফগান প্লেয়ার হিসাবে নূরকে নিষিদ্ধ করলো এই লীগ।

আরও পড়ুন | IPL 2024: চিন্তা বাড়লো দিল্লি শিবিরে, আসন্ন আইপিএলে কিপিং করবেন না পন্থ, উঠে আসলো বড় আপডেট !!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *