গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) এর বিরুদ্ধে আইপিএলের শেষ ম্যাচটি খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০০৮ সাল থেকে কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি চেন্নাই দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন, দলের হয়ে পাঁচবার শিরোপাও জয় করেছেন তিনি। তবে চলতি মৌসুমে দলের সমস্ত দায়িত্ব তুলে দিয়েছিলেন ঋতুরাজ গাইকোওয়ার্ডের (Ruturaj Gaikwad) হাতে এবং গতকাল ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে শেষ খেলাটি খেলে নিঃশব্দে অবসরের ঘোষণা করলেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল চেন্নাই।
শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি
গতকাল ম্যাচটি ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের প্লে-অফে কোয়ালিফাই করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, তবে মেগা ম্যাচে স্নায়ু সঠিক রাখতে ব্যার্থ হয় চেন্নাই দলের প্লেয়াররা এবং পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে দলকে। ম্যাচের কথা বলতে গেলে প্রথমে ব্যাটিং করতে এসে ২১৮ রান বানায় রয়্যাল চ্যালেঞ্জার্স দল আর চেন্নাইকে প্লে-অফে কোয়ালিফাই করার জন্য প্রয়োজন ছিল ২০১ রানের। তবে প্লে-অফে কোয়ালিফাই করার প্রয়োজনীয় রান থেকে ১০ রান কম বানায় সুপার কিংস। জাদেজা-ধোনির চেষ্টা যায় বিফলে। গতকাল ব্যাট হাতে জাদেজা ২২ বলে ৪২ রান বানান এবং ধোনি ১৩ বলে ২৫ রান বানিয়ে আউট হয়ে আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেললেন।
Read More: “ধোনি না থাকলে কোনোদিন…” বিরাট কোহলির উপর অকপট সুনীল গাভাস্কার, করলেন বেফাঁস মন্তব্য !!
ম্যাচ শেষে দুই দল যখন করমর্দন করার প্রস্তুতি নিচ্ছিল তখন লোকচক্ষুর আড়ালে চলে যান ধোনি। আসলে, টানা ছয় ম্যাচ জিতে প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে আনন্দের জোয়ার দেখা যায় ব্যাঙ্গালুরু দলের প্লেয়ারদের মধ্যেই। যে কারণে বেশিক্ষণ RCB প্লেয়ারদের জন্য অপেক্ষা করেননি ধোনি (MS Dhoni)। অনেকেই মনে করছেন শেষ ম্যাচে তিনি আর কষ্ট সহ্য করতে পারছিলেন বলেই প্যাভিলিয়নে ফিরে যান আবার কেউ কেউ জানাচ্ছেন তার মাজার চোটের কারণে তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। তবে, কেন তিনি বিপক্ষ দলের প্লেয়ারদের সঙ্গে করমর্দন করেননি তা যায়নি জানা। অন্যদিকে ধোনিকে নিয়ে কয়েকদিন আগেই তার পরম মিত্র সুরেশ রায়না (Suresh Raina) জানিয়ে দেন মাহি আগামী মরশুমেও চেন্নাই দলের হয়ে খেলবেন।