MS Dhoni: গতকাল সমাপ্ত হয়ে গিয়েছে চলতি আইপিএলের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি। ৭০ টি ম্যাচের পর জানা গিয়েছে আইপিএল প্লে অফের চারটি দলের ঠিকানা। আগামীকাল থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪-এর প্লে অফের ম্যাচ। আপাতত শীর্ষ দুই দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি খেলতে চলেছে। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা রাজস্থান রয়্যাল এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এলিমিনেটরের ম্যাচটি খেলতে চলেছে। প্রসঙ্গত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছে। আইপিএলের ৬৮ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস দুই দলের মধ্যে বিজয়ী দলটিকেই দেখা যেত প্লে অফের মঞ্চে। তবে ব্যাঙ্গালুরর কাছে পরাজিত হতে হলো চেন্নাইকে।
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন ধোনি
নেটিজেনরা মনে করছেন ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাইয়ের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তার শেষ খেলাটি খেলে ফেলেছেন। ২০২৩ আইপিএল জয়লাভ করার পর মহেন্দ্র সিং ধোনি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে মন্তব্য করে বলেছিলেন তাকে দেখতে ভক্তরা স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন তাই ভক্তদের ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি আরও একটি সিজন চেন্নাই জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যে কারণে চলতি আইপিএলে চোট থাকা সত্ত্বেও ধোনিকে খেলতে দেখা গিয়েছে। এই আইপিএলে ব্যাট হাতেও বেশ কামাল করেছেন তিনি। মোট ১১ ইনিংসে ব্যাটিং করে ৫৩.৬৭ গড়ে এবং ২২০.৫৫ স্ট্রাইক রেটে মহেন্দ্র সিং ধোনি চলতি আইপিএলে ১৬১ রান বানিয়েছিলেন। পাশাপাশি ১৪ টি চার এবং ১৩ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এমনকি তার ফর্ম দেখে নেটিজেনরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে অবসর থেকে ফিরে আসারও আর্জি জানিয়েছে।
Read More: “আমরা সত্যিই সৌভাগ্যবান…” রোহিত শর্মা’র মুখে পাক সমর্থকদের প্রশংসা, সৌহার্দ্যের বার্তা দিলেন ভারত অধিনায়ক !!
এখনই অবসর নিচ্ছেন না মাহি
যাই হোক ২০২৫ মৌসুমে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলবেন কিনা সে বিষয়ে রয়েছে অনেক প্রশ্ন। তবে এক সিএসকে কর্মকর্তা জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি এখনই অবসর নিচ্ছেন না। মন্তব্য করে তিনি আরও বলেছেন এখনো পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি চেন্নাই কর্মকর্তাদের তার অবসরের সম্পর্কে কিছু জানান নি। তিনি ম্যানেজমেন্ট কে জানিয়েছেন তার শেষ সিদ্ধান্ত (অবসরের) নেওয়ার আগে দুই মাস অপেক্ষা করবেন অর্থাৎ এই বছরেই জানা যেতে পারে মাহি তার প্রিয় চেন্নাই দলে আর খেলবেন কিনা চেন্নাইয়ে জার্সিতে। মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সাল থেকে খেলে আসছেন মাঝে ২০১৬ এবং ২০১৭ সালে দুই বছরের জন্য চেন্নাই সুপার ব্যান থাকায় তাকে অন্য দলে খেলতে হয়েছিল। তবে চেন্নাই দলকে পাঁচবার শিরোপা জিতিয়েছেন তিনি, এমনকি আইপিএল ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে একশটিরও বেশি ম্যাচ জিতেছেন তিনি। তবে চলতি আইপিএলে তিনি দায়িত্ব তুলে দিয়েছিলেন ঋতুরাজ গাইকোয়ার্ড’এর উপর। ঋতুরাজের নেতৃত্বে চেন্নাই এবছর ৭ম্যাচ জিতেছে এবং ৭ ম্যাচে পরাজিত হয়েছে।