ipl-irfan-pathan-questions-srh-decision-to-make-cummins-captain

IPL 2024: ২০১৬ সালে আইপিএল (IPL) ট্রফি জয়ের পর লম্বা সময় সাফল্য নেই সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH)। গত মরসুমে দশ দলের লীগে সবার নীচে শেষ করেছে তারা। দলের সোনালি সময় ফেরাতে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না ‘অরেঞ্জ আর্মি।’ ১৯ ডিসেম্বরের মিনি নিলামে হইচই ফেলে দিয়েছিলেন কাব্য মারান’রা (Kavya Maran)। অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সকে (Pat Cummins) দলে সামিল করেন তাঁরা। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল (IPL) নিলামে ২০ কোটি টাকার বেশী অর্থপ্রাপ্তি হয় কামিন্সের। কেন উইলিয়ামসনকে ছেঁটে ফেলার পর গত মরসুমে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে (Aiden Markram) অধিনায়ক করেছিলো সানরাইজার্স (SRH)। সপ্তদশ মরসুম শুরুর আগে ফের বদল আনা হলো অধিনায়কত্বে। অজি অধিনায়ক কামিন্সকে দলের দায়িত্ব তুলে দিয়েছেন কর্মকর্তারা।

Read More: WPL 2024: দিল্লি-ব্যাঙ্গালোর ফাইনালের জন্য চালানো হবে অতিরিক্ত মেট্রো, লড়াইয়ের উত্তাপে ফুটছে রাজধানি !!

ক্ষোভ ব্যক্ত করেছিলেন ডিভিলিয়ার্স-

AB De Villiers | IPL 2024 | Image: Twitter
AB De Villiers | Image: Twitter

অস্ট্রেলিয়া অধিনায়ক হিসেবে ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন প্যাট কামিন্স (Pat Cummins)। ভারতের মাটিতে জিতেছেন ওডিআই বিশ্বকাপ’ও। ট্রফি জয়ের এই ধারাবাহিকতা সানরাইজার্স (SRH) জার্সিতেও তিনি বজায় রাখবেন, এমনটাই আশা রাখছেন সানরাইজার্স কর্মকর্তারা। প্রত্যাশা বেড়েছে সমর্থকদের মধ্যেও। অনেকেই সাদরে আমন্ত্রণ জানিয়েছেন এই বদলকে। আবার ক্রিকেটদুনিয়ায় বিরুদ্ধমত’ও নেহাৎ কম নেই। কেউ কেউ এইডেন মার্করাম যথেষ্ট সময় পান নি বলে অভিযোগ তুলছেন, আবার কারও মতে টি-২০ ক্রিকেটে নেতা হিসেবে বাকি দুই ফর্ম্যাটের মত পরীক্ষিত নন কামিন্স (Pat Cummins)।

দিনকয়েক আগে  সানরাইজার্সের সিদ্ধান্তের বিরোধিতা করে এবি ডিভিলিয়ার্স (AB De Villiers) জানিয়েছিলেন, “(প্যাট) কামিন্সকে নেতা করার পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলি যুক্তিগ্রাহ্য, কিন্তু তার জন্য এইডেন মার্করামকে যেভাবে সরে যেতে হলো, তা দুঃখজনক। বিশেষ করে ও যখন দলকে পরপর দুটো খেতাব জিতিয়েছে।” মার্করামের নেতৃত্বে দুটি SA 20 খেতাব জিতেছে সানরাইজার্সের মালিকানাধীন দল সানরাইজার্স ইস্টার্ন কেপ। সেদিকে ইঙ্গিত করেই মন্তব্য করেছিলেন প্রোটিয়া কিংবদন্তি। এবার ডিভিলিয়ার্সের সুর শোনা গেলো ভারতীয় প্রাক্তনী ইরফান পাঠানের (Irfan Pathan) গলাতেও। মার্করামকে সরিয়ে প্যাট কামিন্সকে নেতা করার সিদ্ধান্ত মনঃপুত হয় নি তাঁর’ও।

কামিন্সকে অধিনায়ক করার সিদ্ধান্তে অখুশি পাঠান-

Irfan Pathan | IPL 2024 | Image: Twitter
Irfan Pathan | Image: Twitter

প্যাট কামিন্সের (Pat Cummins) কাঁধে নেতৃত্বভার তুলে দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ইরফান পাঠান (Irfan Pathan)। ভারতের প্রাক্তন অলরাউন্ডার কোনোরকম রাখঢাক না করেই জানিয়ে দিয়েছেন যে কুড়ি-বিশের ক্রিকেটে, বিশেষ করে আইপিএলের মত দ্রুতগতির টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে কামিন্সের সাফল্য পাওয়ার ব্যাপারে তাঁর মনে সন্দেহ রয়েছে। তিনি অস্ট্রেলীয় তারকার কেরিয়ার পরিসংখ্যান তুলে এনেছে নিজের বক্তব্যের স্বপক্ষে। ৪২টি আইপিএল (IPL) ম্যাচে ৮.৫৪ ইকোনমি রেট ও ৩০.১৬ বোলিং গড়ে ৪৫ উইকেট নিয়েছেন কামিন্স। এছাড়া ব্যাট হাতেও ১১ ইনিংস খেলে করেছেন কেবল ৩৭৯ রান। গড় ১৮.৯৫। এই পারফর্ম্যান্সকে আহামরি বলতে নারাজ পাঠান।

ভারতীয় প্রাক্তনী স্পষ্ট জানিয়েছেন, “আমার সন্দেহ রয়েছে কারণ ওর আইপিএল পরিসংখ্যান মোটেই চমকপ্রদ নয়। সাড়ে আটের ইকোনমি ওর মত প্রথম সারির ফাস্ট বোলারের জন্য অনেকটাই বেশী। আশা রাখছি এক মরসুমেই সেটা বদলে যাবে। হায়দ্রাবাদ আশায় রয়েছে যে ও মাঠে নেমে দলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। যে সাফল্য বেশ কিছু মরসুম ধরে অধরাই রয়ে গিয়েছে ওদের কাছে। কিন্তু আমি বিশ্বাস করি যে টি-২০ ক্রিকেটে ওডিআই ও টেস্টের থেকে অনেকটা আলাদা।” ডিভিলিয়ার্স, পাঠানদের মন্তব্য থেকে পরিষ্কার যে চ্যালেঞ্জটা সহজ হবে না সানরাইজার্সের (SRH) কাছে। কি করে এই কঠিন পরীক্ষা সামলান ‘ক্যাপ্টেন কামিন্স’, নজর থাকবে সেইদিকেই।

আসন্ন IPL-এ সম্পূর্ণ SRH স্কোয়াড-

গ্লেন ফিলিপস ✈, উপেন্দ্র সিং যাদব, হেনরিখ ক্লাসেন ✈, আব্দুল সামাদ, এইডেন মার্করাম ✈, রাহুল ত্রিপাঠী, মায়াঙ্গ আগরওয়াল, ট্র্যাভিস হেড ✈, আনমোলপ্রীত সিং, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, শাহবাজ আহমেদ, সানভির সিং, নীতিশ কুমার রেড্ডি, ভুবনেশ্বর কুমার, মার্কো ইয়ানসেন ✈, প্যাট কামিন্স (অধিনায়ক) ✈, টি.নটরাজন, মায়াঙ্ক মারকণ্ডে, উমরান মালিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা ✈, জয়দেব উনাদকাট, আকাশ সিং, ফজলহক ফারুখি ✈, জটাবেদ সুব্রহ্মনিয়াম।

*✈- বিদেশী।

Also Read: T20 World Cup 2024: “যে কোনো মূল্যে ওকে…” কোহলি’র জন্য বোর্ডের বিরুদ্ধে লড়াইতে নামতেও প্রস্তুত রোহিত !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *