Zaheer khan
Zaheer Khan | Image: Getty Images

আইপিএল ২০২৫ এর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG), আজ সাংবাদিক সম্মেলনে আসন্ন সিজনের জন্য নতুন মেন্টরের বাছাই করে লখনৌ ফ্রাঞ্চাইজি। আবার একবার আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন হলো ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেশার জাহির খানের। গৌতম গম্ভীরের জায়গায় জাহির খানকে এই গুরু দায়িত্ব নিতে দেখা যাবে। ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার আগে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ২০২৪ সালেই লখনৌ সুপার জায়ান্টস ফ্রাঞ্চাইজিতে মেন্টরের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।

মেন্টর ছাড়াই গত মরশুমে মাঠে নেমেছিল লখনৌ দল (LSG) এবং প্রথমবারের জন্য তারা প্লে-অফের মঞ্চে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল। অন্যদিকে দীর্ঘ দুই বছর পর আবার আইপিএলে দায়িত্ব পেলেন জাহির। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে কাজ করেছেন জাহির। তবে বুধবার কলকাতার আলিপুরে সঞ্জীব গোয়েনকা তার অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন এবং সেখানেই জাহির খানকে (Zaheer Khan) লখনৌ দলের জার্সি সহ নতুন মেন্টর হিসেবে স্বাগত জানালেন।

Read More: গুরুতর অসুস্থ ভারত অধিনায়ক, বাংলাদেশ সিরিজের আগে স্তম্ভিত ক্রিকেটমহল !!

জাহির খানের হাতেই গুরুদায়িত্ব তুলে দিল LSG

Zaheer khan
Zaheer Khan | Image: Getty Imagea

সঞ্জীব গোয়েনকা সবার প্রথমেই জাহির খানের নাম উল্লেখ করেই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বর্তমানে লখনউয়ের কোনও বোলিং কোচ নেই। গতবছর বোলিং কোচের ভূমিকা পালন করেছিলেন দক্ষিণ আফ্রিকার মর্নি মরকেল (Morne Morkel)। ফ্রাঞ্চাইজি ছেড়ে তিনি গম্ভীরের কোচিং দলে যোগ দিয়েছেন, আপাতত ভারতীয় দলের বোলারদের প্রস্তুত করবেন মরকেল। সেই কারণেই শুধুমাত্র মেন্টর নয় দলের বোলিং কোচের দায়িত্ব তাকেই সামলাতে হবে জহিরকে।

এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এর সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল জাহিরের। তিনি মুম্বাইতে ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকায় পালন করতে হয় তারপর তাকে গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধান করা হয়। জাহির ভারতীয় ক্রিকেটের একজন প্রতিভাবান পেসার ছিলেন। বলা যেতেই পারে তিনি ভারতের সেরা বাঁহাতি পেশার, কোচিং করার আগে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিল দলের হয়ে খেলেছেন তিনি। ২০১৭ সালে শেষবার দিল্লি দলের অধিনায়কত্ব করেই ক্রিকেটকে আলবিদা জানিয়ে দেন জাহির। আইপিএলের মঞ্চে ১০০ টি ম্যাচে ১০২ টি উইকেট পেয়েছেন তিনি।

Read Also: আইসিসি’র মসনদে জয় শাহ, খবর সামনে আসতেই শঙ্কিত পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *