হার্দিক-নাতাশার পর ঘর ভাঙছে বিরাট-অনুষ্কার, গম্ভীরের কারণেই ‘বিরুস্কা’ জুটির হচ্ছে ইতি !! 1

ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি (Virat Kohli) তবে বর্তমান সময়ে সমাজ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে চর্চা। এবার সম্পর্কের টানাপোড়েনের খবর প্রকাশ্যে আসলো বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) নাম। সমাজ মাধ্যমে একটি খবর রীতি মতন প্রশ্ন তুলেছে বিরাট কোহলির উপর। জানা গিয়েছে, বিরাটের নেওয়া এক সিদ্ধান্তের জন্য সংসার ভাঙতে চলেছে কোহলি ও অনুষ্কার। কয়েকদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে হার্দিক পান্ডিয়া ও নাতাশার, এবার বিবাহ বিচ্ছেদের খবর উঠে আসলো ‘বিরুস্কা’ জুটিকে ঘিরে।

সংসার ভাঙছে বিরুস্কা জুটির

Virat Kohli & Anuska Sharma
Virat Kohli and Anuska Sharma | Image: Getty Images

ভারতীয় দলের কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli) এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা একে অপরের সুখ দুঃখে একে অপরের পাশাপাশি থেকেছেন। এমনকি, দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার সময় অনুষ্কার সঙ্গে ছিলেন বিরাট। এই সময়ে তিনি ইংল্যান্ডের মতন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্তও নিয়েছিলেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, দ্বিতীয় সন্তানের জন্মের পর কোহলি পরিবার এবার থেকে নাকি বিদেশে অর্থাৎ ইংল্যান্ডে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

Read More: Virat Kohli: “ওর সাথে খেলার অভিজ্ঞতা…” বিরাট কোহলি’র প্রশংসায় পঞ্চমুখ মহেন্দ্র সিং ধোনি !!

আর এই পরিস্থিতিতে সমাজ মাধ্যমে বেশ ট্রোলের মুখে পড়তে হয়েছিল বিরাটকে। তবে সেই জল্পনা উড়িয়ে নতুন এক জল্পনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই ভাঙতে চলেছে বিরাট কোহলির সংসার, ভারতীয় দলের এই কিংবদন্তি খেলোয়াড় বিশ্বকাপ ২০২৪ জয় লাভ করার পরেই স্ত্রী ও সন্তানকে দেখতে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। তবে সেখানেই নাকি দুজনের মধ্যে বেশ বচসা হয়েছিল। যার দৌলতে বিরাট কোহলি এবং অনুষ্কা একে অপরের সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গম্ভীরের কারণেই ভাঙছে সংসার

Gautam Gambhir
Gautam Gambhir | Image: Twitter

প্রসঙ্গত, ভারতীয় দলের হয়ে ২০০৮ সাল থেকে একটানা ক্রিকেট খেলছেন বিরাট কোহলি এবং ২০১৭ সালে অনুষ্কা শর্মাকে বিবাহ করেছিলেন। একটানা ক্রিকেট খেলার দৌলতে, দুজনের মধ্যে সাংসারিক জীবনের সময় সেইভাবে  কাটেনি। তাছাড়া দ্বিতীয় সন্তান জন্মানোর কিছুদিন পরেই বিরাট কোহলি আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আইপিএলের পর বিশ্বকাপ এবং বিশ্বকাপের পরে বিরাট কোহলি শ্রাম নেবে বলে জানিয়েছিলেন। কিন্তু গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কথায় তিনি শ্রীলঙ্কা সফরে যেতে রাজি হতেই অনুষ্কার সঙ্গে বিবাদে জড়ান কোহলি, যার পর থেকেই সমাজ মাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে । যদিও এই খবরের কোনো সত্যতা নেই।

Read Also: ৪, ৪, ৪, ৬, ৬…ব্যাটিং তাণ্ডব পৃথ্বী শ-র, ইংল্যান্ডের মাঠে আবারও খেললেন ধুন্ধুমার ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *