"সব কিছু লেখা ছিল..." গুজরাটের বিরুদ্ধে খেলা মেগা ফাইনাল এখনও ভুলতে পারেননি MS ধোনি, করলেন এই মন্তব্য !! 1

আইপিএল ২০২৩’এর সমাপ্তি ঘটলেও এখনও মেগা ফাইনালের কথা ভুলতে পারেননি ক্যাপ্টেন কুল এমএস ধোনি (MS Dhoni)। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ধোনির নেতৃত্বে পঞ্চম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস (CSK), ২০১০ থেকে শুরু করে ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩ সালে আইপিএল ট্রফি নিজেদের নামে করেছে চেন্নাই সুপার কিংস। আগামী ডিসেম্বরে হতে চলেছে আইপিএল ২০২৪’এর নিলাম। আর নিলামের আগেই ক্যাপ্টেন কুল আইপিএল ফাইনালের মেগা ম্যাচের বর্ণনা করলেন। ফাইনাল ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেন ধোনি। প্রথমে ব্যাটিং করে গুজরাট ৪ উইকেটে ২১৪ রান বানায়। রান তাড়া করতে এসে, বৃষ্টির কারণে খেলা কিছু সময় স্থগিত থাকলে ১৫ ওভারের মধ্যেই ১৭১ রান বানিয়ে পঞ্চম আইপিএল ট্রফি ছিনিয়ে নেয় CSK।

Read More: “নিজেই একজন জাদুকর…” মোহাম্মদ শামিকে নিয়ে বড় বয়ান দিলেন বোলিং কোচ পরেশ মামব্রে, করলেন এই মন্তব্য !!

ফাইনাল ম্যাচটি ভুলতে পারেননি MS ধোনি

Csk,ipl 2024
Chennai Super Kings (CSK) | Image: Getty Images

সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি গত আইপিএলে গুজরাটের বিরুদ্ধে ফাইনালের মুহূর্ত ভাগ করে নিলেন এমএস ধোনি (MS Dhoni)। মন্তব্য করে মাহি জানান, “শেষ ফাইনালটি জিতে আমরা বেশ খুশি হয়েছিলাম। খেলা দেখে মনে হচ্ছিল ভগবান উপর থেকেই এমন গল্প লিখে রেখেছিল। সম্ভবত এটাই প্রথম ফাইনাল যেটি ৩ দিনে শেষ হয়েছে। প্রথমে ব্যাট করে গুজরাট ভালো খেলেছিল, ধারাবাহিকভাবে তারা রান করে এসেছে। তবে আমরা রান তাড়া করার উদ্দেশ্যেই নেমেছিলাম। পরিকল্পনা মাফিক চলছিল খেলা, যখন যখন আমাদের বাউন্ডারির দরকার পরে ঠিক তখন তখনই আসে। পুরো গল্পের মতো ছিল ব্যাপারটা।

ম্যাচ শেষে জাদেজা জড়িয়ে ধরেন ধোনি

Ms dhoni,
Ms Dhoni hugged Jadeja | Image: Getty Images

এখানেই শেষ নয় জাদেজাকে জড়িয়ে ধরার একটা মুহূর্ত জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে, সেটি দেখে ধোনি আরও জানান, “সেই সময়ে ছয় না হোক, অন্তত চারের তো দরকার ছিলই। শেষ ওভার পর্যন্ত সবকিছুই আমাদের পরিকল্পনার অনুযায়ী চলছিল। এমন ম্যাচের পর আমি এবং জাদেজা দুজনেই খুব খুশি ছিলাম, উনি শেষ দুই বলে কাজটি সম্পূর্ণ করেন তাই আমরা জয়টি বেশ উপভোগ করেছি।” প্রসঙ্গত DLS মেথডে শেষ ওভারে ছয় বলে দরকার ছিল ১৩ রান। প্রথম ৪ বলে এসেছিল মাত্র ৩রান এবং শেষ দুই বলে যখন ১০ রানের প্রয়োজন ছিল তখন একটি ছয় এবং একটি চার মেরে দলকে ম্যাচ জিতিয়ে দেন রবীন্দ্র জাদেজা। আর জয়ের পরেই দৌড় লাগান জাদেজা এবং তাকে জড়িয়ে ধরেন ধোনি।

Read More: MS Dhoni’র জন্য সাসপেন্ড হলেন দিল্লির এই ছাত্র, স্কুল কতৃপক্ষ নিলো বড় সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *