জসপ্রীত বুমরাহ-

এশিয়া কাপের (Asia Cup 2025) দলে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থাকবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ইংল্যান্ডে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচটি নয়, বরং তিনটি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও এড়াতে পারেন নি হাঁটুর চোট। এর আগে ২০২২-এ টি তড়িঘড়ি তাঁকে মাঠে ফেরাতে গিয়ে বড়সড় ভুল করে বসেছিলো বিসিসিআই। পিঠে স্ট্রেস ফ্র্যাকচার হওয়ায় এক বছরেরও বেশী সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন দেশের সেরা পেস অস্ত্র। ২০২৬-এ রয়েছে টি-২০ বিশ্বকাপ, ২০২৭-এ রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। এছাড়া ২০২৫-২৭ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে আগামী কয়েক মাসে। সেদিকে তাকিয়ে এশিয়া কাপে বুমরাহকে খেলানোর ঝুঁকি নাও নিতে পারে বোর্ড। বদলে দেখা যেতে পারে আর্শদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রাণাদের।