'দ্বিতীয় বুমরাহ' হওয়ার স্বপ্নে টিম ইন্ডিয়ায় নিয়েছিল এন্ট্রি, গম্ভীরের রাজনীতিতে তালা বন্ধ কেরিয়ার !! 1

ভারতীয় ক্রিকেটকে একঝাঁক তারকা উপহার দিয়েছে আইপিএল। সেই তালিকায় উপরের দিকেই থাকবে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) নাম। ২০১৩ যালে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। প্রতিভার স্বাক্ষর তখনই রেখেছিলেন তিনি। এরপর যত সময় এগিয়েছে ততই ধারালো হয়ে উঠেছেন তিনি। তাঁর বিষাক্ত ইয়র্কারগুলি রাতের ঘুম কেড়েছে বিপক্ষ ব্যাটারদের। আন্তর্জাতিক আঙিনাতেও দাপট দেখিয়েছেন গুজরাতের পেসার। গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে সাফল্যের জন্য প্রায়শই বুমরাহর (Jasprit Bumrah) দিকেই তাকিয়ে থাকে টিম ইন্ডিয়া।  তাঁর মত প্রতিভা আগে আসে নি ভারতে। ভবিষ্যতেও দ্বিতীয় কোনো বুমরাহকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। তবে বছরখানেক আগে স্বপ্ন দেখিয়েছিলেন টি.নটরাজন। ইয়র্কারে মুগ্ধ করেছিলেন তিনিও। কিন্তু ছন্দ ধরে রাখতে না পেরে আপাতত হারিয়ে যাওয়ার পথে তামিলনাড়ুর পেসার।

Read More: “ব্রহ্মাস্ত্র হতে পারে ও…” এশিয়া কাপের আগে ভবিষ্যদ্বাণী শেহবাগের, প্রশংসায় ভরালেন এই তারকাকে !!

সাফল্য ধরে রাখতে পারেন নি নটরাজন-

T Natarajan | Image: Getty Images
T Natarajan | Image: Getty Images

বুমরাহ’র (Jasprit Bumrah) মতই নটরাজনকেও (T Natarajan) তারকার সিংহাসনে বসিয়েছিলো আইপিএল-ই। ২০১৭ সালে পাঞ্জাবের হয়ে ৬ টি ম্যাচ খেলেছিলেন। প্রথম সুযোগেই বাজিমাত করতে পারেন নি তিনি। এরপর দুই বছর তাঁকে দেখা যায় নি ফ্র্যাঞ্চাইজি লীগে। তবে ২০২০-২১ মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদ জার্সিতে প্রত্যাবর্তনট ঘটিয়েছিলেন সাড়া জাগিয়ে। ১৬ ম্যাচে তুলে নেন ১৬ উইকেট। সেই সাফল্যের সুবাদেই অস্ট্রেলিয়া সফরে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে জায়গা করে নেন ভারতীয় স্কোয়াডে। ভাগ্যদেবীর সহায়তা সেই সময় পেয়েছিলেন তিনি। অতিরিক্ত হিসেবে ক্যাঙারুর দেশে পা রাখলেও টেস্ট, ওয়ান ডে ও টি-২০-তিন ফর্ম্যাটেই পেয়ে গিয়েছিলেন দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ের পাতায়। ভারতীয় ক্রিকেট সেই সময় দেখেছিলো এক নতুন তারার উত্থান।

ঘটনাবহুল অজি সফরের পর প্রত্যাশিত পথে এগোয় নি নটরাজনের (T Natarajan) কেরিয়ার। ব্রিসবেনে একটি মাত্র টেস্ট খেলার পর আর ডাক আসে নি লাল বলের ফর্ম্যাটে। ২০২১-এ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ খেলেছিলেন তিনি। তারপর সাদা বলের ক্রিকেটেও দরজা বন্ধই হয়ে যায় তাঁর জন্য। আইপিএলের চোখধাঁধানো পারফর্ম্যান্স ফের একবার ক্রিকেটের মূলস্রোতে ফেরাতে পারত নটরাজনকে (T Natarajan)। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লীগেও থমকে গিয়েছিলো তাঁর সাফল্যের গ্রাফ। ২০২১-এ ২টি মাত্র উইকেট পান তিনি। এরপর ২০২২-এ ১৮ উইকেট পেয়ে কামব্যাক করেছিলেন ঠিকই, কিন্তু ২০২৩-এ ফের ১০য়ে আটকে ছিলো তাঁর উইকেটসংখ্যা। উত্থানপতন চোখে পড়েছে ২০২৪ ও ২৫য়েও। গত বছর সানরাইজার্সের হয়ে ১৯ উইকেট পেয়েছিলেন। এবার দিল্লী সুযোগই দেয় নি তাঁকে। ২ ম্যাচে মাঠে নামলেও থাকতে হয়েছে উইকেটহীন।

টি. নটরাজনের কেরিয়ার পরিসংখ্যান-

T Natarajan | Image: Getty Images
T Natarajan | Image: Getty Images

২০২১ সালে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় দলে ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি নিয়েছিলেন নটরাজন (T Natarajan)। ব্রিসবেনে একটি মাত্র টেস্ট খেলেছেন তিনি। ঝুলিতে ৩টি উইকেট। ২টি ওয়ান ডে ম্যাচে করেছেন দেশের প্রতিনিধিত্ব। ৪৭.৬৬ গড়ে নিয়েছেন ৩টি উইকেট। খেলেছেন চারটি টি-২০’ও। ১৭.৪২ গড়ে ৭ উইকেট নিলেও ২০২১-এর পর আর তাঁকে ফেরানো হয় নি কুড়ি-বিশের ক্রিকেটে। ২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিলো নটরাজনের। ২১টি ম্যাচ খেলে ৬৭টি উইকেট। লিস্ট-এ কেরিয়ারে ২৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৩২ উইকেট। টি-২০ স্পেশ্যালিস্ট বলা চলে নটরাজনকে (T Natarajan)। ক্ষুদ্রতম ফর্ম্যাটে ৯৭ ম্যাচে তাঁর ঝুলিতে ১০৪টি সাফল্য। বর্তমানে ৩৪ বছর বয়স তাঁর। আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন যে কার্যত অসম্ভব, তা বলাই যায়। তবে আইপিএলে আরও একবার নিঃসন্দেহে জাত চেনাতে মুখিয়ে থাকবেন তিনি।

Also Read: বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর, এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেন 5 ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *