Virat Kohli: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বর্তমান সময়ে ক্রিকেটের সবথেকে বড় লীগ, বিগত এক দশক ধরে এই লিগের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এই আইপিএলের জন্যই এপ্রিল-মে মাস জুড়ে আন্তর্জাতিক ক্রিকেট শুধু বন্ধই থাকে না, বরং আন্তর্জাতিক প্লেয়াররা এই লীগের অংশ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন। যদিও, বেশ কয়েক বছর ধরে আইপিএলের মঞ্চ কাঁপাচ্ছেন বিদেশি প্লেয়াররা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত নিলামে কলকাতা নাইট রাইডার্স অস্ট্রালিয়ান কিংবদন্তি পেসার মিচেল স্টার্ককে (Mitchell Starc) রেকর্ড মূল্যে (২৪.৭৫ কোটি টাকা) কেন। এমনকি এই মূল্যটি আইপিএল জয়ী দল যেটা পাবে তার থেকেও বেশি।
ইতিহাস গড়তে চলেছেন কোহলি
২০২৫ আইপিএলের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। আর এই নিলামে নাম লেখাবেন ভারতীয় দলের কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ ১৭ বছর আইপিএলে বিরাট কোহলি হলেন একমাত্র খেলোয়াড় যিনি এখনও পর্যন্ত নিলামের মঞ্চে অংশ নেননি। তবে, এবার আসন্ন আইপিএলে নিলামের মঞ্চে অংশ নিতে চলেছেন কিং কোহলি। ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটসম্যান কোহলি আইপিএল ২০২৪ সালে সর্বাধিক রান বানিয়ে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন।
তবে, বিশ্বকাপের মঞ্চে তার ব্যাট ছিল একেবারেই শান্ত। যদিও মেগা ফাইনালে অসাধারণ একটি ইনিংস খেলে ভারতীয় দলকে জয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর বিশ্বকাপ জয় করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন কোহলি (Virat Kohli)।
Read More: গুজরাত ছাড়ছেন শুভমান গিল, আসন্ন মরশুমে পাঞ্জাব কিংসকে দেবেন নেতৃত্ব !!
নিলামের মঞ্চে নাম লেখাবেন কোহলি
যদিও শুধু বিরাট কোহলি নন, ভারতীয় দলের আরও দুই কিংবদন্তি অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন। রোহিত শর্মা (Rohit Sharma) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) অবসর নিয়েছেন এই ফরম্যাট থেকে। অন্যদিকে, কোহলির আইপিএল যাত্রার কথা বলতে গেলে, ২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। সে বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সুযোগ থাকলেও ঘরের ছেলেকেই ঘরে তোলেনি দিল্লি।
২০০৮ সালের বিরাট কোহলিকে তিরিশ হাজার মার্কিন ডলারের বিনিময়ে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে, জানা গিয়েছে দীর্ঘ ১৭ বছর ধরে ট্রফি না জিততে পেরে রয়্যাল চ্যালেঞ্জার্স দল ছাড়তে চলেছেন কোহলি, আর আইপিএলের নিলামে নিজের নাম লেখাতে চলেছেন। আইপিএল ইতিহাসে কোহলি ২৫২ ম্যাচে ৩৮.৬৭ গড়ে ও ১৩১.৯৭ স্ট্রাইক রেটে ৮০০৪ রান বানিয়েছেন। পাশাপশি, এই ফরম্যাটে ৮ বার শতরান ও ৫৫বার অর্ধ-শতরান হাঁকিয়েছেন কোহলি। তিনি নিলামের মঞ্চে নাম লেখালে তাকে দলে নিতে ঝাঁপিয়ে পড়বে ১০ ফ্রাঞ্চাইজিই।