এই বছর আইপিএলে (IPL 2025) প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে। বিরাট কোহলির (Virat Kohli) হাতে ওঠে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ট্রফি। তবে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফর্মেন্স যথেষ্ট হতাশাজনক ছিল। এই কারণে আগামী মরসুমের আগেই দল গোছানোর কাজে নেমে পড়েছেন কর্মকর্তারা। একাধিক তারকা ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দেওয়ার খবর সামনে এসেছে। ফলে দেখা যাবে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন।
Read More: রিচা ঘোষ চ্যাম্পিয়ন হতেই WPL’এ নতুন দল, KKR মালিকের কাছে বিশেষ আর্জি সৌরভ গাঙ্গুলীর !!
বাদ হার্দিক পান্ডিয়া-

আসন্ন ১৫ নভেম্বর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের রিটেন লিস্ট প্রকাশ করবে। তার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্মকর্তার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন বলে খবর সামনে এসেছে। আইপিএলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মুম্বাই থেকে নিজের পরিচয় তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছেন। তবে নিতা আম্বানিদের (Nita Ambani) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হয়েছিল ২০২২ সালে। সেই বছর এই তারকা অলরাউন্ডার গুজরাট টাইটান্সে (Gujarat Titans) যোগদান করেছিলেন।
তবে আবারও ২০২৪ মরসুমে তাকে এমআইতে ফিরিয়ে আনা হয়। তখন থেকে নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন এই তারকা। কিন্তু অধিনায়ক হিসাবে প্রভাব ফেলতে পারেননি তিনি। মুম্বাই ২০২৪ মরসুমে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে লিগ তালিকায় একেবারে নিচে থেকে শেষ করে। এই বছর আইপিএলেও ফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে হার্দিকের ব্যাটিং এবং বোলিং পারফর্মেন্সও আশাজনক ছিল না । এই কারণে সূত্র অনুযায়ী এবার তাকে এমআই ছেড়ে দিতে চলেছে।
রোহিত-বুমরাহও দলের বাইরে-

রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) আইপিএলের ইতিহাসে পাঁচবারের চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড তৈরি করেছে। হিটম্যান এই দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভক্তদের মনে জায়গা করে আছেন। কিন্তু ৩৮ বছর বয়সী এই তারকা সাম্প্রতিক সময় আইপিএলে ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না। এই বছর তিনি ১৫ ম্যাচে মাত্র ৪১৮ রান সংগ্রহ করেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৫০’এর নিচে। ফলে রোহিতের পরিবর্তে মুম্বাই কর্মকর্তারা একজন তরুণ বিস্ফোরক ব্যাটসম্যানকে বেছে নিতে চাইছে।
অন্যদিকে তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সাম্প্রতিক সময় মাঝেমধ্যেই একাধিক চোটের মধ্যে দিয়ে যাচ্ছেন। যার প্রভাব তার পারফর্মেন্সের ওপরেও পড়েছে। শেষ অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচে মাত্র ৩ টি উইকেট সংগ্রহ করেছেন। অন্যদিকে এই বছর আইপিএলে ১২ ম্যাচে তুলে নেন ১৮ টি উইকেট। ফলে এই তারকাকে নিয়ে চিন্তায় রয়েছে মুম্বাই। আগামী মরসুমের আগে দল ছেড়ে দিতে চাইছে তাকে।
MI’এর সম্ভাব্য রিটেন তালিকা-
সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রবিন মিঞ্জ, র্যায়ান রিকেলটন, শ্রীজিৎ কৃষ্ণন, নমন ধীর, রাজ বাওয়া, অর্জুন তেন্ডুলকার, চরিথ আসালঙ্কা, মিচেল স্যান্টনার, জনি বেয়ারস্টো, করণ শর্মা, অশ্বনী কুমার, রিস টপলি, ট্রেন্ট বোল্ট, মুজিব উর রহমান