কেএল রাহুল-

ভালো ছন্দে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। আইপিএলে দিল্লী ক্যাপিটালসের হয়ে ১৩ ম্যাচে ৫৩.৯০ গড়ে তিনি করেছেন ৫৩৯। ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে শতরানও করেছেন তিনি। ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন ইংল্যান্ডের মাঠেও। টেস্ট সিরিজে ভারতীয় জার্সিতে হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু তা সত্ত্বেও এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে জায়গা হচ্ছে না তাঁর। নেপথ্যে সেই জায়গার অভাব। কুড়ি-বিশের ক্রিকেটে সাধারণত ওপেনার হিসেবে খেলেন রাহুল। কিন্তু এই মুহূর্তে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা’র মত ধ্বংসাত্মক ওপেনার রয়েছেন ভারতীয় দলে। এশিয়া কাপে (Asia Cup 2025) সুযোগ দেওয়া হচ্ছে শুভমান গিলেরও। ফলে কর্ণাটকের তারকাকে জায়গা দিতে পারছেন না নির্বাচকেরা। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের পর দেশের জার্সিতে আর কুড়ি-বিশের কোনো ম্যাচ খেলেন নি রাহুল। প্রতীক্ষা দীর্ঘতর হচ্ছে তাঁর।