আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে বড় প্লাটফর্ম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। আর এই লীগের অন্যতম বড় ফ্রাঞ্চাইজি হলো মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। আইপিএল ইতিহাসের প্রথম দল হিসেবে পাঁচটি শিরোপা জয় করেছিল মুম্বাই। যদিও সেই রেকর্ড ২০২৩ সালে সমান করে নিয়েছিল এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। চেন্নাই সুপার কিংস হলো আইপিএলের অন্যতম বড় ফ্রাঞ্চাইজি, মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করা যায় সকল সময়েই। দুই দলের মধ্যে প্রথম ম্যাচটি একে অপরের বিরুদ্ধেই খেলতে চলেছে। ২৩ মার্চ চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। তবে আইপিএল শুরু হওয়ার আগেই মুম্বাই শিবিরে বেড়ে উঠেছে চিন্তা।
চোট রয়েছে জসপ্রীত বুমরাহের

এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে তারকা পেসারদের ভিড় লক্ষ করা যাচ্ছে। বাঁকি দল গুলির বিচারে মুম্বাই দলে তারকা পেসারদের ভিড় সবথেকে বেশি। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে জায়গা বানিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট (Trent Boult), দীপক চাহার (Deepak Chahar), রিস ট্রপলিদের (Reece Topley) তারকা পেসারদের। পাশাপশি, কিংবদন্তি জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) আগেই রিটেন করে রেখেছিল মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। তবে, আসন্ন আইপিএল শুরুর আগে চিন্তা যেন কমছে না। আসলে, এবারের আইপিএলে ভাঙাচোরা টিম নিয়েই হয়তো মাঠে নামতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তারকা পেসার জসপ্রীত বুমরাহ।
Read More: IPL’কে টক্কর দিতে প্রস্তুত সৌদি আরব, গ্ৰ্যান্ড স্লাম লীগের জন্য করছে টাকার বৃষ্টি !!
ভাঙাচোরা দল নিয়েই মাঠে নামতে হবে MI-কে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টে চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে তাকে এখনও ক্রিকেট মাঠে দেখতে পাওয়া যায়নি। মুম্বই ইন্ডিয়ান্স তাকে আদেও পুরো সিজিনে পাবে কিনা সে বিষয়ে রয়েছে সংশয়। পাশাপশি, মুম্বাই ইন্ডিয়ান্স (MI) দলে আর যে কজন খেলোয়াড় রয়েছেন তাদের মধ্যে চোট প্রবণতা প্রবল। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বেশিরভাগ সময়ই চোটের কারণে দলের বাইরে থাকেন, তাকে নিয়েও চিন্তায় থাকবে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ দিন ধরেই তিনি খেলে আসছেন, যে কারণে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম তিনি পাননি। পাশাপশি, দীপক চাহার এবং রিস ট্রপলি দুজনেই খুবই চোট পেয়ে থাকেন। যে কারণে, পুরো মৌসুম জুড়ে চাপে থাকবে ফ্রাঞ্চাইজি।