IPL 2025: আইপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে পাঁচটি শিরোপা জয় করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে ষষ্ঠ শিরোপা জিততে। ২০২১ সাল থেকে ট্রফি আসেনি মুম্বইয়ের ঘরে, এমনকি এই সময়কালে মুম্বইয়ের পক্ষে প্লে-অফের গন্ডি পার করাও বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যদিও, এবারের মুম্বই দলে একেরপর এক তারকাদের ভিড় লক্ষ করা যাচ্ছে, যার ফলে মুম্বইয়ের হেক্সা মিশনে সফলতা আসতে পারে। MI পল্টন চাইবে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে।
পাওয়ার প্লেতে আক্রমণাত্মক সূচনা দেবেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্স দলের ওপেনার হিসাবে দক্ষিণ আফ্রিকান তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান রিয়ান রিকেলটনকে (Ryan Rickelton) দেখতে পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগে অসাধারণ ছন্দ দেখিয়েছেন এই তারকা খেলোয়াড়। টুর্নামেন্ট জুড়ে ৮ ম্যাচে ৪৮ গড়ে ও ১৭৮.৭২ স্ট্রাইক রেটে ৩৩৬ রান বানিয়েছেন তিনি। ওপেনিংয়ে দ্রুত রান বানানোর সাথে সাথে তিনি দলের উইকেট কিপিংয়ের ভুমিকাটিও পালন করতে পারেন। রিকেলটনের সঙ্গে ওপেনিং করবেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতকে নিয়ে বলাই বাহুল্য! তারকা খেলোয়াড় গত মৌসুমে মুম্বই ইন্ডিয়ান্সের টপ স্কোরার ছিলেন এবং তিনি আসন্ন মৌসুমে দলকে একটি আক্রমণাত্মক সূচনাও দিতে চলেছেন। টপ অর্ডারে ব্যাটিং করতে দেখা যাবে তিলক ভার্মাকে (Tilak Varma)। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরমেটের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান হলেন তিলক ভার্মা দুর্দান্ত ছন্দ দেখাচ্ছেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডার বিপক্ষ দলের বোলিং লাইনআপকে ছিন্ন বিচ্ছিন্ন করতে সক্ষম।
Read More: IPL 2025: রাহানের নেতৃত্বে একাদশে অনিশ্চিত ভেঙ্কটেশ আইয়ারের জায়গা, মরসুম শুরুর আগেই শুরু গুঞ্জন !!
সূর্য-তিলক সামাল দেবেন মিডিল অর্ডার

মুম্বাই ইন্ডিয়ান্সের মিডিল অর্ডার শুরু হচ্ছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) থেকে টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা খেলোয়াড় হলেন তিনি চলতি সময় ফর্মের সঙ্গে লড়াই করছেন সূর্য। তবে আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণ করতে চাইবেন তিনি। গত পাঁচ বছর ধরে ফ্রাঞ্চাইজির হয়ে সব থেকে বেশি রান সূর্যকুমার যাদবই বানিয়েছেন। সূর্যের পর ব্যাটিংয়ে আসবেন উইল জ্যাকস (Will Jacks)। তারকা খেলোয়াড়কে এবার নিলামের মঞ্চ থেকে মাত্র ৫.২৫ কোটিতে শামিল করেছিল MI ফ্রাঞ্চাইজি। জ্যাকস গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের হয়ে ৮ ম্যাচে ৩২.৮৬ গড় এবং ১৭৫.৫৮ স্ট্রাইক রেটে ২৩০ রান বানিয়েছিলেন এবং প্রয়োজনে তিনি অফ স্পিন বোলিং করতেও সক্ষম। ফিনিশার হিসাবে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দেখতে পাওয়া যাবে। এই ফরম্যাটের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়া, গত মৌসুমে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল হার্দিককে। তবে, আসন্ন মৌসুমে (IPL 2025) তিনি কামব্যাক করার যথেষ্ট চেষ্টা করবেন।
ফিনিশিংয়ের ভূমিকা পালন করবেন হার্দিক

সাতে, দেখা যেতে পারে নমন ধীরকে (Naman Dheer)। এবারের আইপিএলের (IPL 2025) নিলামের মঞ্চে নমন ধীরকে RTM ব্যাবহার করে দলে শামিল করেছিল MI ফ্রাঞ্চাইজি। গত মৌসুমে ব্যাট হাতে প্রতিভা দেখিয়েছিলেন তিনি, তাই তার উপরে আস্থা যোগাতে চাইছে ফ্রাঞ্চাইজি। মুম্বাই দলে এবার দেখতে পাওয়া যাবে কিউই দলের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারকে (Mitchell Santner)। তারকা খেলোয়াড় মুম্বইয়ের একাদশের নিয়মিত সদস্য হতে চলেছেন, স্পিন বোলিংয়ের পাশাপশি ব্যাট হাতেও বেশ কার্যকর স্যান্টনার।
তিন তারকা সামলাবেন পেসারদের দায়িত্ব

মুম্বইয়ের পেস বোলিংয়ের কথা বলতে গেলে পাওয়ার প্লের ছয় ওভারে দীপক চাহার (Deepak Chahar) এবং ট্রেন্ট বোল্টের (Trent Boult) পার্টনারশিপ দেখা যাবে এবং ডেথ ওভারের জন্য দলে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মুম্বাই দলের ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন স্পিনার করণ শর্মা কিংবা উইকেটকিপার রবিন মিঞ্জ।
মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিশালী একাদশ
রিয়ান রিকেলটন, রোহিত শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।
ইমপ্যাক্ট সাব – করণ শর্মা/রবিন মিঞ্জ।