গতকাল সন্ধ্যায় এই সোশ্যাল মিডিয়া বার্তায় অবশেষে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলের কোচ হওয়ার খবরে সিলমোহর দিলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। মে মাসে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন যে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরেই সরে দাঁড়াবেন তিনি। এরপর থেকেই নয়া কোচ কে হবেন সে জল্পনায় ভরেছিলো ভারতের ক্রিকেটমহল। দৌড়ে আগাগোড়ায় এগিয়ে ছিলেন গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স-এর (KKR) মেন্টর হিসেবে যেভাবে মহজাস্ত্রের প্রয়োগে ট্রফি সুনিশ্চিত করেছেন তিনি, তাতে জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ ব্যক্তি তাঁকেই মনে করছিলেন সকলে। ১৮ জুন বোর্ডের সিএসি’র কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। তার প্রায় এক মাস পর গম্ভীরের সাথে চুক্তি সম্পূর্ণ হলো বিসিসিআই-এর।
২০১১ সালে ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন গম্ভীর (Gautam Gambhir)। প্রথম তিন আইপিএল মরসুমে ধুঁকতে থাকা নাইটদের (KKR) নতুন দিশা দিয়েছিলেন অধিনায়ক হিসেবে। সাত বছর ছিলেন ‘সিটি অফ জয়’তে। জিতিয়েছিলেন দুটি ট্রফি। এরপর এক দশক ট্রফিখরা চলেছে তাঁদের। এবার তিনি ফেরার পরেই নতুন উদ্যমে মাঠে নেমেছিলো বেগুনি-সোনালী শিবির। সত্যিই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই অনবদ্য পারফর্ম করে তারা ছিনিয়ে নেন তৃতীয় খেতাব। ‘লাকি চার্ম’ গম্ভীর যে এক মরসুমের মধ্যেই বিদায় জানাবেন দল’কে তা হয়ত ভাবতে পারেন নি কেউই। তাই তাঁর বিদায়ের ক্ষণে মন ভারাক্রান্ত সমর্থক থেকে দলের ক্রিকেটার সকলের। সম্পূর্ণ নাইট ফ্র্যাঞ্চাইজির মনের ভাব যেন ফুটে উঠলো নীতিশ রাণা’র (Nitish Rana) ট্যুইটে।
Read More: “নিজের জন্য খেললে এরকম…” জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৮২ রানে ভারতের ইনিংস শেষ হতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
আবেগাপ্লুত নীতিশের বিদায়বার্তা গম্ভীরের জন্য-
মাঠে ও মাঠের বাইরে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) একনিষ্ঠ ভক্ত বলা চলে নীতিশ রাণা’কে। দুজনেই দিল্লীর ক্রিকেটার। মাঝে ব্যবধান এক প্রজন্মের। বেড়ে ওঠার সময় গম্ভীরকে খুব কাছ থেকে দেখেছেন রাণা (Nitish Rana)। আদর্শ হিসেবে বেছে নিয়েছেন তাঁকে। গম্ভীর যে ২০২৪ মরসুমে মেন্টর হিসেবে আসছেন কলকাতা নাইট রাইডার্সে (KKR) তার আভাস প্রথম দিয়েছিলেন নীতিশ’ই। কেকেআর মালিক শাহরুখের সাথে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন গম্ভীর। তা রিট্যুইট করে নীতিশ লেখেন, “নিজের নিজের ক্ষেত্রে দুজনেই রাজা। ভাবছি এটা কি ঘরে ফেরার ইঙ্গিত?” সেই সময় নাইট কর্তৃপক্ষ ও গম্ভীর দুজনেই এই নিয়ে কোনো কথা বলেন নি। কিন্তু মাসকয়েক পরেই সামনে আসে সত্যিটা। ফলে যায় রাণা’র ভবিষ্যদ্বাণী।
কলকাতা নাইট রাইডার্স শিবিরে অনেক দিন রয়েছেন নীতিশ। ২০২৩ সালে সামলেছেন অধিনায়কের দায়িত্বও। গম্ভীরের নাম মেন্টর হিসেবে ঘোষিত হওয়ার পরে তিনি যে উচ্ছ্বসিত হয়েছিলেন তা পরে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। প্রথমদিন সাজঘরে ঢুকেই গম্ভীর নাকি জানিয়েছিলেন যে একমাত্র লক্ষ্য এবার ট্রফিজেতা। দলের সকলের মধ্যেই যে সেই বক্তব্য জেদ বাড়িয়ে দিয়েছিলো, তাও ফাঁস করেছেন নীতিশ’ই। তবে দীর্ঘস্থায়ী হলো না কেকেআর-গম্ভীর (Gautam Gambhir) রিইউনিয়ন। জাতীয় কোচ নির্বাচিত হওয়ায় বাধ্য হয়েই ছাড়তে হবে নাইট রাইডার্সের দায়িত্ব। প্রিয় ‘মেন্টর’-এর বিদায়ে তাই আবেগপ্রবণ রাণা। এক্স প্ল্যাটফর্মে লেখেন, “শুভেচ্ছা গৌতি ভাই ভারতের কোচ নির্বাচিত হওয়ার জন্য। আপনার মানসিকতা আমার বরাবর পছন্দের। কেকেআরে আপনাকে ‘মিস’ করবো।” পালটা ধন্যবাদ জানিয়েছেন গম্ভীরও।
দেখুন সেই ট্যুইট-
Many thanks Nitish! God bless https://t.co/4svB8I0hKs
— Gautam Gambhir (@GautamGambhir) July 10, 2024