২০২১ থেকে ২০২৪-প্রায় তিন বছর টিম ইন্ডিয়ার (Team India) কোচের পদে ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। নানান ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর আন্তর্জাতিক কোচিং কেরিয়ার। কোহলি-রোহিতদের প্রশিক্ষক হিসেবে তাঁর প্রথম বড় দায়িত্ব ছিলো ২০২২-এর এশিয়া কাপ। ট্রফি জিততে পারে নি টিম ইন্ডিয়া। এরপর ২০২২-এর টি-২০ বিশ্বকাপেও জোটে হতাশা। ছিটকে যেতে হয় সেমিফাইনাল থেকে। ২০২৩-এর প্রথম অর্ধেও মেলে নি সাফল্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোটে পরাজয়। সেপ্টেম্বরে এশিয়া কাপ জিতে আলোর বৃত্তে ফিরলেও ওডিআই বিশ্বকাপ ফের ডুবিয়েছিলো অন্ধকারে। ফাইনালে আবারও ভারতের বিরুদ্ধে বাজিমাত করে অস্ট্রেলিয়া। অবশেষে দ্রাবিড়ের (Rahul Dravid) ভারত সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করে টি-২০ বিশ্বকাপে। সতেরো বছর পর দেশকে অধরা মাধুরীর সন্ধান দিয়ে সরে দাঁড়ান দ্রাবিড়।
Read More: শুধুমাত্র আইপিএল নয় বিদেশী লীগও খেলবেন ভারতীয় ক্রিকেটাররা, সম্মতি দিচ্ছে BCCI !!
নতুন কোচের সন্ধানে ইংল্যান্ড-
গত বছরের ওডিআই বিশ্বকাপে ভালো পারফর্ম্যান্স করতে পারে নি ইংল্যান্ড। একটা সময় চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) যোগ্যতা অর্জন করা কঠিন হয়ে পড়েছিলো তাদের জন্য। শেষমেশ সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেও জস বাটলারদের (Jos Buttler) পক্ষে শেষ চারে পৌঁছানো সম্ভব হয় নি। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপেও আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারে নি ইংল্যান্ড দল। সেমিফাইনালে পৌঁছেও ভারতের কাছে হেরে ছিটকে যেতে হয় তাদের। টানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সীমিত ওভারের ফর্ম্যাটে কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ম্যাথু মট (Matthew Mott)। মঙ্গলবার এই সিদ্ধান্ত সামনে আনে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বিদায়বার্তায় মট জানিয়েছেন, “আমি ইংল্যান্ড দলকে কোচিং করাতে পেরে গর্বিত। যে চারিত্রিক দৃঢ়তা ও প্যাশন দল দেখাতে পেরেছে তা গর্ব করার মত। ২০২২-এর টি-২০ বিশ্বকাপ জয় একটা দুর্দান্ত অধ্যায়।”
মট সরে যাওয়ার পর তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড’ও (ECB)। পুরুষ দলের ম্যানেজিং ডায়রেক্টর রব কি (Rob Key) বলেছেন, “নিযুক্ত হওয়ার পর থেকে উনি দলের জন্য যা যা করেছেন তার জন্য ইংল্যান্ড ক্রিকেটের সাথে জড়িত সকলের তরফ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই ম্যাথু মট’কে। মাত্র তিনজন কোচ ইংল্যান্ডকে বিশ্বজয়ীর তকমা এনে দিতে পেরেছেন, তার মধ্যে একজন হয়ে দায়িত্ব ছাড়ছেন উনি। তিনটি বিশ্বকাপ সাইকেলের পর আমার মনে হয় সময় হয়েছে ইংল্যান্ড দলের নতুন দিশায় এগোনোর।” অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মার্কাস ট্রেসকোথিক (Marcus Trescothik)। তবে পূর্ণ সময়ের কোচ হিসেবে যে নতুন কাউকে সন্ধান করা হচ্ছে তাও স্পষ্ট করে দিয়েছেন রব কি।
বিশ্বজয়ী অধিনায়ক চাইছেন দ্রাবিড়’কে-
সদ্যই ভারতকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ট্রফি জয়ের পর ছেড়েছেন টিম ইন্ডিয়ার (Team India) সাজঘর। তাঁর উত্তরসূরি হিসেবে গৌতম গম্ভীরকে বেছে নিয়েছে বিসিসিআই। এই মুহূর্তে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন দ্রাবিড় (Rahul Dravid)। অলিম্পিক গেমস দেখতে পৌঁছে গিয়েছেন প্যারিসে। তাঁর পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে রয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন যে কোনো আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির কোচ বা মেন্টর হিসেবে দেখা যেতে পারে তাঁকে। তবে ইংল্যান্ডের ওডিআই বিশ্বকাপজয়ী অধিনায়ক ইওন মর্গ্যান (Eoin Morgan) আন্তর্জাতিক আঙিনাতেই কোচ হিসেবে দেখতে চাইছেন দ্রাবিড়কে।
ম্যাথু মট (Matthew Mott) সরে দাঁড়ানোয় সীমিত ওভারের ফর্ম্যাটে কোচের আসন খালি ইংল্যান্ড দলে। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে মটের উত্তরসূরি হিসেবে দ্রাবিড়ই (Rahul Dravid) আদর্শ বলে জানিয়েছেন মর্গ্যান (Eoin Morgan)। তবে তিনি চাইলেও ইংল্যান্ড কোচের হটসিটে দ্রাবিড় আদৌ বসতে রাজী হবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বছরের অধিকাংশ সময় বাড়ির বাইরে কাটাতে চান না বলেই ভারতীয় দলের সাথে চুক্তি নবীকরণ করতে রাজী হন নি তিনি। সেখানে ইংল্যান্ডে ৮-৯ মাস আদৌ তিনি কাটাতে চাইবেন কিনা তা নিয়ে নিশ্চিত নয়। মট (Matthew Mott) সরে দাঁড়ালেন ইংল্যান্ডের টেস্ট টিমের কোচ হিসেবে থাকছেন ব্রেন্ডন ম্যাকালাম (Brendon Mc Cullum)। কেবল মাত্র সীমিত ওভারের দায়িত্ব নিতে দ্রাবিড়ের মত হাইপ্রোফাইল কোচ রাজী হবেন বলে মনে করছে না ক্রিকেটমহল।