lsg-can-sack-kl-rahul-before-ipl-2025

IPL 2024: মুখ থুবড়ে পড়লো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। দিনকয়েক আগে নিজেদের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে হারতে হয়েছিলো ৯৮ রানের ব্যবধানে। সেই যন্ত্রণা ভোলার আগেই সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়ের ক্ষতের সম্মুখীন সুপারজায়ান্টসরা। গতকাল উপ্পলের মাঠে মুখোমুখি হয়েছিলো হায়দ্রাবাদ ও লক্ষ্ণৌ। আইপিএলের (IPL) প্লে-অফের দৌড়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছানোর জন্য জয় প্রয়োজন ছিলো দুই পক্ষেরই। চ্যালেঞ্জের সামনে কে এল রাহুলের (KL Rahul) দল যখন নতিস্বীকার করলো, তখন জ্বলে উঠলেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। অনবদ্য ক্রিকেট খেলে ধরাশায়ী করলেন প্রতিপক্ষকে।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো সুপারজায়ান্টস (LSG) শিবির। পাওয়ার প্লে’তে ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত বোলিং-এ চাপে পড়ে তারা। হারায় জোড়া উইকেট। এরপর মন্থর ৩৩ বলে ২৯ রানের ইনিংস খেলে ফিরতে হয় অধিনায়ক রাহুলকে (KL Rahul)। আয়ুষ বাদোনির অর্ধশতক ও নিকোলাস পুরানের ৪৮* রানের ইনিংসের সুবাদে ১৬৫ রান স্কোরবোর্ডে তোলে তারা। রান তাড়া করতে নেমে রীতিমত ধ্বংসযজ্ঞ চালান ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। ৯.৪ ওভারে ১৬৭ রান স্কোরবোর্ডে তুলে নেয় সানরাইজার্স। হায়দ্রাবাদ শিবিরে যখন উৎসবের মেজাজ তখন লক্ষ্ণৌ শিবিরে নামলো অন্ধকার। হারের অভিঘাত ঠিক কতটা তা বোঝা গেলো দলমালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) প্রতিক্রিয়ায়।

Read More: ‘ডু ওর ডাই’ ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হতে চলেছে RCB, হারলেই নিতে হবে টুর্নামেন্ট থেকে বিদায় !!

সঞ্জীব গোয়েঙ্কার রোষানলে রাহুল-ল্যাঙ্গার-

Sanjiv Goenka and KL Rahul | IPL 2024 | Image: Twitter
Sanjiv Goenka and KL Rahul | IPL 2024 | Image: Twitter

আইপিএলের (IPL) ইতিহাসে এক বেনজির ঘটনার সাক্ষী থাকলো গতকালের রাজীব গান্ধী স্টেডিয়াম। দলের পারফর্ম্যান্স নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের আগেও হতাশ বা উচ্ছ্বসিত হতে দেখেছেন অনেকে, কিন্তু পরাজয়ের পর মাঠেই দলের অধিনায়ককে রীতিমত ধমক দিতে কি আদৌ কখনও দেখা গিয়েছে? মনে করতে পারছেন না ক্রিকেটজনতা। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের পরাজয়ের পর অবশ্য দেখা মিললো তেমন দৃশ্যেরই। ম্যাচ শেষে তখন সাজঘরের পথে পা বাড়িয়েছেন ক্রিকেটাররা। সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে কে এল রাহুলের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)।

রীতিমত উত্তেজিত হয়ে হাত নেড়ে কিছু বলতে দেখা যায় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ফ্র্যাঞ্চাইজির কর্ণধারকে। তিনি যে খুশি নন তা স্পষ্ট ছিলো শরীরী ভাষায়। গোয়েঙ্কা মেজাজ হারালেও শান্তই ছিলেন রাহুল (KL Rahul)। তিনি বোঝানোর চেষ্টা করছিলেন তাঁকে। কিন্তু অক্ষম হন লক্ষ্ণৌ অধিনায়ক। এই মরসুমেই অ্যান্ডি ফ্লাওয়ারকে সরিয়ে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস কোচ হিসেবে সই করিয়েছে অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গারকে (Justin Langer)। তিনিও এগিয়ে আসেন। তিনিও শান্ত করতে পারেন নি সঞ্জীব গোয়েঙ্কাকে। উত্তেজিত হয়েই কোচের সাথেও কথা বলতে দেখা যায় তাঁকে। এই ঘটনা স্তম্ভিত করেছে গ্রেম স্মিথ,স্কট স্টাইরিশদের মত বিশেষজ্ঞদের। “বন্ধ দরজার ওপারে এই আলোচনাগুলো হলে ঠিক হত,” জানিয়েছেন তাঁরা।

মেগা অকশনে দেখা যেতে পারে ব্যাপক রদবদল-

Lucknow Supergiants | IPL 2024 | Image: Getty Images
Lucknow Supergiants | Image: Getty Images

অঙ্কের হিসেবে এখনও প্লে-অফে যেতে পারে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। তারা এই মুহূর্তে আছে ১২ পয়েন্টে। বাকি দুই ম্যাচ। জিতলে সম্ভব ১৬ পয়েন্টে পৌঁছনো। বড় ব্যবধানে জয় পেলে উন্নত হবে নেট রান রেট’ও। সেক্ষেত্রে সুবিধা হতে পারে তাদের। তবে দুটি ম্যাচই বাইরের মাঠে। প্রথম প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালসও (DC) রয়েছে প্লে-অফের দৌড়ে। অরুণ জেটলি স্টেডিয়ামে তাদের পরিসংখ্যান বেশ ভালো। অন্যদিকে ইতিমধ্যে ছিটকে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্স (MI) ওয়াংখেড়েতে মরসুমের শেষ ম্যাচে জয় পেতে মরিয়া থাকবে, ফলে লড়াইটা সহজ হবে না লক্ষ্ণৌর কাছে। গত দুই বছর প্লে-অফে গেলেও এলিমিনেটরের বাধা টপকাতে পারে নি সুপারজায়ান্টসরা। এবার লীগ পর্বের বাধা টপকাতেই হিমশিম তারা।

গতকাল সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) যে রণংদেহী মেজাজ দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায় তাতে স্পষ্ট যে আশানুরূপ ফলাফল করতে পারছে না দল। আগামী মরসুমে দেখা যাবে মেগা অকশন। ৪ নাকি ৫, নাকি ৮-কতজন খেলোয়াড়কে রিটেন করা হবে তা নিশ্চিত নয় এখনও। জানা নেই আদৌ ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করার সুবিধা থাকবে কিনা ফ্র্যাঞ্চাইজিগুলোর। এমতাবস্থায় লক্ষ্ণৌর রিটেনশন পরিকল্পনা কি হয় তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এই মরসুমের পারফর্ম্যান্স বিচার করলে নিকোলাস পুরান (Nicholas Pooran), মার্কাস স্টয়নিস, মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) মত তারকারা এগিয়ে রয়েছেন খানিক। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সরে যেতে হতে পারে অধিনায়ক রাহুলকে। নিরাপদ দেখাচ্ছে না কোচ ল্যাঙ্গারের কুরসীও।

Also Read: IPL 2024: “সময় বদলাতে সময় লাগে না…” মুম্বই ছিটকে যাওয়ায় ‘ক্যাপ্টেন’ হার্দিককে নিয়ে চর্চা ক্রিকেটমহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *