কেটেছে অনিশ্চয়তার প্রহর। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। চলবে ২৮ তারিখ অবধি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা ছিলো ভারতের মাটিতে। কিন্তু ভেন্যু নিয়ে ভারত-পাক দড়ি টানাটানি এড়াতে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। ২০২৩-এর এশিয়া কাপে অংশ নিয়েছিলো ছয়টি দেশ। এবার বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যা। আইসিসি’র পাঁচ পূর্ণ সময়ের সদস্য-ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ছাড়াও এসিসি প্রিমিয়ার কাপে প্রথম তিন স্থানাধিকারী-সংযুক্ত আরব আমিরশাহী, ওমান ও হং কংকেও দেখা যাবে মাঠে। পাকিস্তান, ওমান ও আমিরশাহীর সাথে গ্রুপ-এ’তে রাখা হয়েছে টিম ইন্ডিয়াকে। সূত্রের খবর চলতি সপ্তাহেই দলঘোষণা করতে পারে বিসিসিআই। তবে স্কোয়াডে হয়ত থাকবেন না তিন তারকা ক্রিকেটার।
Read More: বন্ধ হলো জাতীয় দলের দরজা, এশিয়া কাপ থেকে বাদ রিঙ্কু সিং !!
যশস্বী জয়সওয়াল-

২০২৫-এর আইপিএলে (IPL) ভালো খেলেছেন যশস্বী জয়সওয়াল (Yashavi Jaiswal)। তাঁর দল রাজস্থান রয়্যালস দাগ কাটতে না পারলেও ১৪ ম্যাচে প্রায় ১৬০ স্ট্রাইক রেটে ৫৫৯ রান করেছেন তরুণ ওপেনার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ক্রিকেটমহলে গুঞ্জন ছড়িয়েছিলো যে এশিয়া কাপেও (Asia Cup 2025) ভারতীয় জার্সিতে দেখা যাবে বাম হাতি তারকাকেক। কিন্তু সংবাদমাধ্যম সূত্রে খবর যে সেই ভাবনা থেকে সরে এসেছেন নির্বাচকেরা। ২০২৪-এর জুলাইয়ের পর থেকেই ভারতীয় টি-২০ স্কোয়াডে নেই যশস্বী। তাঁর অবর্তমানে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা’র মত তারকা ওপেনিং স্লটে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন। এমনকি এশিয়া কাপে সহ-অধিনায়ক হিসেবে ফিরতে চলেছেন শুভমান গিল’ও। ফলে যশস্বীকে এই মুহূর্তে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বিসিসিআই-এর পক্ষে।