IPL 2025: ২০২৩ সালে চেন্নাই সুপার কিংস (CSK) যখন আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো, তখন অনেকেই ভেবেছিলেন যে সাফল্যের সোনালী আলো গায়ে মেখে ক্রিকেটকে বিদায় জানাবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু ‘ক্যাপ্টেন কুল’ সেই পথে হাঁটেন নি। সমর্থকদের চাহিদার কথা মাথায় রেখে আরও একটি মরসুম উপহার দিতে চেয়েছিলেন তিনি। হাঁটুর অস্ত্রোপচারের পর ফিরেছিলেন মাঠে। ব্যাটিং অর্ডারে নীচের দিকে নেমে একের পর এক ধুন্ধুমার ইনিংস ২০২৪-এর আইপিএলে (IPL) খেলতে দেখা গিয়েছে তাঁকে। মহাতারকাকে ঘিরে আবেগে ভেসেছেন অনুরাগীরা। উইকেটের পিছনে দস্তানা হাতেও সাবলীল দেখিয়েছে তাঁকে। ‘অভি না যাও ছোড় কে’ রব উঠেছে গ্যালারি জুড়ে। সমর্থকদের ডাকে সাড়া দিয়ে ২০২৫ মরসুমেও কি মাঠে নামবেন তিনি? প্রশ্নের উত্তরের সন্ধানে ক্রিকেটজনতা।
Read More: “ওর সাথে আমার…” হার্দিকের সাথে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অকপট রাশিয়ান অভিনেত্রী !!
রিটেনশন নিয়ে নয়া প্রস্তাব ফ্র্যাঞ্চাইজিদের-
ইতিমধ্যেই ২০২৫-এর আইপিএলের (IPL) জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। মেগা অকশনের আগে তৈরি হচ্ছে ‘উইশ লিস্ট।’ তবে কতজন ক্রিকেটারকে রিটেন করা যাবে সে সম্পর্কে কোনো রকম ধারণা এখনও তাদের দেয় নি বিসিসিআই। সেই সংক্রান্ত আলোচনার জন্যই আগামী ৩০ ও ৩১ তারিখ বোর্ডের সাথে আলোচনায় বসতে পারে আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিরা। বৈঠকের আগেই অবশ্য দশ দলের তরফে বেশ কিছু দাবী রাখা হয়েছে জয় শাহ (Jay Shah), রজার বিনি’দের কাছে। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা যদি তা মেনে নেয় তাহলে আইপিএলের নিলাম ও রিটেনশনের পুরো পদ্ধতিটাই যে বদলে যেতে পারে সে সম্পর্কে নিশ্চিত ক্রিকেট বিশেষজ্ঞরা।
ফ্র্যাঞ্চাইজিদের তরফে দাবী করা হয়েছে যে তিন বছর অন্তর নয়, বরং পাঁচ বছর অন্তর আয়োজন করা হোক ‘মেগা অকশন।’ না হলে তরুণ ক্রিকেটারদের উপর বিনিয়োগের আগ্রহ হারাবে ফ্র্যাঞ্চাইজিগুলি, এক আইপিএল (IPL) দলের সাথে যুক্ত এক সিনিয়র কর্মকর্তা এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। এছাড়াও ২০২৫-এর আইপিএলের জন্য ৪ থেকে ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ চেয়েছেন দলগুলি। পাশাপাশি অন্তত ৮টি ‘রাইট টু ম্যাচ’ বিকল্প’ও দাবী করেছে তারা। দুটি মেগা অকশনের মাঝে দলের ক্রিকেটারদের সাথে নতুন চুক্তির অঙ্ক নিয়ে দর কষাকষি করার স্বাধীনতাও দাবী করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের তরফে।
বোর্ডের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে ধোনির ক্রিকেট ভবিষ্যত-
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আদৌ ২০২৫-এর আইপিএল (IPL) খেলবেন কিনা সে বিষয়টিও এখন নির্ভর করছে বিসিসিআই-এর সিদ্ধান্তের উপরেই। নিলামে যে তিনি নাম লেখাবেন না তা নিশ্চিত। যদি খেলেন তাহলে আরও এক বছর তাঁকে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সিতেই। তবে প্রিয় ‘থালা’কে চেন্নাই জনতা আদৌ মাঠে দেখতে পাবেন কিনা তা বোঝা যাবে বিসিসিআই রিটেনশনের সংখ্যা সামনে আনলেই। ক্রিকবাজ সূত্রে খবর যে অন্তত ৫ থেকে ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ যদি ফ্র্যাঞ্চাইজিগুলিকে দেয় বোর্ড, সেক্ষেত্রে চেন্নাই ধরে রাখতে পারে ধোনি’কে। যদি তার থেকে কম সংখ্যক রিটেনশনের সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে ভবিষ্যতের কথা ভেবে অপেক্ষাকৃত তরুণ তারকাদেরই ‘রিটেন’ করার পথে হাঁটবে তারা। যবনিকা পড়বে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বর্ণময় ক্রিকেট কেরিয়ারে।