টি-২০ বিশ্বকাপে নামার আগেই সমস্যায় টিম ইন্ডিয়া, ছিটকে গেলেন বিরাট কোহলি !! 1
xr:d:DAF2A9kGwrA:2,j:6992249652467060861,t:23120411

ক্রিকেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে এখন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আগামী মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলেছে কুড়ি-বিশের ক্রিকেটের মহাযুদ্ধ। এবার আরও বড় পরিসরে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) আয়োজন করার পদক্ষেপ নিয়েছে নিয়ামক সংস্থা আইসিসি। মূল পর্বেই থাকছে ২০টি দল। উগান্ডা, নেপালের মত দেশ প্রথমবার কোনো প্রথমসারির আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে চলেছে। প্রতিবারের মতই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের পাশাপাশি ট্রফি জেতার ব্যপারে অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়া। এগারো বছর আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্ট জেতে নি তারা। এবার সেই শৃঙ্খল ভেঙে সাফল্য নিশ্চিত করতে মরিয়া ‘মেন ইন ব্লু।’

টি-২০ ক্রিকেটের জন্য গত দেড়-দুই বছর বিশেষ পরিকল্পনা নিয়েছিলো ভারত। সেই পরিকল্পনারই ফসল যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), রিঙ্কু সিং-রা। গত ৩০ এপ্রিল যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই, তাতে সিনিয়রদের সাথে রয়েছেন এক ঝাঁক তরুণ’ও। তাঁদের থেকে ভালো পারফর্ম্যান্সের আশায় দল। যশস্বী, শিবম’রা (Shivam Dube) খবরে থাকলেও সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর যে করছে বিরাট কোহলির ব্যাটে তা অবশ্য অস্বীকার করছে না ক্রিকেটমহল। ছয়টি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলে চারটিতে ভারতের শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান (১১৪১) সংগ্রাহক’ও তিনি। দুইবার হয়েছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়। প্রায় ১৪ মাস আন্তর্জাতিক টি-২০ থেকে বিরতি নিলেও টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্যই দলে ফেরানো হয়েছিলো কোহলিকে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা খেলো দল। প্রথম ম্যাচে খেলতেই পারছেন না বিরাট (Virat Kohli)।

Read More: টি-২০ বিশ্বকাপের দলে জায়গা হলো না কোহলির, শেষ মুহূর্তে সামনে চমকে দেওয়ার মত তথ্য !!

প্রথম ম্যাচে নেই বিরাট কোহলি-

Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

আইপিএল শেষ হয় নি এখনও। বাকি রয়েছে ফাইনাল ম্যাচ। কিন্তু টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য যে ১৫ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই, তাদের মধ্যে কেউই খেলছেন না আইপিএলের ফাইনাল। কেবল ট্র্যাভেলিং রিজার্ভের তালিকায় থাকা রিঙ্কু সিং (Rinku Singh) নামতে পারেন কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে। যেহেতু প্রধান তারকারা কেউই নেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে সেহেতু তাঁদের মধ্যে অনেকেই গতকাল রাতে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারার উদ্দেশ্যে উড়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। বোর্ডের এক কর্তা পিটিআই-কে সাক্ষাৎকারে জানিয়েছেন যে প্রাথমিক পরিকল্পনা ছিলো ২১ তারিখ দেশ ছাড়ার। কিন্তু তাতে পরে পরিবর্তন করে বিসিসিআই।

অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma) গতকাল দেখা গিয়েছে বিমানবন্দরে। দেখা মিলেছে ঋষভ পন্থ (Rishabh Pant), আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহদের মত তারকাদের। রাজস্থান রয়্যালসের যে সকল ক্রিকেটার দিনকয়েক আগে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেছেন তাঁরা সম্ভবত দেশ ছাড়বেন ২৭ মে। কিন্তু মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) কবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে উড়ে যাবেন সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না কিছুই। সংবাদমাধ্যম জানাচ্ছে কাগজপত্রজনিত কিছু জটিলতায় আটকে রয়েছে কোহলির মার্কিন মুলুকে পা দেওয়া। সব ঠিকঠাক থাকলে তিনি দেশ ছাড়বেন ৩০ মে। এদিকে ভারত টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ১ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দিয়ে। লম্বা বিমানযাত্রার পর নিঃসন্দেহে প্রথম ম্যাচেই মাঠে নামবেন না কোহলি।

T20 বিশ্বকাপে ভারতের সূচি-

তারিখ ম্যাচ ভেন্যু সময় (IST)
০৫/০৬/২০২৪ ভারত বনাম আয়ারল্যান্ড নিউ ইয়র্ক সন্ধ্যে ৮টা
০৯/০৬/২০২৪ ভারত বনাম পাকিস্তান নিউ ইয়র্ক সন্ধ্যে ৮টা
১২/০৬/২০২৪ ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সন্ধ্যে ৮টা
১৫/০৬/২০২৪ ভারত বনাম কানাডা ফ্লোরিডা সন্ধ্যে ৮টা

Also Read: T20 বিশ্বকাপে ভারতের চমক অভিষেক শর্মা, এই ‘ফ্লপ’ তারকার বদলে সামিল হচ্ছেন স্কোয়াডে !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *