ms-dhoni-did-not-back-saurabh-tiwary

গত কুড়ি বছরে ঝাড়খণ্ড থেকে বেশ কয়েকজন ক্রিকেটার ভারতীয় দলের হয়ে খেলেছেন। প্রথমেই নাম বলতে হয় মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। ২০০৪ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক থাকার সময় দক্ষিণাঞ্চলের দীনেশ কার্তিককে সরিয়ে পূর্বাঞ্চলের ধোনিকে সুযোগ দেওয়ার পথে হাঁটেন। বাকিটা ইতিহাস। দেড় দশক ধরে ভারতের জার্সিতে দেখা গিয়েছে ধোনিকে (MS Dhoni)। অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ জিতেছেন তিনি। জিতেছেন ওডিআই বিশ্বকাপ, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিও। প্রথম ও একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি আয়োজিত সাদা বলের প্রতিটি টুর্নামেন্ট জিতেছেন তিনি।

তালিকায় নাম থাকবে ঈশান কিষণের (Ishan Kishan)। গত কয়েক মাসে ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। সম্প্রতি কুমার কুশাগ্রকে (Kumar Kushagra) নিয়ে হইচই হচ্ছে। আগামীতে তাঁকেও জাতীয় দলে দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই তালিকায় যুক্ত হতে পারত সৌরভ তিওয়ারি’র (Saurabh Tiwary) নাম’ও। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ে নি তাঁর। এক সময় ছিলেন বিরাট কোহলির (Virat Kohli) সতীর্থ। একসাথে জিতেছিলেন ২০০৮-এর অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ। কিন্তু প্রতিভা থাকলেও কেরিয়ারকে কোহলির সমান উচ্চতায় নিয়ে যেতে পারেন নি তিনি।

Read More: ফিল্মি কায়দায় প্রেম প্রস্তাব ব্যক্ত করেছেন এই ক্রিকেটার’রা, ‘প্রপোজ ডে’র দিনে চিনে নিন সেই তারকাদের !!

দীর্ঘস্থায়ী হয় নি সৌরভের আন্তর্জাতিক কেরিয়ার-

Yusuf Pathan and Saurabh Tiwary | MS Dhoni | Image: Getty Images
Yusuf Pathan and Saurabh Tiwary | Image: Getty Images

মালয়েশিয়াতে ২০০৮ সালে ভারতের যে অনুর্দ্ধ-১৯ দল বিশ্বকাপ জেতে, সেখানে বিরাট কোহলি (Virat Kohli), রবীন্দ্র জাদেজাদের মত ভবিষ্যতের সুপারস্টারদের পাশাপাশি ছিলেন সৌরভ তিওয়ারিও। জামশেদপুরের সৌরভের (Saurabh Tiwary)  লম্বা চুলের কারণে তাঁকে বাম হাতি মহেন্দ্র সিং ধোনি’ও (MS Dhoni) বলতে শুরু করেছিলেন অনেকে। প্রতিভাবান সৌরভ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম্যান্স করে প্রথমবার সিনিয়র জাতীয় দলে জায়গা করে নেন ২০১০ সালের এশিয়া কাপে। স্কোয়াডে থাকলেও, একটি ম্যাচে খেলার সুযোগ পান নি।

প্রথমবার মাঠে নামার সৌভাগ্য হয় ২০১০-এর অক্টোবর মাসে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশাখাপত্তনমে সাত নম্বরে ব্যাটিং-এর সুযোগ পান তিনি। ১৭ বলে ১২* রান করেন । ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় মারগাঁও’তে আর মাঠে নামা হয় নি সৌরভের (Saurabh Tiwary) । পরবর্তী সুযোগ আসে ডিসেম্বর মাসে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন সৌরভ (Saurabh Tiwary) । প্রথম তিনটি ম্যাচে প্রথম একাদশে স্থান হয় নি। চতুর্থ ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৩৯ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন তিনি।

এরপরের ম্যাচে একাদশে থাকলেও ব্যাটিং-এর সুযোগ আসে নি। এরপরেই যবনিকা পড়ে যায় তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে। আর কখনও ভারতীয় দলে ডাক পান নি তিনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে গিয়েছেন, কিন্তু টিম ইন্ডিয়ার তরফ থেকে মিলেছে অবজ্ঞা। লম্বা সময় ঝাড়খণ্ডের ধোনিই (MS Dhoni) ছিলেন ভারতের অধিনায়ক। যেভাবে রোহিত, বিরাটদের পাশে থেকে মহাতারকা হিসেবে গড়ে দিয়েছেন তিনি, তেমনটা নিজের রাজ্যের সৌরভের (Saurabh Tiwary) জন্যও করতে পারতেন হয়ত, কিন্তু ‘বাম হাতি ধোনি’র পাশে দাঁড়াতে দেখা যায় নি তাঁকে।

জাতীয় দলে ব্রাত্য সৌরভ তিওয়ারি-

MS Dhoni and Saurabh Tiwary | Image: Twitter
MS Dhoni and Saurabh Tiwary | Image: Twitter

ঘরোয়া ক্রিকেটে এখনও ঝাড়খণ্ডের হয়ে নিয়মিত সৌরভ তিওয়ারি (Saurabh Tiwary) । ১১৪ প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৮০০৪ রান। গড় ৪৭.৯২। শতরানের সংখ্যা ২২, অর্ধশতরান ৩৪টি। এছাড়া লিস্ট-এ ক্রিকেটে ৪৬.৫৫ গড়ে ১১৬ ম্যাচে তিনি করেছেন ৪০৫০ রান। শতরানের সংখ্যা ৬, অর্ধশতক ২৮টি। টি-২০ ক্রিকেটেও তাঁর পক্ষেই যায় পরিসংখ্যান। আইপিএল, সৈয়দ মুস্তাক আলি ট্রফির মত টুর্নামেন্টে মোট ১৮১ ম্যাচ খেলেছেন তিনি। ১৫৫ ইনিংসে প্রায় ৩০ গড়ে তাঁর সংগ্রহ ৩৪৫৪ রান। শতরান না থাকলেও রয়েছে ১৬ টি অর্ধশতক, এছাড়াও অজস্র ক্যামিও ইনিংস তিনি মুম্বই ইন্ডিয়ান্স (MI), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 9RCB) মত দলের হয়ে খেলেছেন।

বর্তমানে ৩৪ বছর বয়স সৌরভ তিওয়ারির (Saurabh Tiwary) । তাঁর থেকে বেশী বয়সেও রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রণ অশ্বিনরা চুটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন। কিন্তু পারফর্ম করেও টিম ইন্ডিয়ার বৃত্তের বাইরেই রয়েছেন তিনি। চলতি ফেব্রুয়ারি মাসেই রঞ্জি ট্রফিতে মণিপুরের বিরুদ্ধে ১১৪* রানের ইনিংস খেলেছেন। কিন্তু নির্বাচকদের প্রসন্ন করা সম্ভব হয় নি তাঁর পক্ষে। জাতীয় দলের হয়ে সৌরভ (Saurabh Tiwary)  আউট হন নি কোনোদিন। দুই ইনিংস খেলে দুটিতেই থেকেছেন নট-আউট। কিন্তু টিম ইন্ডিয়া থেকে সেই আউট হয়েই রয়ে গেলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *