আইপিএল ২০২২ এ তরুণ খেলোয়াড়দের কর্তৃত্ব দেখতেই পাওয়া যাচ্ছে। বিশেষ করে তরুণ ভারতীয় খেলোয়াড়রা এই মরশুমে সকলকে যথেষ্ট প্রভাবিত করেছেন। তা সে পাঞ্জাবের জিতেশ শর্মা হোক বা রাজস্থান রয়্যালসের কুলদীপ সেন সকলেই এই আইপিএলে নিজেদের প্রদর্শনে চমকে দিয়েছেন। এর পাশাপাশি লখনউ সুপার জায়ান্টসের আরও এক তরুণ খেলোয়াড় মহসিন খানও সকলের মনোযোগ নিজের দিকে আকর্ষিত করেছেন। তাঁকে গত চার বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা একটিও সুযোগ দেননি।
সকলকেই মোহিত করলেন মহসিন খান
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২২ এ নতুন ফ্রেঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের প্রতিনিধিত্ব করা তরুণ জোরে বোলার মহসিন খান নিজের বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন আর সেই সঙ্গে সকলকেই দারুণ প্রভাবিত করেছেন। তার আগুনে জোরে বোলিংয়ের সামনে এই মরশুমের বড় বড় ব্যাটসম্যানও নাকানি চোবানি খেয়েছেন।
আপনাদের জানিয়ে দিই যে মহসিন আইপিএল ২০২২ এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনি ৫.১৭ এর দুর্দান্ত গড়ে বোলিং করে ১০টি উইকেট নিয়েছেন। তার এই দুর্দান্ত প্রদর্শন দেখে ভারতীয় নির্বাচকরা তাকে টি-২০ বিশ্বকাপেও সুযোগ দিতে পারেন। মহসিনকে এ বছরের মেগা নিলামে লখনউ সুপার জায়ান্টস মাত্র ২০ লাখ টাকার বেস প্রাইসে কিনেছিল আর এখন এই খেলোয়াড় লখনউয়ের বোলিং লাইনআপের একজন গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠেছেন।
মহসিনকে রোহিত শর্মা দেননি একটিও সুযোগ
বাঁহাতি জোরে বোলার মহসিন খানকে ২০১৮-র মেগা নিলামে প্রথমবার কেনে মুম্বই ইন্ডিয়ান্সের দল। যারপর থেকে তিনি লাগাতার ২ বছর ধরে এমআইয়ের দলে থেকেছেন, কিন্তু তিনি খেলার একবারও সুযোগ পাননি। অন্যদিকে ২০২০ সালের নিলামে মুম্বই ইন্ডিয়ান্স আবারও এই জোরে বোলারকে নিজেদের দলে নেয়। ২০২১ পর্যন্ত তিনি এমআই দলে ছিলেন। প্রসঙ্গত মহসিন মুম্বাইতে থাকাকালীন একবারও আইপিএলে অভিষেকের সুযোগ পাননি। আর এখন মহসিনের প্রদর্শন দেখে মনে হচ্ছে মহসিনকে সুযোগ না দেওয়া মুম্বইয়ের একটা বড় ভুল ছিল।