nepal-to-prepare-for-t20-wc-in-india

এগিয়ে আসছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাতটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুকে নির্দিষ্ট করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। এমনকি নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে টি-২০ বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ও সূচিও প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার নতুন আঙ্গিকে ফিরতে চলেছে কুড়ি-বিশের বিশ্বকাপ। প্রথমবার ২০টি দলকে দেখা যাবে টুর্নামেন্টের মূলপর্বে। তাদের পাঁচ দলের চারটি গ্রুপে ভাগ করে আয়োজিত হবে প্রতিযোগিতা। চার গ্রুপের সেরা দুটি টিম কোয়ালিফাই করবে সুপার এইট পর্বের জন্য। সেই আট দল’কে আবার ভাগ করা হবে দুই গ্রুপে। প্রতি গ্রুপের সেরা দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। শেষ চারের লড়াইতে জয়ী দুই দলের মধ্যে হবে খেতাবী দ্বৈরথ।

ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত ক্রিকেটবিশ্বের হেভিওয়েট দলগুলি রয়েছে টি-২০ বিশ্বকাপে। একইসাথে এবার একঝাঁক অ্যাসোসিয়েট দেশ এবার অংশ নেবে এই প্রতিযোগিতায়। আঞ্চলিক কোয়ালিফায়ার থেকে আয়ারল্যান্ড, উগান্ডার মত নেপাল’ও এবার জোগাড় করেছে কুড়ি-বিশের বিশ্বকাপের ছাড়পত্র। গ্রুপ-ডি’তে রয়েছে তারা। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ খেলবেন রোহিত পউডেল (Rohit Poudel), কুশল ভুর্তেলরা (Kushal Bhurtel)। এর আগে এশিয়া কাপ বা এশিয়ান গেমসের আসরে অংশ নিয়েছে নেপাল। ক্রিকেটজনতার নজরও কেড়েছে এভারেস্টের দেশ। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) অংশ নেওয়ার আগে যথাসাধ্য প্রস্তুতি নিতে চায় তারা। নেপাল ক্রিকেটারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো বিসিসিআই। বিশেষ সিরিজ আয়োজনের পথে হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Read More: “দায়িত্ব নেওয়ার মতন আর কেউ…” রোহিতকে T20 বিশ্বকাপ দলের ক্যাপ্টেন করায় সৌরভ গাঙ্গুলি করলেন এই মন্তব্য !!

ভারতে ‘ফ্রেন্ডশিপ কাপ’ খেলবে নেপাল-

Nepal Cricket Team | T20 World Cup | Image: Getty Images
Nepal Cricket Team | Image: Getty Images

ক্রিকেটের প্রসারে বরাবরই সচেষ্ট থেকেছে বিসিসিআই। বাংলাদেশকে টেস্ট স্টেটাস এনে দেওয়ার ক্ষেত্রে প্রাক্তন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার (Jagmohan Dalmia) অবদান ভোলে নি ক্রিকেটবিশ্ব। আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিকল্পেও প্রচুর সাহায্য করেছে ভারত। গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্স’কে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছিলো মহম্মদ নবি (Mohammad Nabi), রশিদ খান’দের। এছাড়া প্রযুক্তিগত সাহায্যও করা হয়েছিলো বিস্তর। বাংলাদেশ, আফগানিস্তান আজ ক্রিকেট মানচিত্রে প্রতিষ্ঠিত। একই পথ ধরে এশীয় ক্রিকেটে গত কয়েক বছরে ধূমকেতু’র মত উত্থান ঘটানো নেপালের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিলো বিসিসিআই। চলতি মাসের গোড়াতেই নেপাল ক্রিকেট’কে সাহায্যের কথা দিয়েছিলেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। দিনকয়েকের মধ্যেই কথা রাখলেন তিনি।

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ঠিক আগে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের মাটিতে একটি সিরিজ খেলবে নেপাল। ভারতের জাতীয় দল এই সিরিজের অংশ হচ্ছে না। নেপাল খেলবে বরোদা ও গুজরাতের বিরুদ্ধে। আগামী ৩১ মার্চ থেকে গুজরাতের ভাপি’তে আয়োজিত হবে এই সিরিজ। ৩১ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে মোট ৭টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে দুইবার করে। পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে থাকা দুই শিবির মুখোমুখি হবে ফাইনালে। বিগত সৈয়দ মুস্তাক আলি ট্রফির (SMAT 2023) ফাইনাল খেলেছিলো বরোদা। আইপিএলে ব্যস্ত থাকার জন্য তাদের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) হয়ত খেলবেন না ‘ফ্রেন্ডশিপ কাপ’, তবে বিষ্ণু সোলাঙ্কি (Vishnu Solanki), লখমন মেরিওয়ালার (Lukman Meriwala) মত তারকারা থাকবেন বরোদা দলে।

ফ্রেন্ডশিপ কাপের সম্পূর্ণ সূচি-

Also Read: T20 world Cup 2024: “ওরা দু’জনেও কিন্তু…”, টি-২০ বিশ্বকাপে ইশান-ঋষভের দলে ফেরা নিয়ে বড় বয়ান কোচ রাহুল দ্রাবিড়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *