ষোলো বছরের অপেক্ষা শেষে গতকাল প্রথম ট্রফির স্বাদ পেলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ষোলো বছর আইপিএলে (IPL) অংশ নিয়ে যে কাজ করতে পারে নি পুরুষ দল, স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন নারী দল সেই অধরা সাফল্যই এনে দিলো মাত্র দুই বছরে। জমজমাট ফাইনালে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCBW) হারালো দিল্লী ক্যাপিটালসকে (DCW)। জিতে নিলো উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) ট্রফি। এর আগে দুই মরসুমে, চার সাক্ষাতে একবারও দিল্লীকে হারাতে পারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স। তার সাথে টস হার’ও বিপক্ষে গিয়েছিলো স্মৃতি মন্ধানা, এলিস পেরীদের (Ellyse Perry)। কিন্তু যাবতীয় প্রতিকূলতাকে পিছনে ফেলে শেষমেশ সাফল্যের সোনালি আভায় ফ্র্যাঞ্চাইজিকে রাঙিয়ে দিলেন বেঙ্গালুরুর মেয়েরা। শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক তাঁদের।
প্রথমে ব্যাটিং করতে নেমে ঝড় তুলেছিলেন দিল্লীর দুই ওপেনার মেগ ল্যানিং (Meg Lanning) ও শেফালী ভার্মা। প্রথম ৪৩ বলেই ৬৪ তুলে ফেলেছিলেন দুজনে। এরপর একই ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সোফি মোলিনু (Sophie Molineux)। অজি তারকা তুলে নেন তিন উইকেট। ফেরান শেফালী, জেমিমা ও অ্যালিস ক্যাপসি’কে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারে নি দিল্লী। স্পিনের জালে তাদের বেঁধে ফেলেন শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil) ও আশা শোভনা। মাত্র ৪৯ রানের মধ্যে ১০ উইকেট হারায় দিল্লী। থামে ১১৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মন্ধানা ও সোফি ডিভাইনের উইকেট হারালেও জয় পেতে অসুবিধা হয় নি বেঙ্গালুরুর। দিনকয়েক আগে এই দিল্লীর বিরুদ্ধেই শেষ বলে রান-আউট হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রিচা ঘোষ (Richa Ghosh)। গতকাল তাঁর ব্যাট থেকেই এলো ট্রফি জয়ের বাউন্ডারি।
Read More: WPL 2024: “বিশ্বাসই হচ্ছে না আমরা ট্রফি…”, RCB-কে প্রথমবার চ্যাম্পিয়ন করিয়ে আনন্দে আত্মহারা স্মৃতী মান্ধানা !!
নেটদুনিয়ার কটাক্ষ হজম করতে হচ্ছে কোহলিদের-
দীর্ঘ অপেক্ষার পর খেতাব জিতে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) সমর্থকেরা। গতকাল ইন্দিরানগর, কোরমঙ্গলার মত এলাকায় গভীর রাত অবধি চলেছে উৎসব। মেয়েদের আনন্দে সামিল হয়েছেন আরসিবি (RCB) পুরুষ দলের সদস্যরাও। প্রাক্তন তারকা ক্রিস গেইল হোন বা বর্তমান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল, ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। ট্রফি জয়ের পর নারী দলের অধিনায়ক স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) সাথে ভিডিও কলে কথা হয় বিরাট কোহলি’র (Virat Kohli)। আনন্দে যোগ দিয়েছেন তিনিও। মেয়েদের সাফল্যে আবেগে ভাসলেও ষোলো বছর ট্রফিহীন থাকার জন্য পুরুষ দল’কে কটাক্ষ করতেও ছাড়েন নি নেটিজেনরা। মজাদার সব মিম-ভিডিওতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বতন ট্যুইটার)।
আরসিবি’র (RCB) মুখ বলে ক্রিকেটদুনিয়ায় পরিচিত বিরাট কোহলিই (Virat Kohli)। স্বাভাবিকভাবেই কটাক্ষের প্রধান উদ্দেশ্যও হয়ে দাঁরিয়েছেন তিনি। ‘ওহে বিরাট এবার আর কোনো অজুহাত চলবে না, IPL জিততেই হবে’ মন্তব্য এক নেটিজেনের। ‘মেয়েরাও খেতাব জিতে নিলো, আর পুরুষ দল ষোলো বছর ধরে কেবল হৃদয়ই জিতে চলেছে’ টিপ্পনি আরও একজনের। ‘স্মৃতিদের থেকে শিক্ষা নেওয়া উচিৎ বিরাট কোহলিদের’ লিখেছেন আরও একজন। ‘গত মরসুমে মেয়দের পেপ টক দিতে কোহলিকে আনা হয়েছিলো, এবার পুরুষদের শিবিরে গিয়ে জয়ের মন্ত্র জানিয়ে আসুন স্মৃতি, এলিস পেরী’রা’ লিখেছেন এক ক্রিকেট সমর্থক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পুরুষ দলের দিকে মস্করার তীর ছুঁড়েছেন খোদ নারী দলের সদস্য সোফি ডিভাইন’ও। খেলা শেষে তিনি বলেন, “পুরুষ দলের আগেই ট্রফি জিততে পেরেছি বলে ভালো লাগছে।”
দেখে নিন ট্যুইট চিত্র-
The miracle has happened #RCB has won their first ever trophy🥳❤️🍻
Jo RCB ke Chore nhi kar paye vo Choriyon ne kar diya😎
#Cricket #RCBvsDC #DCvsRCB #Trophy #WPL2024 #ElysePerry #Viratkohli #T20 #SmritiMandhana #firsttime pic.twitter.com/BYNy8EOjyH— Doctor Sharma (@gharkachotu) March 17, 2024
Lol pic.twitter.com/KB8C1h29qn
— Sandeep Majumdar (@too_Sandeep) March 17, 2024
Still men cant win😂😂
— Hindu (Modi ka pariwar)🚩🚩🇮🇳🇮🇳🇮🇳❤ (@yogeshk0087) March 17, 2024
Lehenga magao inke liye 😂😂
— guru Sharma (@guru_sharmaji) March 17, 2024
This is funny at so many levels 🤣🤣🤣
— Rahul (@Adv_Sawadia) March 17, 2024
— rohit mohanty (@rohitmohanty6) March 17, 2024
Girls rah dikha rahe hai boys ko♥️♥️
— Subham Basak (@Subham_Basak_8) March 17, 2024
Virat Bhai vasooli karenge iss baar 👍👍
— Innu. (@cementsand) March 17, 2024
Koi Kohli ko bhi congratulate kardo
— GAURANG SHUKLA (@gaurangshukla8) March 17, 2024
Har match mein jaane se pehle lamdiess logo ka ashirwad leke utarenge 🏆🫡
— Ravi (@RaviPrashant8) March 17, 2024
Still they can’t win the cup in ipl🤣
— Vj_Shrishanth ♌ (@JDviperstrom077) March 17, 2024
RCB men toh thukenge CSK KE HAATHON. Only one Thala MSD.
— Rezz (@Rezz3322) March 17, 2024
What the men haven’t done in sixteen years women have too
— Omyyyy (@OmPatel1107) March 17, 2024
RCB men’s team and women’s team in a nutshell pic.twitter.com/e1DpMbNc5G
— Happiness Deprived (@deprived_zar) March 17, 2024
— Ryuk (@RyukShitPosts) March 17, 2024
RCB Men before going into IPL 2024 pic.twitter.com/w8dy4hlUII
— Sagar (@sagarcasm) March 17, 2024