গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজ চলাকালীন অফ ফর্মের কারণে ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ছন্দে ফিরতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিলো ঘরোয়া ক্রিকেটে ফেরার জন্য। কিন্তু রাজী হন নি তিনি। পুরনো চোটের কথা বলে চেয়েছিলেন এড়িয়ে যেতে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) চিকিৎসকেরা পরীক্ষা করে চোট খুঁজে না পাওয়ায় শুরু হয় জলঘোলা। বিসিসিআই-এর রোষানলে পড়ার আশঙ্কা থেকে রঞ্জির সেমিফাইনাল ও ফাইনালে অংশ নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু শেষরক্ষা হয় নি। ক্ষুব্ধ বোর্ড কেন্দ্রীয় চুক্তি থেকেই ছেঁটে ফেলেছিলো তাঁকে। এই ঘটনার প্রায় মাস ছয়েক পর দলীপ ট্রফির লাইফলাইন দেওয়া হয়েছিলো শ্রেয়সকে (Shreyas Iyer)। ভালো পারফর্ম্যান্স করলে ফিরতে পারতেন বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় স্কোয়াডে। কিন্তু ব্যর্থতা অন্ধকারেই রেখে দিলো শ্রেয়সকে।
Read More: ভারত ছাড়ছেন উমরান মালিক, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন এই দলের হয়ে !!
শ্রেয়সে’র জন্য বন্ধই থাকছে দরজা-
দলীপ ট্রফিতে ইন্ডিয়া-ডি দলের অধিনায়ক করা হয়েছিলো শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। কিন্তু আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। প্রথম ম্যাচে ভারত-সি’র বিরুদ্ধে ৯ ও ৫৪ করেছিলেন। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ফেরেন ০ করে। দ্বিতীয় ইনিংসে ৪১ করলেও তাতে খুশি নন নির্বাচকেরা। সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’কে বিসিসিআই-এর এক কর্তা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন, “এই মুহূর্তে শ্রেয়সের জন্য কোনো জায়গা নেই টেস্ট দলে। কার বদলে খেলবে ও? তাছাড়া দলীপ ট্রফিতে ওর শট নির্বাচন আমাদের চিন্তায় ফেলেছে। বিশেষ করে গতকাল (রবিবার)। থিতু হয়ে গিয়েছিলো, কিন্তু হঠাৎ যে ভাবে বাম হাতি স্পিনারকে মারতে গেলো তা অহেতুক। পাটা পিচে যখন তুমি ব্যাটিং করছো, তখন সুযোগের সদ্ব্যবহার করা উচিৎ।”
সামনে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। বাংলাদেশ সিরিজের পর থাকছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট। তারপর নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সফর। সেই মাসেই অস্ট্রেলিয়া উড়ে যাবে দল। পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) চলবে ২২শে নভেম্বর থেকে জানুয়ারি মাসের ৭ তারিখ অবধি। গতি ও বাউন্সের স্বর্গরাজ্য অস্ট্রেলিয়াতেও হয়ত ভারতের মিডল অর্ডারে ব্যাট হাতে দেখা যাবে না মুম্বইয়ের ক্রিকেটারকে। শর্ট-বলের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাঁকে। সেই কারণেই আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফির ভাবনাতেও শ্রেয়স (Shreyas Iyer) নেই বলে জানিয়েছেন আরেক বোর্ড কর্তা। শ্রেয়সের অবর্তমানে সুযোগ দেওয়া হতে পারে কে এল রাহুল (KL Rahul) বা সরফরাজ খান’কে (Sarfaraz Khan)।
ঘরোয়া ক্রিকেটেই নিজেকে প্রমাণ করতে হবে শ্রেয়সকে-
নিজের জায়গা ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটের আঙিনাতেই নিজেকে প্রমাণ করতে হবে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। তাঁর সামনে পরিষ্কার রোডম্যাপ। বিসিসিআই কর্তা জানিয়েছেন, “ইরানি কাপের (মুম্বই স্কোয়াডে) ও (শ্রেয়স) থাকতে পারে। ওকে যদি বাংলাদেশের বিরুদ্ধে টি-২০’র জন্য নির্বাচিত করা হয়, তাহলেও হয়ত ও ইরানি ট্রফি খেলবে। দ্বিতীয় টি-২০ থেকে টিম ইন্ডিয়ার সাথে যোগ দেবে।” ডান হাতি ব্যাটারের প্রতি সহানুভূতি রেখেই তাঁর উদ্দেশ্যে অন্য এক বোর্ড কর্তার বার্তা, “যদি ইরানি ট্রফিতেও ও ব্যর্থ হয়, তাহলে রঞ্জি ট্রফি রয়েছে ওর জন্য। এই তো কিছু দিন আগেই ওডিআই বিশ্বকাপে ও খুব ভালো ব্যাটিং করছিলো। ও চোট’ও পেয়েছিলো। সেটাও মাথায় রাখতে হবে।”
শ্রেয়সকে (Shreyas Iyer) নিয়ে এখনই আশাহত হচ্ছে না দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। মুম্বইয়ের ক্রিকেটারের প্রতিভা সম্পর্কে ওয়াকিবহাল সকলেই। তাঁকে মূলস্রোতে ফেরার জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষপাতী সকলেই। দ্রুত ছন্দে ফিরুন, এই প্রত্যাশাই দানা বাঁধছে বিসিসিআই-এর অন্দরে। এক কর্তা’র বক্তব্য, “এখনও দলীপ ট্রফিতে এক রাউন্ডের ম্যাচ বাকি রয়েছে। বলা যায় না, ও হয়ত শতরান করে দিলো। ওর ছন্দে ফেরাটাই এখন গুরুত্বপূর্ণ। শর্ট বল সংক্রান্ত সমস্যার কারণে হয়ত ও যাবে না অস্ট্রেলিয়া। কিন্তু ঘরের মাঠে ওর যে প্রচুর রান রয়েছে, সেটাকে আমরা কখনও অগ্রাহ্য করতে পারি না।”
Also Read: বাংলাদেশ সিরিজের আগেই অধিনায়কত্ব হারালেন সূর্যকুমার, হার্দিক পান্ডিয়ার হাতেই উঠছে টি-২০ দলের দায়িত্ব !!