T20 World Cup 2024 Semi Finalist: দল ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল পাকিস্তান, শেষ চারে কোয়ালিফাই করা দেশে নেই ভারত !! 1

আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে আইপিএল (IPL)। ক্রিকেটদুনিয়ার ফোকাস এখন সরছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দিকে। জুন মাসের দুই তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে প্রতিযোগিতার আসর। ক্রিকেটাররা অধিকাংশই আইপিএলে ব্যস্ত থাকলেও পর্দার পিছনে আইসিসি আয়োজিত টি-২০’র বিশ্বখেতাব জিততে ঘুঁটি সাজাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলির ক্রিকেট নিয়ামক সংস্থারা। পরিধি বেড়েছে এবারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup)। টুর্নামেন্টে বেড়েছে দলের সংখ্যা। সরাসরি মূলপর্বে অংশ নিতে চলেছে ২০টি দল। উগান্ডা, নেপালের মত দেশও খেলছে কুড়ি-বিশের বিশ্বকাপ।

সবার প্রথমে বিশ্বকাপের দল প্রকাশ্যে আনে নিউজিল্যান্ড। একই পথে হেঁটে ইতিমধ্যে স্কোয়াড সামনে এনেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মত হেভিওয়েট দল। বর্তমান ক্রিকেটবিশ্বে ‘ডার্ক হর্স’ বলে পরিচিত আফগানিস্তানও পনেরো সদস্যের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) স্কোয়াড প্রকাশ করেছে আজ। আসন্ন পাকিস্তান সিরিজ ও টি-২০ বিশ্বকাপের প্রাথমিক দল একই সাথে ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নানা দেশের স্কোয়াড সামনে আসা মাত্রই তা নিয়ে কাটাছেঁড়ায় বসে পড়ছেন বিশেষজ্ঞরা। চলছে নানান ভবিষ্যদ্বাণী। আজ সম্ভাব্য সেমিফাইনালিস্ট বাছতে গিয়ে যে চার দল’কে বেছেছেন ইংল্যান্ড প্রাক্তনী মাইকেল ভন (Michael Vaughan), তা জন্ম দিয়েছে বিতর্কের।

Read More: “কঠিন সময়ে শক্ত…”, আইপিএলে ট্রোলড হওয়া হার্দিকের পাশে দাঁড়ালেন ওয়াসিম জাফর, বাড়ালেন সাহায্যের হাত !!

দল ঘোষণা করেই বিপাকে মাইকেল ভন

Michael Vaughan | T20 World Cup | Image: Getty Images
Michael Vaughan | Image: Getty Images

বিতর্কিত মন্তব্য করতে পিছপা হন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। বিশেষ করে টিম ইন্ডিয়া সম্পর্কে বিভিন্ন সময় তাঁরা করা কোনো না কোনো মন্তব্য জায়গা করে নেয় সংবাদমাধ্যমের হেডলাইনে। ২০১৯-২০ বর্ডার-গাওস্কর সিরিজ শুরুর আগে ভন জানিয়েছিলেন “৪-০ ফলে হারবে ভারত।” বাস্তবে দেখা যায় উলটো ছবি। অ্যাডিলেডে হারলেও মেলবোর্ন ও ব্রিসবেনে দারুণ জয় ছিনিয়ে নিয়ে সিরিজ হাতের মুঠোয় নেয় টিম ইন্ডিয়া। সেই সময় ভারতীয় সমর্থকদের ব্যাপক কটাক্ষের মুখে পড়তে হয়েছিলো ভন’কে। এরপরেও নানা সময় ভারতীয় নেটিজেনদের সাথে সংঘাত লেগেছে তাঁর। ভনের সাথে কথার লড়াইতে নেমেছেন ভারতীয় প্রাক্তনী ওয়াসিম জাফর’ও (Wasim Jaffer)।

তালিকায় নেই ভারত-পাকিস্তান

টি-২০ বিশ্বকাপের শেষ চার বাছতে বসে ভন প্রথমেই বেছে নিয়েছেন নিজের দেশ ইংল্যান্ডকে। তারপর তালিকায় রেখেছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে। তারকাখচিত ভারতের স্থান ভনের তালিকায় না দেখে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটনাগরিকদের তরফ থেকে। অনেকে সরাসরি আক্রমণ শানিয়েছেন তাঁর দিকে। অনেকে গত এগারো বছর টিম ইন্ডিয়ার আইসিসি ট্রফিশূন্যতার কথা ভেবে এই সিদ্ধান্তকে যুক্তিযুক্ত বলেছেন। তবে ভন (MichaelVaughan) সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকায় ভারতকে না রাখায় খুশি অনেকে। তাঁর পুরনো ট্যুইট তুলে ধরে তাঁরা দেখিয়েছেন যে ওডিআই বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকায় অস্ট্রেলিয়াকে রাখেন নি ভন। ট্রফি জিতেছিলো তারাই। উৎসাহী সমর্থকদের দাবী, ‘তাহলে অবশেষে ট্রফি আসছে।’

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: Afghanistan Squad For T20 World Cup in Bengali: টি-২০ বিশ্বকাপের স্কোয়াড সামনে আনলো আফগানিস্তান, ঝড় তুলবেন রশিদ খানরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *