ipl-pooran-to-lead-lsg-in-last-2-games
KL Rahul | Image: Getty Images

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024), গতকাল হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনৌ সুপার জায়ান্টস (SRH vs LSG)। গতকাল ম্যাচে এক অস্বাভাবিক ব্যাটিং দেখালেও সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রেভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। গতকাল ম্যাচের কথা বলতে গেলে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে এসে অধিনায়ক রাহুল (KL Rahul) একাধিক বল নষ্ট করেছেন। পরবর্তী সময়ে লখনৌ দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান আয়ুশ বধানী (Ayush Badani) এবং দলের ফিনিশার নিকোলাস পুরানের (Nicholas Pooran) দৌলতে প্রথম ইনিংসে ১৬৫ রান বানাতে সক্ষম হয় লখনৌ সুপার জায়ান্টস।

দলের পারফরমেন্সে খুশি নন সঞ্জীব গোয়েঙ্কা

Sanjiv Goenka and KL Rahul, ipl 2024
Sanjiv Goenka and KL Rahul | Image: Twitter

লখনৌ দলের প্রথম ইনিংসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল পিচটি ধীর গতির ছিল, এমনকি ক্রিকেট বিশেষজ্ঞরাও পিচটি ধীর গতির বলে সম্বোধন করেছিলেন। তবে সানরাইজার্স দলের দুই ওপেনার যখন ব্যাটিং করতে আসেন তারা প্রথম ওভার থেকেই যেভাবে আক্রমণাত্মক মনোভাব নিয়েই সূচনা দিতে থাকেন তার দৌলতে ৬২ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তারা তুলে দিলেন। গতকালের জয়ের সাথে সাথে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে সানরাইজার্স। পাশাপশি প্লে-অফ যাওয়ার টিকিটও তারা কনফার্ম করে ফেলেন।

Read More: KL Rahul: লজ্জাজনক পরাজয় হজম করতে পারলেন না LSG মালিক, মাঠের মধ্যেই KL রাহুলকে নিলেন একহাত !!

ম্যাচ শেষে লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা রীতি মতন মেজাজ হারিয়ে ফেলেন দলের অধিনায়ক লোকেশ রাহুলের উপর। রাহুলের সঙ্গে বেশ তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। এই অবস্থায় মনে কর হচ্ছে রাহুলকে হয়তো টিম ইন্ডিয়া সাথে সাথে লখনৌ দল থেকেও ছাটাই করা হবে। প্রসঙ্গত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য লোকেশ রাহুলকে ভারতীয় নির্বাচকরা সুযোগ দেননি। চলতি আইপিএলে ব্যাট হাতে বেশ ভালো ছন্দেই রয়েছেন রাহুল (KL Rahul) তবে জাতীয় দলের কাছে ছিল আশ্চর্যজনক। ১২ ইনিংসে রাহুল ৩৮.৩৩ গড়ে ও ১৩৬.০৯ স্ট্রাইক রেটে ৪৬০ রান বানিয়েছেন।

রাহুলকে ছাঁটাই করতে পারেন সঞ্জীব

Kl rahul, ipl 2024
KL Rahul | Image: Getty Images

পাশাপাশি গতকাল লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে রাহুলের সঙ্গে ব্যবহার করছিলেন এর থেকে বোঝাই যায় রাহুলকে হয়তো লখনৌ দলে আর যাবে না দেখা। তবে এই প্রথম নয়, এর আগেও আইপিএলে ক্যাপ্টেনদের সঙ্গে অনেক সমস্যায় জড়িয়েছিলেন গোয়েঙ্কা। লখনৌ সুপার জায়ান্টস দলের আবির্ভাবের আগে সঞ্জীব গোয়েঙ্কার আইপিএলে রাইজিং পুনে সুপার জায়ান্টস নামক একটি দল ছিল। যে দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে পুনে দলে যোগ দিয়েছিলেন, তবে সেই সেইসময় দল ভালো প্রদর্শন করতে ব্যর্থ হয়েছিল। এরপর ২০১৭ সালে সিজিনের মাঝামাঝি সময়ে ধোনির মতন অধিনায়কের বদল ঘটান তিনি, দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তরুণ স্টিভেন স্মিথের হাতে (Steve Smith)। ২০১৭ মরশুমে পুনে দল ফাইনালে পৌঁছে ছিল, তবে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বইয়ের কাছে তাদের পরাজিত হতে হয়েছিল। আসন্ন ২০২৫ আইপিএলে (IPL 2025) রয়েছে মেগা নিলাম, আর এই মেগা নিলামের আগে রাহুলকে ছাঁটাই করতে কোনোরকম দ্বিধাবোধ করবেন না গোয়েঙ্কা।

Read Also: IPL 2024: “সময় বদলাতে সময় লাগে না…” মুম্বই ছিটকে যাওয়ায় ‘ক্যাপ্টেন’ হার্দিককে নিয়ে চর্চা ক্রিকেটমহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *