ms-dhoni-on-his-jersey-number-7

ভারতীয় ক্রিকেটে সাফল্যের ভগীরথ বলা চলে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। রাঁচির মেকন কলোনি থেকে উঠে আসা ধোনি ২০০৪ সালে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন। খড়গপুর স্টেশনের টিকিট কালেক্টর থেকে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটার হয়ে ওঠার যাত্রাপথটা সহজ ছিলো না তাঁর কাছে, কিন্তু যাবতীয় বাধাবিপত্তি পেরিয়ে অসম্ভবকে সম্ভব করে অধিনায়কত্বের তেমন কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও দক্ষিণ আফ্রিকার মাঠে ভারতকে ট্রফি উপহার দিয়েছিলেন তিনি। তারপর থেকেই শুরু হয় ধোনি (MS Dhoni) জমানা। একদিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি ট্রফির ত্রিমুকুট সম্পূর্ণ করেন তিনি।

অধিনায়ক হিসেবে ভারতের সর্বকালের সেরাদের তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছেন ধোনি (MS Dhoni)। পাশাপাশি ব্যাটার ও উইকেটরক্ষক হিসেবেও তিনি অনবদ্য। ধোনির বিদ্যুৎ গতির স্টাম্পিং হোক বা নির্ভুল রিভিউ নেওয়া-বারবার অবাক করেছে দর্শকদের। ব্যাট হাতে যখনই দল বিপদে পড়েছে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। চাপের পরিস্থিতিতে হেলিকপটার শট মেরে জয়ের মুকুট পরিয়েছেন টিম ইন্ডিয়ার মাথায়। অস্ট্রেলিয়া, পাকিস্তান হোক বা শ্রীলঙ্কা-প্রতিপক্ষের নাগপাশ থেকে ভারতকে মুক্ত করেছেন বারবার। কেরিয়ারে ৯০ টেস্টে ৪৮৭৬ রান করেছেন তিনি। ৩৫০ একদিনের ম্যাচে করেছেন ১০৭৭৩। একদিনের ক্রিকেটে দীর্ঘ সময় আইসিসি র‍্যাঙ্কিং-এ ছিলেন শীর্ষেও। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি লীগের আঙিনা, ধোনির (MS Dhoni) সাথে সমার্থক হয়ে গিয়েছে ৭ নম্বর জার্সি। এই জার্সি নম্বর বেছে নেওয়ার নেপথ্য কারণ অবশেষে সামনে আনলেন খোদ ‘ক্যাপ্টেন কুল।’

Read More: “ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের হারটা…..”, অজিদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে বড় বয়ান উদয় সাহারানের !!

জার্সি নম্বর নিয়ে মুখ খুললেন ধোনি-

MS Dhoni and Sourav Ganguly | Image: Getty Images
MS Dhoni and Sourav Ganguly | Image: Getty Images

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে জনপ্রিয়তম জার্সিগুলির মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ৭ লেখা জার্সিটি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নিয়েছেন প্রায় চার বছর আগে। এখনও চাহিদায় উপরের দিকেই রয়েছে ধোনির জার্সি। খেলোয়াড়দের জার্সি নম্বর নিয়ে বিভিন্ন সংস্কার থাকে। অনেকে আবার বিশেষ কোনো দিন বা স্মৃতিকে সম্মান জানিয়ে বেছে নেন জার্সি নম্বর। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিরাট কোহলির কথা। ২০০৬ সালের ১৮ ডিসেম্বর তাঁর বাবা মারা যান, ২০০৮-এর ১৮ অগস্ট তিনি প্রথম মাঠে নামেন ভারতের হয়ে। এই দুই বিশেষ দিনের স্মৃতিকে ধরে রাখতেই ১৮ নম্বর জার্সি পরেন তিনি। তেমনই নিজের ৭ নম্বর জার্সি বেছে নেওয়ার পিছনের গল্পও সামনে আনলেন মহেন্দ্র সিং ধোনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আলাপচারিতার মাঝে সঞ্চালক বিক্রম সাঠে (Vikram Sathaye) তাঁকে জিজ্ঞেস করেন কেন কেরিয়ারের শুরু থেকে ৭ নম্বর জার্সিই গায়ে চাপাতে দেখা যায় তাঁকে। ছেলেবেলায় সন্ধ্যে সাতটার মধ্যে বাবা-মা বাড়ি ফেরার নিদান দিতেন বলে? উত্তরে মুচকি হেসে ধোনি (MS Dhoni) বলেন, “না, আসলে ঐ তারিখে আমার বাবা-মা আমায় পৃথিবীতে নিয়ে এসেছিলেন। মাসটাও ৭ (নম্বর)। জন্মসাল ১৯৮১। যদি ৮ থেকে ১ বিয়োগ করা হয়, তাহলেও ৭ পাওয়া যায়। সেই কারণেই এই নম্বরটা বেছে নেওয়া আমার কাছে খুব কঠিন ছিলো না।” প্রসঙ্গত ধোনির (MS Dhoni) জন্ম জুলাই মাসের ৭ তারিখ। জন্মতারিখের সাথে মিলিয়েই যে তিনি ৭ নম্বর জার্সি পরেন তা পরিষ্কার করে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

দেখে নিন ভিডিও-

ধোনির জার্সিকে অবসরে পাঠিয়েছে বিসিসিআই-

MS Dhoni with Teammates | Image: Getty Images
MS Dhoni with Teammates | Image: Getty Images

আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে জার্সি নম্বর’কে চিরকালের জন্য অবসরে পাঠিয়ে কোনো কিংবদন্তিতে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার ঘটনা প্রায়শই ঘটতে দেখা যায়। ফুটবলের আঙিনায় এসি মিলান এভাবেই সম্মান প্রদর্শন করেছে দুই সর্বকালের সেরা পাওলো মালদিনি (Paolo Maldini) ও ফ্র্যাঙ্কো বারেসি’কে (Franco Baresi)। তারা যথাক্রমে ৩ ও ৬ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়েছে। ইতালিরই আরেক ফুটবল ক্লাব নাপোলি আর্জেন্তিনীয় কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনার (Diego Maradona) ১০ নম্বর জার্সি তুলে রেখেছে চিরকালের জন্য। রোমা অবসরে পাঠিয়েছে ফ্রান্সেসকো তোত্তির জার্সি। বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের (Micheal Jordan) সম্মানে তাঁর ২৩ নম্বর জার্সি তুলে রেখেছে শিকাগো বুলস ও মায়ামি হিট দল। সম্প্রতি লিওনেল মেসির (Lionel Messi) অবসরের পর তাঁর ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন আর্জেন্তিনীয় ফুটবল সংস্থার প্রধান ক্লদিও তাপিয়া।

ক্রিকেটের দুনিয়ার এমন ঘটনা সচরাচর চোখে পড়ে না। কিন্তু শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) আইকনিক ১০ ও ৭ নম্বর জার্সি নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। শচীনের পর একটি ম্যাচে ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। কিন্তু সমর্থকদের রোষের মুখে পড়তে হয় তাঁকে। পরে বোর্ড জানায় আর কাউকে ভারতীয় সিনিয়র দলে ১০ নম্বর গায়ে দেখা যাবে না। গত বছর ধোনির ৭ নম্বর জার্সি নিয়েও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্সপ্রেস স্পোর্টসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে দেশের হয়ে ত্রিমুকুট জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সম্মানে চিরকালের জন্য তুলে রাখা হচ্ছে ৭ নম্বর জার্সি।

Also Read: IPL 2024: মাত্র ৫০ লক্ষ টাকায় এই খেলোয়াড়কে নিয়ে ‘লটারি’ পেল GT, করবেন হার্দিকের অভাব পূরণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *