IPL 2024: টুর্নামেন্ট শুরুর আগে বড় ঘোষণা, RCB'তে এন্ট্রি নিচ্ছেন মোহাম্মদ আমির !! 1

বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। আর এই আইপিএল হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের বড় বড় প্লেয়াররা তাদের পারফরমেন্স দেখিয়ে ভক্তদের মন জয় করে নেয়। আইপিএলের ইতিহাসের কথা বলতে গেলে, ২০০৮ সাল থেকে এই টুর্নামেন্টের সূচনা হয়, আর আজ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও চেন্নাই সুপার কিংস (CSK) দুই দলের কাছেই রয়েছে ৫ টি করে ১০ ট্রফি। অন্যদিকে, ২০০৮ সালেই পাকিস্তানি প্লেয়ারদের জন্য শেষ হয় আইপিএল খেলার স্বপ্ন। রাজনৈতিক সমস্যার কারণে পাকিস্তানি প্লেয়ারদেরকে ব্যান করা হয় আইপিএলে। আর সেসময় তিন প্রতিভাবান পাকিস্তানি প্লেয়ারদের উপর ওঠে ‘স্পট ফিক্সিং’-এর অভিযোগ।

Read More: ছাঁটাই শিখর ধাওয়ান, আগামী IPL-এ ছয় তারকাকে বাতিলের খাতায় রেখেছে পাঞ্জাব কিংস !!

আইপিএল খেলতে চলেছেন আমির

Mohammed Amir, rcb
Mohammed Amir | Image: Getty Images

মূলত মহম্মদ আসিফ (Mohammed Asif), সলমন বাট (Salman Butt) ও মোহাম্মদ আমিরের (Mohammed Amir) বিরুদ্ধে ইংল্যান্ডে ‘স্পট ফিক্সিং’-এর অভিযোগ উঠেছিলো। ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার পাশাপাশি, সময় কাটাতে হয়েছে কারাগারেও। তবে, বাঁকি দুই প্লেয়ার আর জাতীয় দলে কামব্যাক করতে না পারলেও মোহাম্মদ আমির আবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। ভারতের বিরুদ্ধে ২০১৬ সালের এশিয়া কাপ, ২০১৬’র বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে তার স্পেল টিম ইন্ডিয়াকে আইসিসির আর একটি ট্রফি জয় থেকে বিরত রাখে। তবে এবার পাকিস্তানি প্লেয়ার হয়েও আইপিএল খেলতে চলেছেন আমির। আসলে, জন্মগত ভাবে তিনি পাকিস্তানী হলেও এক বছরের মধ্যে ব্রিটেনের নাগরিকত্ব পেতে চলেছেন আমির (Mohammad Amir)। তাঁর স্ত্রী ব্রিটিশ নাগরিক হওয়ায় সুবাদে এই সুযোগ পেতে চলেছেন তিনি।

বিরাটের সাথেই খেলবেন আইপিএল

Virat Kohli and Mohammed Amir, rcb
Virat Kohli and Mohammed Amir | Image: Getty Images

যদিও আইপিএল খেলা নিয়ে মুখ খোলেননি আমির, তিনি আপাতত এটাই জানিয়েছেন যে তিনি আর জাতীয় দলের হয়ে খেলবেন না। তিনি এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের উপরেই বেশি নজর দিতে চান। আইপিএল প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, “আমি এক বছর পরের কথা ভাবতে চাই না।বর্তমানে থাকতে চাই আপাতত। এক বছর পরে ভালো সুযোগ এলে, তখন ভেবে দেখা যাবে।” এর পাশাপাশি তিনি বিরাট কোহলির সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আসলে, আমিরকে নিয়ে একটি ভিডিওতে তিনি প্রকাশ করেন, “আমি আইপিএল খেলতে আগ্রহী, আমি বিরাট কোহলির (Virat Kohli) সাথে খেলতে চাই। উনি আমার খুবই পছন্দের প্লেয়ার, সুযোগ পেলে একসাথে খেলবো।” আমিরের এই কথা ঘিরেই তৈরি হয়েছে চাঞ্চল্য এবং স্পষ্টতই তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

Read More: IPL 2024: ট্রফি জয়ের খরা কাটছে RCB’র, এই কিংবদন্তী নিলেন হেড কোচের দ্বায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *