no-shreyas-iyer-in-asia-cup-2025

বহু বাধাবিপত্তি পেরিয়ে আয়োজিত হতে চলেছে ২০২৫-এর এশিয়া কাপ (Asia Cup 2025)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যালেন্ডার অনুযায়ী টুর্নামেন্টের আসর বসার কথা ছিলো ভারতের মাটিতে। কিন্তু ভেন্যু নিয়ে ভারত-পাক দড়ি টানাটানি এড়াতে সংযুক্ত আরব আমিরশাহীতে সরানো হয়েছে এশিয়া কাপ (Asia Cup 2025)। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে খেলা। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানের সাথে ভারত রয়েছে গ্রুপ-এ’তে। ‘মেন ইন ব্লু’ দৌড় শুরু করছে ১০ তারিখ ‘হোস্ট’ আমিরশাহীর বিরুদ্ধে। ১৪ তারিখ মুখোমুখি ভারত ও পাকিস্তান। পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব। ১৯ তারিখ ম্যাচ ওমানের বিরুদ্ধে। এশিয়া কাপের জন্য এখনও দল ঘোষণা করে নি বিসিসিআই। সূত্রের খবর যে আগামী সপ্তাহে বৈঠকে বসবেন নির্বাচকেরা।

Read More: এই ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি পাকা করলো রাজস্থান, পুরোনো দলেই ফিরছেন সঞ্জু স্যামসন !!

শিকে ছিঁড়ছে না শ্রেয়সের ভাগ্যে-

Shreyas Iyer | Asia Cup 2025 | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক টি-২০ খেলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তারপর থেকেই রয়েছেন ভারতীয় দলের বাইরে। ২০২৪-এ আইপিএল (IPL) জিতেছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) অধিনায়ক হিসেবে। মুম্বইয়ের নেতা হিসেবে জিতেছেন ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিও। কিন্তু তারপরেও ভেবে দেখা হয় নি তাঁর কথা। ২০২৫-এও ক্ষুদ্রতম ফর্ম্যাটে অনবদ্য ফর্মে রয়েছেন শ্রেয়স। আইপিএলে নাইট শিবির ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন পাঞ্জাব কিংসে (PBKS)। নতুন দলের জার্সিতে দুর্দান্ত সাফল্য পেয়েছেন মুম্বইয়ের ক্রিকেটার। এগারো বছর পর প্রীতি জিন্টার দলকে ফাইনালে নিয়ে গিয়েছেন অধিনায়ক হিসেবে। ব্যাট হাতে ১৭ ম্যাচে প্রায় ১৭৬ স্ট্রাইক রেটে তিনি করেন ৬০৪ রান। ৬টি অর্ধশতকও করেছিলেন শ্রেয়স।

আইপিএল সাফল্যের সৌজন্যে প্রায় বছর দুয়েক পর জাতীয় টি-২০ দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ফের নীল জার্সিতে দেখা যাবে তাঁকে, আশায় ছিলেন অনেকেই। কিন্তু দুঃসংবাদ মিলেছে সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়া সূত্রে। জানা গিয়েছে যে আপাতত টি-২০তে নির্বাচকদের ভাবনায় নেই শ্রেয়স। মিডল অর্ডার ব্যাটার হিসেবে স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), তিলক বর্মা’রা। এশিয়া কাপে ফেরার সম্ভাবনা রয়েছে শুভমান গিলের (Shubman Gill)। যদি সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা’র ওপেনিং জুটি অটুট রাখা হয় সেক্ষেত্রে তিনিও তিন নম্বরে খেলতে পারেন। হার্দিক পান্ডিয়া বা অক্ষর প্যাটেলরা থাকছেন লোয়ার মিডল অর্ডারে। ফলে এই মুহূর্তে শ্রেয়সকে জায়গা দেওয়া সম্ভব নয় বলেই মত নির্বাচকদের।

এশিয়া কাপে খেলবেন বুমরাহ-

Jasprit Bumrah | Asia Cup | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কি আদৌ এশিয়া কাপে (Asia Cup 2025) খেলবেন? প্রশ্ন ছিলো ক্রিকেটজনতার। সম্প্রতি ইংল্যান্ডের  বিরুদ্ধে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচটির বদলে তিনটি টেস্ট খেলেছিলেন ডান হাতি পেসার। তাঁর হাঁটুতে চোট রয়েছে বলেও খবর মিলেছিলো বিসিসিআই সূত্রে। কিন্তু শেষমেশ মিলেছে স্বস্তির খবর। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক সূত্র যে সম্ভাব্য স্কোয়াডের হদিশ দিয়েছেন সেখানে নাম রয়েছে বুমরাহ’র (Jasprit Bumrah)। সবকিছু ঠিক থাকলে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের পর ফের একবার কুড়ি-বিশের ক্রিকেটে দেশের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। বুমরাহ’র সাথে আরও দু’জন ফ্রন্টলাইন বোলারকে সংযুক্ত আরব আমিরশাহী উড়িয়ে নিয়ে যেতে পারে ভারত। থাকছেন আর্শদীপ সিং। অন্য স্লটটির জন্য লড়াই প্রসিদ্ধ কৃষ্ণা অ হর্ষিত রাণা’র মধ্যে।

Also Read: Asia Cup 2025: এশিয়া কাপে অধিনায়ক সূর্যকুমার, ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডে শুভমান-যশস্বীরাও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *