ওয়ানখেড়েতে উঠলো পুরান ঝড়, নিয়মরক্ষার ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের টার্গেট ২১৫ !! 1

নিয়ম রক্ষার ম্যাচে আজ মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস (MI vs LSG)। আজকের মেগা ম্যাচে টসে জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম ওভারেই লখনউ দলের ওপেনার ব্যাটসম্যান দেবদত্ত পাডিকাল (Devdutt padikkal) কোন রান না বানিয়ে ফেরেন। দলের হয়ে ২২ বলে পাঁচটি চারের সহযোগে ২৮ রানের ঝকঝকে ইনিংস খেলে পীযুষ চাওলার (Piyush Chawla) বলে উইকেট হারান মার্কাস স্টইনিস।

মুম্বইয়ের বিরুদ্ধে ২১৪ রান বানালো লখনৌ

Mi vs lsg , ipl 2024
MI vs LSG | Image: Getty Images

পাশাপাশি ৯ বল খেলে ১১ রান বানিয়ে চাওলার বলে আউট হয়েছিলেন দীপক হুদা। দলের হয়ে সর্বাধিক ২৯ বলে পাঁচটি চার এবং আটটি ছক্কার বিনিময়ে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। পুরান ঝড়কে আটকান শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারা (Nuwan Thushara)। এরপর লখনৌ দলের হয়ে গত ম্যাচে দুরন্ত ব্যাটিং করা আরশাদ খানকে (Arshad Khan) আজকে উপরে পাঠান টিম ম্যানেজমেন্ট। তবে প্রথম বলেই ছক্কা হাঁকানোর প্রচেষ্টায় উইকেট হারান নিজের।

পাশাপাশি ক্যাপ্টেন রাহুল ৪১ বলে ৩টি চার ও তিনটি ছক্কার বিনিময় ৫৫ রান বানিয়ে চাওলার বলে নিজের উইকেট হারিয়ে ফেলেন। ১৭৮ রানে ৬ উইকেট হারানোর পর শেষের দিকে ১৭ বলে ৩৬ রানের পার্টনারশিপ গড়েন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) ও আয়ুশ বদনী (Ayush Badani)। দুই ব্যাটসম্যানের প্রচেষ্টায় লখনৌ দল নির্ধারিত ২০ ওভারে ২১৪ রান বানাতে সক্ষম হয়। আজ মুম্বইয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন থুসারা ও চাওলা।

Read Also: IPL 2024: প্লে-অফ খেলা হচ্ছে না বেঙ্গালুরু’র, এই বিশেষ কারণে স্বপ্ন ভাঙছে বিরাটদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *