দীর্ঘ ৪৫ দিনে বিরতির পর অবশেষে ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে তাদের প্রথম ম্যাচটি খেলতে চলেছে। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ (IND vs BAN) খেলবে ভারত। চলতি সপ্তাহের ১৯ তারিখ থেকেই মুখোমুখি হতে চলেছে দুটি দল। দুই দলের কাছেই এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দল তাদের প্রস্তুতি বেশ ভালোভাবেই নিতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই চেন্নাইতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল, যেখানে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি মর্নি মরকেল (Morne Morkel) যোগদান করেছেন।
টেস্ট দলে সুযোগ পেলেন না শ্রেয়াস
অন্যদিকে বাংলাদেশ দলও চেন্নাইতে পৌঁছে গিয়েছে। দুই দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। ভারতীয় ক্রিকেট বোর্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের (IND vs BAN) জন্য স্কোয়াড প্রকাশ না করলেও কেবলমাত্র প্রথম টেস্ট ম্যাচের জন্য অজিত আগারকারের নেতৃত্বাধীন বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ভারতীয় দলের ১৫ জনের স্কোয়াড বাছাই করেছে। অজিতের বাছাই করা স্কোয়াডে সুযোগ পেলেন না শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে বিসিসিআইকে (BCCI) উপেক্ষা করে বড় সমস্যার মুখে পড়েছিলেন শ্রেয়াস। যার মাশুল গুনতে হচ্ছে এখনো।
Read More: হবু স্বামীর সাথে মুম্বাই ফিরলো হার্দিকের প্রাক্তন স্ত্রী, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও !!
ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেও জাতীয় দলে এন্ট্রি হচ্ছে না তার। এবার তার বদলে টেস্ট দলে পাকাপাকি জায়গা করে নিতে পারেন মুম্বাইয়ের আর এক ব্যাটসম্যান সারফারাজ খান (Sarfaraz Khan)। বাংলাদেশ টেস্টে তিনি দলের হয়ে মিডিল অর্ডারের দায়িত্ব সামলাতে পারেন। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে জায়গা পাকা করে ফেলেছিলেন সরফরাজ। তাছাড়া দলে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তারকা ক্রিকেটার বেশ লম্বা সময় বাদেই টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে খেলতে চলেছেন।
পুরোপুরি সুস্থ হতে ব্যার্থ শামি
ইংল্যান্ড সিরিজ চলাকালীন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। যে কারণে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির মতন তারকা খেলোয়াড়কে দেখতে পাওয়া যায়নি। পাশাপাশি দীর্ঘ বিরতির পর দলে ফিরে আসলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ২ তারকাকে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বা ওডিআই সিরিজ খেলতে দেখা যায়নি। দুজনকে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ময়দান কাঁপাতে দেখা যাবে। অন্যদিকে মুকেশ কুমারের পরিবর্তে বাংলার অন্য একজন পেশার আকাশদীপকে সুযোগ দেওয়া হয়েছে। যদিও দলে এখনও ফিরতে পারলেন না মোহাম্মদ শামি (Mohammed Shami)। ১০০% সুস্থ না হয়ে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিতে চাইছেন না টিম ইন্ডিয়া এই কিংবদন্তি পেশার।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের চেন্নাই টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), ধ্রুব জুরেল (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, যশ দয়াল।