চোখে চোখ রেখে নীরবে বিরাট কোহলির প্রতি নজর সূর্যকুমার যাদবের, যোগ্য জবাব দিল মুম্বই ইন্ডিয়ান্স 1

গত বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পাঁচ বল বাকি থাকতে পাঁচ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। তবে সেই ম্যাচের আকর্ষণ ছিল নিঃসন্দেহে বিরাট কোহলির সাথে সূর্যকুমার যাদবের মধ্যেকার মুহুর্ত। সেই ম্যাচ দুরন্ত ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে সকলের নজর কেড়েছিলেন সূর্য। কিন্তু ক্রিকেটপ্রেমী সহ একাধিক ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত ছিল সূর্যর। আর গত বুধবার স্বয়ং জাতীয় দলের অধিনায়কের সামনে তা প্রমাণ করে দেখিয়ে দিলেন সূর্যকুমার যাদব।

চোখে চোখ রেখে নীরবে বিরাট কোহলির প্রতি নজর সূর্যকুমার যাদবের, যোগ্য জবাব দিল মুম্বই ইন্ডিয়ান্স 2

বরাবরই প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পছন্দ করেন বিরাট কোহলি। কখনও মুখে বলে, আবারও কখন অঙ্গভঙ্গি বা চোখের ইশারায়। আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, প্রতিটি ক্ষেত্রেই নিজের কর্তৃত্ব স্থাপন করতে পছন্দ করেন কোহলি। এমনটাই তিনি করতে চেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে। ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা সূর্যকুমার যাদবের উপর চাপ তৈরি করার প্রয়াসে ছিলেন বিরাট কোহলি।

চোখে চোখ রেখে নীরবে বিরাট কোহলির প্রতি নজর সূর্যকুমার যাদবের, যোগ্য জবাব দিল মুম্বই ইন্ডিয়ান্স 3

ঐদিন ম্যাচের দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের ব্যাটিং চলাকালীন ১৩ নম্বর ওভারের শেষ বলে সূর্যকুমার যাদব একটি শট মারেন এক্সট্রা কভারে, যা সেভ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। এরপর বল নিয়ে সূর্যকুমারের দিকে তাকাতে তাকাতে এগিয়ে আসেন বিরাট কোহলি। সাধারণত অন্য কোনও ব্যাটসম্যান হলে নজর সরিয়ে নিজের ক্রিজের দিকে তাকাতেন। কিন্তু সেদিন জাতীয় দলের অধিনায়ককে কিছু প্রমাণের জন্য নেমেছিলেন সূর্য। আর তাই বিরাটের সেই কড়া নজরের মুখোমুখি হয়ে তিনিও চোখ তুলে তাকান কোহলির দিকে। যা ম্যাচের স্মরণীয় মুহুর্ত হয়ে থাকে।

IPL 2020 | Suryakumar Yadav's old tweets about Virat Kohli go viral after  staredown between the two | Cricket News – India TV

আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় ওঠে। অনেকেই মুম্বইয়ের রঞ্জি দলের অধিনায়ককে প্রশংসা করছেন। যেভাবে তিনি একজন ঘরোয়া ক্রিকেটার হয়ে বিরাট কোহলির দিকে চোখে চোখ তুলে তাকিয়েছিলেন, তার জন্য সত্যিই সাহসের প্রয়োজন। এদিকে অনেকেই সূর্যর এমন কার্যকলাপকে অর্বাচীন হিসেবে মন্তব্য করেছেন। জাতীয় দলের অধিনায়ক তথা বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যানের প্রতি এমন আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না, এমনও মন্তব্য করেছেন অনেকে।

IPL 2020: Suryakumar Yadav stares at Virat Kohli as RCB captain tries to  sledge MI star - Sports News

কিন্তু এবার সূর্যকুমার যাদবের পাশে দাঁড়িয়ে এমন কার্যকলাপকে সমর্থন করল তারই ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ নজরকাড়া পোস্ট করে থাকে চার বারের আইপিএল জয়ী এই ফ্র্যাঞ্চাইজি। আর এবার নিজেদের ক্রিকেটারের প্রতি সমর্থনে বেশ ভালো পোস্ট করেছে তারা। গতকাল নিজেদের টুইটারে বিরাট এবং সূর্যর ছবি পোস্ট করেছিল মুম্বই, আর তাতে ক্যাপশনে লেখা ছিল, “He came, He saw_stared, He conquered” অর্থাৎ স্রেফ শব্দের মাধ্যমে এই চোখে চোখ তুলে তাকানোর কাজটিকে সমর্থন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর এই পোস্ট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *