ipl-2024-about-to-move-out-of-india

IPL 2024: গত বছরের নভেম্বর থেকেই অধীর আগ্রহে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুমের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। গত ২৬ নভেম্বর নিজেদের রিলিজ ও রিটেনশন তালিকা প্রকাশ করেছিলো ফ্র্যাঞ্চাইজিগুলো। যেভাবে গুজরাত টাইটান্সের রিটেনশন তালিকায় নাম থাকা সত্ত্বেও ট্রেডিং উইন্ডো ব্যবহার করে বিপুল অর্থের বিনিময়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলে ফিরিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স, তা চমকে দিয়েছিলো সকলকে। চমকের বাকি ছিলো আরও। ১৯ ডিসেম্বরের মিনি নিলামে দুবাইয়ের কোকা-কোলা এরিনাতে তৈরি হয় রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে ২০কোটি টাকার গণ্ডী পেরোন প্যাট কামিন্স (Pat Cummins)। যান সানরাইজার্সে। তাঁর রেকর্ড মিনিটখানেকের মধ্যেই ভাঙেন, কামিন্সের স্বদেশীয় মিচেল স্টার্ক (Mitchell Starc)। অজি পেসারের জন্য ২৪ কোটি ৭৫ লক্ষ খরচ করে কলকাতা নাইট রাইডার্স।

স্টার্ক, কামিন্স ছাড়াও বড় অঙ্কের মূল্য পেয়েছেন ড্যারিল মিচেল, হর্ষল প্যাটেল, আলঝারি জোসেফরা। আন্তর্জাতিক ক্রিকেটের নামিদামী তারকারা ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে নিজেদের প্রাইস ট্যাগের সাথে ন্যায়বিচার করতে পারেন কিনা তা দেখতে মুখিয়ে রয়েছেন আট থেকে আশি। এছাড়াও এবারের টুর্নামেন্টে বাড়তি উত্তেজনা যোগ করেছে মুম্বই ইন্ডিয়ান্স ও রোহিত শর্মা (Rohit Sharma) দ্বন্দ্বের আবহ। যেভাবে হার্দিকের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে মুম্বই (MI), তারপর রোহিত কি প্রতিক্রিয়া দেন মাঠে, তা নিয়ে রয়েছে জল্পনা। তরুণ সমীর রিজভি, কুমার কুশাগ্রদের বিপুল অর্থের বিনিময়ে বিভিন্ন দলে লিখিয়েছেন এবার। নজর থাকবে তাঁদের পারফর্ম্যান্সের দিকেও। প্রস্তুত সব কটি ফ্র্যাঞ্চাইজি। প্রস্তুত সমর্থকেরাও। অপেক্ষা ছিলো মরসুম শুরুর। জানা গিয়েছে তার দিনক্ষণ’ও।

Read More: টি-২০ বিশ্বকাপের আগে নেপালের দিকে সাহায্যের হাত বাড়ালো BCCI, ভারতের মাটিতে সিরিজ খেলবেন কুশল ভুর্তেলরা !!

মার্চের শেষে শুরু হচ্ছে IPL, সূচি প্রকাশ দুই পর্বে-

IPL 2024 | Image: Twitter
IPL 2024 | Image: Twitter

গত বছর আইপিএল (IPl) শুরু হয়েছিলো ৩১ মার্চ। চলেছিলো মে মাসের শেষ অবধি। ২০২৪ সালের টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বিসিসিআই-কে। দেশে রয়েছে সাধারণ নির্বাচন। সুরক্ষাজনিত সমস্যার সম্মুখীন হতে পারে আইপিএল। এছাড়াও ২ জুন থেকে রয়েছে আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। তার আগে আইপিএল শেষ করার চাপ’ও রয়েছে বোর্ডের উপর। সব দিন খতিয়ে দেখেই দিনক্ষণ স্থির করতে হচ্ছে জয় শাহ, রজার বিনিদের।

আজ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর মিলেছে যে ২২ মার্চ থেকে টুর্নামেন্ট শুরুর ভাবনা রয়েছে বোর্ডের অন্দরে। এর আগে ২০০৯ সালে সাধারণ নির্বাচনের কারণে ভারতে নয়, বরং দক্ষিণ আফ্রিকাতে হয়েছিলো আইপিএল (IPL)। ২০১৪ সালেও টুর্নামেন্টের প্রথম ২০টি ম্যাচ সরে গিয়েছিলো মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহীতে। এবার তেমন কিছু না হওয়ারই সম্ভাবনা আপাতত। ২০১৯-এর মতই সাধারণ নির্বাচন ও আইপিএল (IPL) যাতে সমান্তরালে চলতে পারে তা নিশ্চিত করতে চায় বোর্ড। সেই কারণেই সূচি প্রকাশ নিয়ে খানিক দ্বিধায় রয়েছে তারা। শুরুতে আইপিএলের আংশিক সূচি প্রকাশের পথে হাঁটা হতে পারে।

পিটিআই সূত্রে জানা গিয়েছে যে প্রথম ১৫ দিনের সম্পূর্ণ ক্রীড়াসূচি প্রকাশ করার পথে হাঁটতে চলেছে বিসিসিআই। তারপর নির্বাচনের দিনক্ষণ দেখে পরবর্তী ম্যাচগুলির সূচি প্রকাশ করা হতে পারে। প্রথা অনুযায়ী গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে চলেছে। সূচি প্রকাশ নিয়ে ইনসাইড স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা জানিয়েছেন, “আলোচনা চলছে। আমরা নির্বাচনের তারিখের ব্যাপারে ষ্পষ্টতা ধারণা লাভের চেষ্টা করছি। কিন্তু যদি নির্বাচনের দিনক্ষণ প্রকাশে অনেক দেরী হয়, তাহলে আইপিএলের আংশিক সূচি ঘোষণা করতে পারি। কেউ চায় না যে আইপিএল দেশের বাইরে সরে যাক। আমরাও তা চাইছি না। আমরা দ্রুতই সমাধানসূত্র খুঁজে বের করবো।” 

Also Read: IPL 2024: টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল KKR, ছিটকে গেলেন কোটি-কোটির টাকার এই ফাস্ট বোলার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *