আইপিএলের (IPL 2025) ইতিহাসে খুব কম ক্রিকেটার আছেন যারা একটি দলের সঙ্গেই উদ্বোধনী মরসুম থেকে যুক্ত রয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) তারকা বিরাট কোহলি (Virat Kohli) তাদের মধ্যে অন্যতম একটি নাম। দ্বিতীয় নাম হিসেবে জায়গা করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) যতবার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এই তারকা ব্যাটসম্যান মাঠে নেমে নিজের অবদান রেখেছেন।
৪৩ বছর বয়সেও এই বছর আইপিএলে তাকে মাঠে নামতে দেখা গিয়েছিল। তিনি বয়স মাত্র সংখ্যা প্রমাণ করে এখনও এই টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন। তবে এবার চেন্নাইয়ের হয়ে নয় টুর্নামেন্টের আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে মাঠে নেমে পড়লেন ক্যাপ্টেন কুল।
Read More: “অধিনায়ক হতে চাননি গিল..”, রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার বিতর্কে গোপন তথ্য ফাঁস করলেন মহম্মদ কাইফ !!
মুম্বাইয়ে ধোনি-

আইপিএলের ইতিহাসে দুই সফল দল হল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। এই দুই দল এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৫ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। মহেন্দ্র সিং ধোনি এই টুর্নামেন্টে অন্যতম সফল একজন অধিনায়ক। তিনি চেন্নাইয়ের হয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে তার তত্ত্বাবধানে এই দলে তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করছেন। তবে এর মধ্যে ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে চাঞ্চল্যকর খবর সামনে এল।
এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারেন এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সম্প্রতি এক ফুটবল ম্যাচে মুম্বাইয়ের জার্সি পরে এই বিশ্বকাপজয়ী অধিনায়ককে মাঠে নামতে দেখা যায়। সূত্র অনুযায়ী দুই দলের মধ্যেই নাকি এই বিষয়ে আলোচনা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। প্রায় ১৪ কোটির টাকার বিনিময়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ৪৪ বছর বয়সে ধোনি কতটা মাঠে নেমে হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) সাহায্য করতে পারবেন তা বলা সম্ভব নয়। কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু দলের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ফর্মে নেই ধোনি-

এই বছর আইপিএলে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) নেতৃত্বে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু টুর্নামেন্টের মাঝখানে রুতুরাজ চোটের কারণে ছিটকে যাওয়ায় পরিস্থিতির পরিবর্তন হয়। ক্যাপ্টেন কুলকে আবারও চেন্নাইয়ের নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা হয়। তবে তিনি দলকে সফলতা এনে দিতে পারেননি। আইপিএলের অন্যতম সাফল এই দলটি লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারে সম্মুখীন হয়ে ছিটকে যায়।
ব্যাটিং অর্ডারে ধোনির খামখেয়ালি উপস্থিতি দলকে সমস্যার মধ্যে ফেলেছিল। ফিনিশার হিসেবে কার্যকারী ভূমিকা পালন করতে ব্যর্থ হন এই তারকা। ১৪ ম্যাচে মাত্র ১৯৬ রান সংগ্রহ করেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৩৫। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান আইপিএলে ২৭৮ ম্যাচে ৫,৪৩৯ রান সংগ্রহ করেছেন।