manoj-tiwary-points-finger-at-ms-dhoni

১৪৮টি প্রথম শ্রেণির ম্যাচে মনোজ তিওয়ারি (Manoj Tiwary) করেছেন ১০১৯৫ রান। গড় ৪৭.৮৬। বাংলার তারকার ঝুলিতে রয়েছে ৩০টি শতরান। লাল বলের ফর্ম্যাটে ট্রিপল হান্ড্রেড অবধি করেছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে ১৬৯ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৫৮১ রান। শতকের সংখ্যা ৬, অর্ধশতক ৩০টি। টি-২০তেও যথেষ্ট ধারাবাহিক মনোজ। ১৮৩ ম্যাচে করেছেন ৩৪৩৬ রান। আইপিএলেও দাপটের সঙ্গে খেলেছেন তিনি। ট্রফি জিতেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ঘরোয়া ক্রিকেটের আঙিনায় চোখধাঁধানো পারফর্ম্যান্স হলেও জাতীয় দলের হয়ে বিশেষ সুযোগই পান নি মনোজ (Manoj Tiwary) । ২০০৮-এ ওয়ান ডে অভিষেক হয়েছিলো তাঁর। শেষ ম্যাচ খেলেছেন ২০১৫ সালে। এই সাত বছরে সাকুল্যে ১২টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় প্রতিভার ছাপ না রাখতে পারার যন্ত্রণা অবসরের পরেও রয়েই গিয়েছে তাঁর।

Read More: এশিয়া কাপের আগে হাতছাড়া ৩৫৮ কোটি টাকা ? Dream11’র বিদায়ে মাথায় হাত বিসিসিআই-এর !!

ধোনি’র দিকে আঙুল তুললেন মনোজ-

Manoj Tiwary | Image: Getty Images
Manoj Tiwary | Image: Getty Images

২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার ভারতীয় সিনিয়র দলের জার্সিতে মাঠে নেমেছিলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary) । ব্রিসবেনের গতিশীল পিচে ব্রেট লি’র মোকাবিলা করতে পারেন নি সেদিন। ১৬ বলে ২ করে আউট হন ডান হাতি ব্যাটার। এরপর তাঁকে ছেঁটে ফেলে ‘মেন ইন ব্লু।’ পরবর্তী সুযোগ আসে ২০১১ সালে। ইংল্যান্ডের বিপক্ষে দু’টি ওয়ান ডে’তে সাফল্য পান নি ঠিকই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পান শতরান। চেন্নাইয়ের মাঠে চার নম্বরে ব্যাট করতে নেমে ১২৬ বলে ১০৪ রানের চমৎকার ইনিংস খেলেন মনোজ। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করার পর নিয়মিত সুযোগ পাবেন জাতীয় দলে, ভেবেছিলেন বাংলার তারকা। কিন্তু প্রত্যাশাপূরণ হয় নি তাঁর। পরবর্তী ১১টি ম্যাচে তাঁর জন্য বন্ধই ছিলো টিম ইন্ডিয়ার দরজা। ছন্দে থাকা সত্ত্বেও কেন সেদিন বাদ পড়েছিলেন? আজও স্পষ্ট নয় মনোজের কাছে।

২০২৪-এর গোড়ায় একটি সাক্ষাৎকারে তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মনোজ তিওয়ারি। “আমি এস এস ধোনিকে জিজ্ঞাসা করতে চাই কেন ২০১১ সালে শতরান করার পরেও আমাকে ১১ ম্যাচ বাইরে রাখা হয়েছিলো। আমার মধ্যে প্রতিভা ছিলো রোহিত শর্মা বা বিরাট কোহলির মত নায়ক হয়ে ওঠার। আজ যখন দেখি অনেকেই সুযোগ পাচ্ছে, তখন খারাপ লাগে,” বলেছিলেন তিনি। এরপর এক বছর কেটে গেলেও পালটায় নি তাঁর অবস্থান। সম্প্রতি ক্রিকট্র্যাকারকে দেওয়া একটি সাক্ষাৎকারেও কার্যত একই কথা বলতে শোনা গেলো তাঁকে। ফের একবার ধোনির দিকে আঙুল তুলে মনোজ (Manoj Tiwary) জানিয়েছেন, “আমার সাথে যখনই এম এস ধোনির দেখা যাবে আমি অবশ্যই জিজ্ঞাসা করব কেন শতরান করার পরেও আমায় সুযোগ দেওয়া হয় নি।”

নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা চান মনোজ-

Manoj Tiwary | Image: Getty Images
Manoj Tiwary | Image: Getty Images

গত মঙ্গলবার ঘোষিত হয়েছে ভারতের এশিয়া কাপ স্কোয়াড। শুভমান গিলের সহ-অধিনায়কত্ব লাভ, শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়ালদের বাদ পড়ার মত বিষয় নিয়ে চলছে তীব্র বিতর্ক। সংবাদসংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি (Manoj Tiwary) আঙুল তুলেছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের দিকে। তাঁর অঙ্গুলিহেলনেই বাদ পড়েছেন যশস্বী-শ্রেয়স’রা, ইঙ্গিত বাংলার প্রাক্তনীর। তিনি জানিয়েছেন, “দু’জন যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। একজন শ্রেয়স আইয়ার, আরেকজন যশস্বী জয়সওয়াল। বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের পুরনো ভিডিও যদি দেখেন তাহলে দেখবেন উনিই বলেছিলেন যে যশস্বী এমন একজন খেলোয়াড় যিনি যে কোনো মুহূর্তে ভারতীয় টি-২০ দলে জায়গা করে নিতে পারবেন। কিন্তু তিনি (গম্ভীর) নিজে যখন কোচ হলেন, তখন দলে যশস্বীর জায়গা হলো না।” নির্বাচন প্রক্রিয়া সরাসরি সম্প্রচারিত হোক, চান তিনি।

Also Read: “আর ভিক্ষা নয়…” BCCI-কে চরম হুঁশিয়ারি মহসীন নকভি’র, কড়া অবস্থান নিচ্ছে পাক ক্রিকেট সংস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *